এককোনে তাক মলাটধূলো, আরেকটিবার ফিরবে যদি?
ফিরতিমোড়ে ভাবনাকলম, পেরিয়ে যাবে বর্ণনদী।
এইঘরে মেঘ শহরজুড়ে, আঁজলা ভরে জল খাবে কই
মৃত্যুগাছের খর্বধাবক, দেখছো?,ওগো বিশ্বজয়ী...।
একলা আমি, আঁকছি আকাশ,বৃষ্টিরোগের হাপিত্যেশে
ভিজলে ও চোখ, রাখছি মাথা, ভাঙলে আবার ভালোবেসে।
তোমার দেওয়া হাজারকলম, বাঁচুক ওদের প্রতিশ্রুতি
ফাগুনগানে, আখর জানে, উপন্যাসের অনুভূতি।
কবিতাকথা, প্রার্থনা আর, খেলনাভোরের কুন্দমায়া
আজকে আবার, গল্প তোমার, অনন্ত যার উপচ্ছায়া।
ফের ও চোখে, বইলে নদী, সোনার তরী ভাসিয়ে দিও...
তোমার কোলে রাখব মাথা, রবিঠাকুর, সামলে নিও।।-
কেমন আছো দাড়ি বুড়ো ?
জানতে বড়-ই ইচ্ছে করে ,
পৌঁছে দিয়েছো বাঙালী-কে তুমি
বিশ্ব সাহিত্যের দরবারে ।
‘বিশ্বকবি’ উপাধি-তে ,জগৎ-জোড়া খ্যাতি তোমার
‘ভানুসিংহ’ ছদ্মনামে-ও ,রাজ করেছো তুমি ,
‘সঞ্চয়িতা’ ,‘গীতবিতান' ,কোনটা রেখে কোনটা বলি ?
সন্তান হিসেবে তোমায় পেয়ে ,ধন্য যে এই ভারত ভূমি ।
আধুনিকতা-র বড়াই করি
হানি সিং-এই থাকি মজে ,
আজকের দিনে সত্যি ক'জন ?
তোমার গানের মর্ম বোঝে ।
থমথমে পরিবেশ-ও আজ
হঠাৎ করেই রবি-ময় ,
প্রকৃতি আজও তোমার আশায়
আকাশ পানে চেয়ে রয় ।
এসব শুনে হাসছো বুঝি ?
হচ্ছে একটু অভিমান ?
প্রেম কিংবা বিরহের প্রকাশে
আজ-ও যে ভরসা তোমার গান ।
সময়ের তালে এগোবো সবাই
নতুন ‘ট্যালেন্ট’-ও আসবে জানি ,
তবে ,রবি ঠাকুর আর হবে না
কথা-টি এক বাক্যে মানি ।
ক্রিকেট-ফুটবলে-ই মগ্ন থাকি
ব্যস্ত বছরের প্রতিটি দিন-ই,
তবুও ,শয়নে-স্বপনে নিদ্রায়-জাগরণে
সর্বক্ষণ-ই রইবে তুমি ।।-
*-পঁচিশে বৈশাখ-*
তোমার লেখায় ছোট্ট বেলায়
বিভোর সকাল-সাঁঝে l
আজও তোমার লেখা বাজে
প্রাণের মাঝে মাঝে ll
তোমার লেখা শব্দ বুনে
সুরের আনাগোনা l
তোমার লেখায় তুমিই শেষ
নেই আর কেউ জানা !
তুমি আমার প্রাণের কবি
তুমিই শেষ-শুরু l
বিশ্ব মানব তোমার আশায়
ফিরে এসো কবিগুরু ll-
তুমি কাদম্বরী দেবীর রবি,,
বিশ্বের দরবারে 'বিশ্বকবি'।
বাঙালির গর্ব তুমি,,
সাহিত্য সমুদ্রের প্রাণ।।
তোমায় নিয়ে বিশেষ কিছু লিখব সে স্পর্ধা আমার নেই হে কবিগুরু ,,,
আজি এ অচেনা বৈশাখে তব চরণে মোর শতকোটি প্রণাম ।।-
নিত্য হারায় শব্দরাশি
ভাষা ভুলে হই নির্বাক l
ফিরে এসো তুমি
কবি শিরোমনি
এসো ফিরে পঁচিশে বৈশাখ ll-
"অবাক বিশ্ব চেয়ে রয়-
এক অঙ্গে এতো রূপ মানুষের হয়"?
"More amazing than the universe, how humans can take such beautiful forms in one body?"
💐💐♥️♥️🙏🙏
-
তোমার শিল্প তোমার সৃষ্টি আজও সসম্মানে হৃদয়ে রাখি,
এক শ্রাবণে বিদায় নিলেও বাঙালি ভোলেনি তোমার আঁখি।-
আনন্দ মাঝে তোমায় পাওয়া, কখনও আবার বিপরীতে,
কখনো সুরের হাতছানিতে তুমি থেকে যেও অজুহাতে;
বিষাদে কেটেছে শ্রাবণ বেলা, তুমি ছেড়ে চলে গেছো যবে,
তবু হৃদয় মাঝে রয়েছো জানি, যেথায় "তুমি রবে নীরবে"...-