QUOTES ON #কলেজ

#কলেজ quotes

Trending | Latest
8 NOV 2020 AT 9:05

কলেজ জীবনের শেষ দিন💛
জীবনের অন্যতম একটা সুন্দর অধ্যায়💖কিন্তু যেই অধ্যায় টা 3 টা বছরের সীমিত সময়ের মধ্যে না চেয়েও close করতে হয়। জীবনের অনেক সুন্দর সুন্দর মূহুর্ত বলতে গেলে এখানে কাটিয়েছি best moment হিসাবে মনের দেওয়ালে গাঁথা হয়ে চিরটাকাল থাকবে।।
জীবনে অনেক কিছু পেয়েছি যা সত্যিই কোনোদিন ভোলার নয় । অনেক ভালো খারাপ অনেক কিছুই দেখেছি যা কোনোদিন ও ভোলার নয় স্মৃতি হিসাবে চিরটাকাল রয়ে যাবে যা কোনোদিন ও আর বাস্তবে ফিরে পাবনা। তবে আমি খুব lucky যে এই মূহুর্ত গুলো জীবনে পেয়েছি।। জীবনে অনেক আফসোস রয়ে গেছে কলেজ জীবনের শেষ কয়েকটা মূহুর্ত blank রয়ে গেছে।।
ভালো থাকিস কলেজ জীবন,বেঁচে থাকিস মূহুর্ত গুলো হৃদয়ে।।

-


24 FEB 2020 AT 21:12

6th SEM ---- মানে উল্লাস নয়
6th SEM মানে হাজারো স্মৃতি, একরাশ দুঃখ।।

-


12 OCT 2019 AT 19:25

কলেজের প্রথম দিন,
পড়ুয়াদের হট্টগোল চারিদিকে,
জনস্রোতের মধ্যে দিয়ে পৌছায় ক্লাসরুমে,
ব্ল্যাকবোর্ডে সেই চকের লেখা,
যেনো নিশীথ রাতের জোনাকী পোকা,
ধিক্ ধিক্ করে জলছে,
ঘোর অন্ধকারেও আলোর আসা দিচ্ছে,
মধ্যাহ্ন বিরতিতে সিনিয়রদের প্রবেশ,
এক এক করে ইন্ট্রো দাও,এটাই প্রসেস,
"তুই এখানে?",দেখি একজন ডাকছে করিডোরে,
আমার ছোটবেলার বান্ধবী,চিনতে কি না পারি তারে,
দেখা হলো স্কুলের বাকি বন্ধুদের সাথে,
তারা আমার সিনিয়র,সময়ের ছলে,
সময় আমার পরীক্ষা নিয়েছিল বটে,
সেই দুর্গম পথ অতিক্রম করেছি,বন্ধুদের সাহায্যে।।

-


29 DEC 2018 AT 22:54

।।।।কলেজ পিকনিক।।।।
-শুভময় চক্রবর্তী

ঘুরতে যাওয়া হলো না আমার কলেজ পিকনিকে,
শারীরিক অসুস্থতায় কাবু হয়ে ছিলাম যে।
ফেসবুকে ছবি দেখে পিকনিক যেতে ইচ্ছে করলো,
কিন্তু সেই সময়েই সর্দি কাশি ঠান্ডা ধরলো।
তাই মনে মনেই ঘুরে এলাম পিকনিক স্পট এ,
মিস করলাম মাংস-ভাত আর প্রচুর আনন্দকে।
সবাই মিলে হৈ-হুল্লোড়ে ভরে যেত বাস,
মনের সব কালো বিষাদ নিমেষেই হতো কাত।
হেঁটে হেঁটে ঘুরতে যেতাম চারিদিক,
দেখে দেখে চিনে নিতাম এদিক সেদিক।
যদি কেউ বলতো কোথায় পিকনিক তোদের,
তখন ঠিক ই বলতে পেতাম নাম সেই জায়গার।
যদিও যাই নি তাই মনে মনেই ঘুরে এলাম,
পিকনিক যাবার দিনে বিছানাকে পেলাম।
ডক্টর বলেছে বেড রেস্টে থাকতে,
তাই এবার পিকনিক টা বৃথাই গেলো যে।

-


13 JAN 2022 AT 22:36

#havoc_রাত্রি

পাশ করেছি স্কুল,
পার করেছি কলেজের গেট।
কেন হই আনন্দে আকুল,
করে মানুষকে হেঁট।।

-



কাইলৈৰ পৰা কলেজ আৰম্ভ
তুমি আজি হোষ্টেল লৈ যাবা!
ঘৰত আছিলা কিমান মৰম আছিল
কলেজত গৈ মোক পাহৰিতো নাযাবা!!

-


12 NOV 2023 AT 22:10

ছোটবেলায় সৃজনশীল প্রশ্ন দেখে ভয় পেতাম,কিন্তু কলেজে অনার্স নেওয়ার পর মনে হয় সৃজনশীল প্রশ্নই ভালো ছিল।

-



কাইলৈ ছাত্ৰ ছাত্ৰীসকলে যাব কলেজ লৈ
মই ৰৈ থাকিম বিশ্ববিদ্যালয়ৰ বাটত গৈ!
চাই থাকিম তুমি যোৱা লৈ
মই নোৱাৰিলো তোমাৰ লগত খোজ দিব'লৈ!

-


28 OCT 2020 AT 19:55

জীবনের হাটে বেলাশেষের ঘাটে
আজো তুমি আছো সারাক্ষণ
রাতের প্রহর শেষে স্বপ্নদেখার দেশে
প্রয়োজনের ভীড়ে তুমি স্বতন্ত্র, গোপন
হেমন্তের হাওয়ায় ঝরে যাওয়া পাতায়
লেখা থাকে নতুনের বানী
একুশের ঝড়ে উনিশের প্রেম ওড়ে
তোমার-আমার প্রেম শ্রেষ্ঠ কলেজ-কাহিনী।
-----------------------------গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক

-


25 JUN 2020 AT 22:28

আজকাল ঘরে বসে বসে কলেজের কথা মনে পড়ছে না? হ্যাঁ যখন কোন জিনিস হাতের বাইরে যেতে থাকে তখনই তার গুরুত্ব বোঝা যায়।
আর কলেজের কথা মনে পড়া মানে কলেজের কথা মনে পড়া না। আমাদের দল,আমাদের group এসবের কথা মনে পড়া।
যেমন ক্লাস ছেড়ে মুভি দেখতে যাওয়া
দোকানে বসে সিঙ্গারা,সমুচা খাওয়া
groupতে থেকে গান গুন গুন করে গাওয়া
বা ক্লাসের অর্ধেকের থেকেও বেশি সময় ওয়াসরুমে কাটানো।
এমন কখনো মনে হয়নি, যে কখনো কলেজের কথাও
মনে আসবে। এতোটা ছটফট করার পরেও কলেজের কথাও মনে পড়বে।
কিছু পেয়েছি এখান থেকে বা পাইনি কিন্তু,
বন্ধু তো অনেক পেয়েছি 💙
আর যারা final year তে তারা এর পরের বার তো কলেজেতে আর দেখা করতে পারবে না।
তো এই সব দিন এই সব কথা যত্ন করে রাখো,
একদিন মনে পড়বে ....

-