সেই মধুরাতে
সেই মেহফিল সুরে ও সুরাতে
শব্দরা নির্বাক, নৈঃশব্দ সবাক
ভীষন বাঙ্ময়, শুধু হৃদয়ে হৃদয়
কথা কয়। গোলাপের পাপড়ি
একটু একটু করে ফোটে, ছুঁয়ে রয়
হিন্দোল-পরজ-বসন্তের সুরের আশ্রয়
নীল নির্জনতার ব্যাপ্তি মহাবিশ্বময়
বুকের ভেতর খরস্রোতা দুরন্ত
আকাশের ওপারে আকাশ অনন্ত
শূন্য শূন্য মহাশূন্য, চেতনায় লাগে ঘোর
তোমার হাতে গোলাপ, সুরা ও সুরে বিভোর
সিলিং জুড়ে মায়ার ভীড়, উঠোনে সন্ন্যাস
দ্বন্দ্বের চৌকাঠে চুম্বনের চুম্বক
লক্ষণগন্ডীর বাইরে গোলাপকাঁটার সন্ত্রাস।
--------------------------গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক
-
Singer
গান গাইতে ও শুনতে ভালোবাসি,ভালোবাসি ... read more
শান্ত চোখের আড়ালে কত শোকের কাহিনী
কত কথাচিত্র ভাসিয়ে নিয়ে গেছে অশ্রুনদী, স্রোতস্বিনী।
--------------------গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক
-
সেইদিনের উতল বাতাস ছিলো বেনামী
বুকের ভিতর সমুদ্রের অবিশ্রান্ত ঢেউয়ে
ডুব দিয়েছি আমি
তোমার ললাট জুড়ে উড়ছিলো চুল
ছুঁতে চাওয়ার ইচ্ছেতে অধীর অপেক্ষায়
আমার আঙুল
যে অন্ধকারে মরণ হাতছানি দেয়,
তার মুখ চাই না দেখতে আর
যে জোছনায় চাঁদে লাগে জোয়ার
অজস্র নক্ষত্রের নতুন শপথে
আকাশে ঝাড়লন্ঠনের বাহার
দুরে রজনীগন্ধার বনে
ভালোবাসার সংক্রমনে
স্বপ্নরা মিছিল করে হাঁটে
সেই মিছিলে হেঁটেছি আমি
তোমার সাথে চতুর্দশী পূর্ণিমাতে
যুগে যুগে, যুগান্তরে
অনন্ত অভিসারে, অন্তরে অন্তরে।
----------------------------গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক-
তারাদের কথা জানে শুধু আকাশের হৃদয়
আঁধারের মেহফিলে ঝাড়লন্ঠনে জেগে রয়
দিনের আলোয় গোপন তপস্যা অবিরত
অনন্তের নীল সীমানায় অজস্র তারার মৌনব্রত
কখন যে কোন তারা ঝরে যায়! কে রাখে খবর?
মহাবিশ্বের মহাকাশ অনন্তের বিস্ময়-শহর
ঘোর-লাগা চেতনায় মহাশূন্যতায় ইচ্ছেডানায়
আমি যাই তোমার পাড়ায়।
কড়া নাড়ি বন্ধ দুয়ারে তোমার বারংবার
দাও না সাড়া, এতো অহংকার! আজো অসমাপ্ত উপসংহার।
------------------------------গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক
-
আকাশের ওপারেও আকাশ, অনন্তের অন্ত্যমিল
রবির কিরণে দিবালোক, আঁধারে অজস্র তারার ঝিলমিল।
------------------------গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক-
"বহু পুরোনো চেনা মানুষের সাথে দেখা,
আপনি অমুকবাবুর মেয়ে না"?
অবাক দৃষ্টিতে চেয়ে বললাম "হ্যাঁ
তবে আমি ঠিক চিনতে পারলাম না"।
মাঝে সময়ের জল গড়িয়ে গেছে বহুদূর
চেনা-অচেনার মাঝে বাজে ফেলে আসা সময়ের সুর
"একটা কথা বলি, যে কথা বলা হয় নি আজো
কী সুন্দর দেখতে ছিলেন আপনি,
এখন যে মাস্কে ঢাকা"!
বললাম "চলি"। মনে মনে বলি,
থাক না বর্তমান দৃষ্টি কৌতুহল-মাখা,
এখন যে মুখ মাস্কে ঢাকা,
কিছু না-বলা কথা এখন ভালো গোপন থাকা।
----------------------------গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক-
এই রাত একলার রাত, ভীষণ একান্ত
ভীড়ের মাঝে আরো একলা হই আমি
ঘুরতে থাকি মনের এপ্রান্ত ওপ্রান্ত
কিছু অব্যক্ত কথা আজো ভীষণ দামী।
একলা ঘর পরিপূর্ণ পৃথিবী আমার
একলা চায়ের কাপ, আর কিছু খাবার
ভোর থেকে রাত ভেসে চলে সময়ের খড়কুটো
তার সাথে ভেসে চলি আমি, অভিজ্ঞতা মুঠো মুঠো।
যে কোনো মুহূর্তে ঘটে উল্কাপতন
জীবন-মরণ নাড়ীর বন্ধন
আমি ক্ষণিকের পরিব্রাজক
সময়ের আরেক নাম "ঘাতক"।
------------------------------গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক-
তুমি আমায় ডেকেছিলে কখন,
জানতে পারি নি
তোমার অশ্রুজলের প্লাবন ছুঁয়ে গেছে
আমার দুয়ার, দেখতে পাই নি।
আমার বাগিচায় তখন বসন্তোৎসব
কত পাখী! কত কলরব!
বছর ঘুরে এলো মাঘের শীর্ণ শীতার্ত রাত
ভাঙা দুয়ার, ভাঙা চৌকাঠ
হু হু করে কাঁপিয়ে দিচ্ছে আমার শরীর
চেয়ে দেখি, শুকিয়ে যাওয়া একটি নদীতীর
আমার ছোঁয়ায় হতে পারতো স্রোতস্বিনী
ভাঙা হাটে হয় না বিকিকিনি অথবা নতুন কাহিনী।
----------------------------গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক
-
#হাসবে পরিহাস
-----------------------গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক
কার্তিকের বাতাসে কেন বিষণ্ণতার গন্ধ?
জীবন কি সত্যিই উৎসব?
নাকি বিভিন্ন সম্পর্কের পাকানো দড়ির ফাঁসে
জড়ানো জীবন্ত শব?
"সম্পর্ক" বোধহয় একেকটা মুখোশ
লেনদেনের অলিখিত আপোষ
বেলাশেষের ঘাটে ভাটির জলে
গোড়ালি ডুবে আছে, ধীরে ধীরে ডুবছে
আরো। রাত্রি-নামা শরীর অপাংক্তেয়,
এখন কেউ খোঁজ রাখে না কারো।
বন্ধ দরজার ভিতরে অসহায় একটা লাশ
"সম্পর্ক", জেনে রেখো একদিন
তুমিও হবে সময়ের দাস,
কালের ইশারায় হাসবে পরিহাস।
--------------------------গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক-
মাধবীলতা ঘেরা বারান্দায় একলার পায়চারি
জীবনের কত কথা অব্যক্ত,
গোপন যন্ত্রণার ক্ষত আমারই
গভীর রাত, রাতচরা পাখী ডাকে, হু হু করে মন
বাতাসে ভেসে যায় নীলখাম, সময়ের নির্বাসন
ভেঙে ভেঙে যায় স্বপ্ন যত
বাস্তব জীবন বড়ো ক্ষতবিক্ষত
আমি রই চুপ,
দেখি বেনোজলে ভেসে গেছে
সম্পর্কের রূপ
দেনাপাওনার চলে মিছিল
ঘুমিয়ে পরেছে শ্রান্ত হয়ে
হৃদয়ের গাঙচিল
তুমি এসেছিলে দমকা বাতাসের মতো
প্রেম অক্ষয়, শ্রাবণের ধারা হয়ে ঝরে অবিরত
কৃষ্ণচূড়ার ছায়ায় তোমার-আমার যাপন
বসন্তের হোলো সমাপন,
গৈরিক হাওয়ায় ওড়ে তোমার নব নির্বাচন
হৃদয় বড়ো আজব শহর, ভীষণ অচেনা
হৃৎপিন্ড যন্ত্র বটে, হৃদয় কিন্তু যন্ত্র না
জন্ম হতে মৃত্যু পর্য্যন্ত পথে মেলে কত সাথী
আসলে সম্পর্কের খোলসে
মানুষ ভীষণ নির্জন, পথ হাঁটে একাকী
তবুও থাকে খোলা দখিনের জানালা
আসে জোনাকি-রাত, আসে বাসর জাগার পালা।
-------------------------গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক
-----------------------গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক
-