Chirashree Deb   (শ্রী)
119 Followers · 70 Following

"ভালবাসি নিজের মত করে কিছু লিখতে"
Joined 12 June 2017


"ভালবাসি নিজের মত করে কিছু লিখতে"
Joined 12 June 2017
8 MAY 2022 AT 21:23

ভালোবাসা থাকলেও বোঝার মানুষের ভীষন অভাব!

আমরা আমাদের জীবনে এমন কিছু মানুষকে বেছে নেই, যারা আমাদের ভালোবাসে, সম্মান করে,যত্ন করে, সব চাহিদা পূরণ করবে,যে কোনো পরিস্থিতিতে পাশে দাঁড়াবে, দায়িত্ব পূরণ করবে এক কথায় "Perfect" এই সব কিছু পাওয়া পরও দিন শেষে কিছু একটা অভাব থেকে যায়, আর সেটাই "বোঝা" যেটার ভীষণ ভাবে অভাব, পছন্দের মানুষ সাথে প্রেম ভালোবাসা বিয়ে হাজারটা সেলফি স্ট্যাটাসে "Made for each other" এই সবকিছু ভিড়ে একজন বোঝার মানুষের ভীষণ অভাব আমরা প্রায়ই মানিয়ে নিতে চেষ্টা করি কিন্তু কতো দিন মানিয়ে নেওয়া যায়, আমরা ভালোবাসায় এতটাই মগ্ন থাকি এটাই বুঝতে পারি না মানুষটা সব শেষে ঠিক কতটা আমায় বোঝে, তখন এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে শুধু দুঃখ পাই আমরা। Loving, Perfect, caring , possessive...এই সবকিছু আগে জীবনে একজন বোঝার মানুষের প্রয়োজন।

-


6 APR 2019 AT 17:13

কিছু শূন্য স্থান
শূন্য থাকে পূর্ন হয় না

-


5 AUG 2018 AT 18:30

সাত জন্মের অর্ধাঙ্গিনী নয়
সাত জন্মের বন্ধু হয়ে তোমার পাশে থাকতে চাই

-


20 MAY 2021 AT 0:34

গল্পের একটা পাঠ তোমার জানা
আরেকটা পাঠ এখনো অজানা.....

-


21 JAN 2021 AT 17:58

Today
21st day of the
21st year of the
21st century

-


15 JAN 2021 AT 21:28

গানে গানে খুজি তোমায়___❤️

"Main rahoon ya na rahoon
Tum mujhme kahin baaki rehna
Mujhe neend aaye jo akhiri
Tum khwabon mein aate rehna
Bas itna hai tumse kehna"

-


14 JAN 2021 AT 17:53

টাইমের সাথে সাথে টাইম-লাইন টা বদলে যায়

-


11 OCT 2020 AT 21:20

শ্রী

-


10 SEP 2020 AT 11:26

২০শে---- বিষ কাটছে!

-


29 AUG 2020 AT 21:53

যে ঘরে রোজগার নেই ,সে ঘর জানে
এককাপ চা এক্সট্রা খাওয়ার মানে
যে ঘরে রোজগার নেই,সে ঘর জানে
ভাত নষ্ট হয়ে যাওয়ার মানে
যে ঘরে রোজগার নেই,সে ঘর জানে
হটাৎ অসুস্থ হয়ে যাওয়ার মানে
যে ঘরে রোজগার নেই,সে ঘর জানে
সেমিস্টার ফি মানে
যে ঘরে রোজগার নেই, সে ঘর জানে
সীমিত টাকায় সংসার চালানোর মানে
যে ঘরে রোজগার নেই, সে ঘর জানে
এক একটা দিন কাটানোর মানে
যে ঘরে রোজগার নেই ,সে ঘর জানে
বেকারত্বের মানে।।

-


Fetching Chirashree Deb Quotes