ঝগড়াঝাটি মনখারাপি সব হয়ে যাক মিটমাট ;
শরীর মনে সুস্থ থাকো এক্কেবারে ফিটফাট।-
😍Introvert/Ambivert😍
🌻 Naturalist 🌻
❤️Sepiosexual❤️
📱Textaholic/Textrovert📱
... read more
আপনার ব্যবহার ও চরিত্র এত টা খারাপ রাখবেন না, যেনো অন্য জনের স্ট্যাটাস দেখে মনে হয় এটা আপনার জন্যেই দিয়েছে।😝
-
Happy Teacher's Day.💐🙏
জীবনের প্রথম শিক্ষক মা - বাবা থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপে যাঁরা শিক্ষা দিয়ে চলেছেন, তাঁদের জানাই শুভ আন্তর্জাতিক শিক্ষক দিবস।-
বছরভর অপেক্ষা, আবার এসো মা তুমি।
আন্তরিক শ্রদ্ধা ও ভালবাসায় জানাই
শুভ বিজয়া দশমী।-
যোগ্য হয়েও বঞ্চিত যারা,
লড়াই করছে বারো মাসে।
একদিন তারা জয়ী হবে,
হাসবে ঠিকই শেষে।🌻-
যোগ্য হয়েও বঞ্চিত যারা,
লড়াই করছে বারো মাসে।
একদিন তারা জয়ী হবে,
হাসবে ঠিকই শেষে।🌻-
চেয়ারের উল্টোদিকে বসা থেকে বেঞ্চের উল্টোদিকে বসা.....এই কয়েক সেকেন্ডের পথ যারা অধ্যবসায়, পরিশ্রম ও ভালোবাসা দিয়ে জয় করে তারাই প্রথাগত এবং পেশাগত শিক্ষক।
বাকি সবাই আমাদের জীবনের শিক্ষক।
সবাইকে জানাই শুভ শিক্ষক দিবসের ভালোবাসা ও শুভেচ্ছা।
🌻❤️-