'দৃষ্টি সীমার ভালোবাসা'
--------------------------
তোমার চোখের দিগন্ত জুড়ে
একটি আকাশ রঙিন হয়ে থাকে,
তাকিয়ে দেখি চুপচাপ,
তোমার ভালোবাসার ফাঁকে।
দৃষ্টি সীমার সীমানাতে
সন্ধ্যা নামে ধীরে ধীরে,
তোমার ছোঁয়ায় আলো জ্বলে,
তোমার কথায় চাঁদ ঝরে।
শব্দহীন সে অনুভূতিতে
তবুও বাজে প্রেমের সুর,
তুমি থাকো কাছে কিংবা দূরে,
ভালোবাসা রয়ে যায় স্পর্শহীন অটুট।
তোমার দৃষ্টি যেখানে শেষ
আমার স্বপ্ন সেখানেই শুরু,
দৃষ্টি সীমার ওপার থেকেও,
ভেসে আসে ভালোবাসার সপ্তসুর।-
"There is no alternative to ... read more
"পরিকল্পনা আপনি যতই করুন-
জীবনের সময় কিন্তু নির্ধারিত।"
"No matter how much you plan –
But the time of life is fixed. "-
সুস্থ সবল দেহের জন্য নিয়মিত ঘুমের যেমন প্রয়োজন-
জীবনে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে স্বপ্নকে জাগিয়ে রাখা আরো বেশি প্রয়োজন।
Just as regular sleep is necessary for a healthy body, it is even more necessary to wake up the dreamer to achieve the desired goals in life.
-
'কথার কথা, কথা নয়-
বাস্তবতা হৃদয়ঙ্গমে কথা হয়।
"Words, not words—
Reality speaks in the heart.-
যৌবন বেলা।
যৌবনের সীমানায় প্রেমের আদর,
আলোর পথে হারানো মনের ভ্রমর।
সুরের মেলা, স্নেহের সুগন্ধ,
যৌবনের মাঝে সৃষ্টি হয় সুন্দর চিত্র।
যৌবনের সুখের স্পর্শে মেঘের মৃদু বৃষ্টি,
মন ভরে উল্লাসে সমুদ্রের শুদ্ধ ঝর্ণা সৃষ্টি
স্বপ্নের পাখি উড়ে আকাশে, নীলের বাসনা,
যৌবনের রঙিন চেহারা, মিলনের আগুন কামনা।
প্রতি মূহুর্তে হাসি মুখে,
যৌবন নাচে রুপালী চাঁদে।
প্রিয়জনের অধীনে,সুখের মিলন,স্নেহের মধুর চুম্বন,
জীবনের রঙিন অধ্যায়,যৌবনের বাঁধভাঙ্গা আনন্দ ভুবন।
-
"ভালোবাসা হচ্ছে তোমার এবং সবকিছুর মাঝে সেতুবন্ধন।"
"Love is the bridge between you and everything."-
ছেলে বেলা -
অবাধ্য ছেলেবেলা, স্বপ্নের আড়ালে,
পৃথিবীর সমস্ত রহস্য
চেতনার সীমানা ছাড়াই পাহাড়ে চলে।
বিস্তৃত আকাশে পায় তার চোখের আলো,
চলতে গেলে যেমন পাখির দেখা মিষ্টি,
ছেলেবেলা হলো স্বপ্নের সুখ নিত্য।
প্রেমের পথে হারানো মৃত্যুর নেই ভীতি,
স্বপ্নের জগতে ছেলেবেলা সুখের গীতি।
স্বপ্নের সীমানায় ছেলেবেলার খেলা,
চলে গেছে অজানা পথে-
হৃদয়ের গভীর প্রেমের স্বপ্ন মেলা।
আকাশের আলোয় পাখির প্রেম ছুঁয়ে,
ছেলেবেলা থাকে ভাবনাহীন সুন্দর জীবন হয়ে।-
স্বপ্ন সীমাহীন সুখ কিন্তু বাস্তবতা কঠিন ও বেদনাদায়ক।
Dreams are endless happiness, but reality is difficult and painful.
-
ভালোবাসা নীল আকাশের মতো,
সবুজ ঘাসের মাঝে ভোরের আলো।
হৃদয়ের মাঝে ছোট্ট একটা স্বপ্ন,
নীল সমুদ্রে অজানা গন্তব্য।
ভালোবাসা প্রাণের ধ্বনি,
আলোর মতো প্রকাশিত কাব্যকথা।
Love is like a blue sky,
Dawn light among the green grass.
A little dream in my heart,
Unknown destination in the blue sea.
Love is the sound of life,
Poetry expressed like light.
-