QUOTES ON #ঔদ্ধত্য

#ঔদ্ধত্য quotes

Trending | Latest
11 NOV 2019 AT 20:22

ঔদ্ধত্য টা ঠিক আসেনা,
কারো ঔদ্ধত্য টাও বুঝিনা,
কিসের জন্য এতো ঔদ্ধত্য
যখন তুমি বাঁচবেনা সত্য..

-


11 NOV 2019 AT 18:11

আমিও তো মনকেমনের সব কবিতা গুছিয়ে রাখি
একলা থাকার অভ্যেস চলে হিসেব মত
হঠাৎ ঝড়ে যখন বেসামাল হই
পিঠ পেতে রোদ্দুর মাখে খেলনাবাটি...

তোর বিবস্ত্র ঔদ্ধত্য জমে আছে ম্যাপেল পাতায়
আজও সেসব ঠুনকো আলাপ ভাঙ্গনের ইঙ্গিত দেখায়
তাই, এবার এলে, তোকে ফিরিয়ে দেব আমি
আদতে ভালো থাকা ভীষণ দরকারী...

-


11 NOV 2019 AT 19:23

আমার ছেঁড়া ডায়েরির পাতাগুলো উইপোকায় খেয়েছে। তোমায় চিঠি লিখতে গিয়েও বহুবার অনেক পাতা ছিঁড়েছি। আমার ঘরে আরেকবার ফিরে এলে তুমি ওই স্তূপাকার কাগজগুলো দেখতে পেতে। তুমি ফিরে আসবে বলে এখনও আমার বারান্দার হলদেটে আলোটা জ্বলেই থাকে সারাদিন। দুয়ারখানিও খোলাই থাকে। শুধু সেখানে দমকা হাওয়াগুলোই বয়ে যায়। এখন আর রাতগুলো তোমায় আমার লেখাগুলো শুনে কাটাতে হয় না, বরং এখন ঘরের কোণে গিয়ে আমি নিজেই ঘাঁটতে থাকি একটা একটা করে ফেলে দেওয়া দোমড়ানো মোচড়ানো পাতাগুলো।

সেদিন ওভাবে ঔদ্ধত্য দেখিয়ে নাই বা চলে যেতে পারতে। তারপর আমার বহু অপেক্ষারাও ব্যর্থ হয়েছে, সে যন্ত্রণা তুমি ধারণাও করতে পারবে না। বহু পাতা ছিঁড়ে ফেলার পর এই চিরকূটেই লিখে আজ তোমার ঠিকানায় পাঠালাম। এটা পড়ার পরও জানি তুমি ফিরবে না। আমার বারান্দার হলদেটে আলোটা জ্বলতে জ্বলতে একসময় হয়তো নিভেও যাবে। আর যদি কখনও ফেরো, আমি কিন্তু সেটা মিথ্যা, মিথ্যা.... মিথ্যাই ভাববো...

-


24 NOV 2019 AT 23:31

#ঔদ্ধত্য

"বাইরেটা জটিল হওয়ার আগেই আমাদের ভেতরটা ভীষণ জটিল হয়ে ওঠে.....আর সেখানেই হারিয়ে যায় সেই ফেলে আসা ঔদ্ধত্যেরা...!!"

(পুরো লেখাটি ক্যাপশনে ।একটু বড় লেখা অনেকদিন পর ।ধৈর্য্য ধরে পড়বেন প্লিজ।একটু পসিটিভ ভাব প্রকাশ করার ক্ষুদ্র প্রচেষ্টা আর কি।😌😌😌😌💓💓💓🙏🙏🙏)

-


11 NOV 2019 AT 18:19

কিছু শ্রেণীর মানুষের ঔদ্ধত্যটা মজ্জাগত,
ঠিক যেন জন্মের পরে দারুণভাবে অভিযোজিত।
কারোর দম্ভ আছে অর্থের,
কারোর বা রূপের....
আর পৌরুষের ঔদ্ধত্য ,
যেন পূর্বপ্রথা অনুসারে প্রচলিত।।

-


11 NOV 2019 AT 21:23

মানুষে মানুষে বিভেদ ভুলে,, মান অভিমান যাক চলে,মেলবন্ধন এক করে... বাস করবো সবে মিলে।
ঔদ্ধত্য, হীনমন্যতা সকল জলে,,, ভেসে যাবে অন্য স্থলে।

-


11 NOV 2019 AT 17:57

ঔদ্ধত্যকে সামলে রেখো,
অহংকে হারাও উপলব্ধির ভাঁজে।
দেখবে তুমিও অনেক তুচ্ছ,
এই মহাবিশ্বের মাঝে।

-


12 NOV 2019 AT 14:25

লতিয়ে ওঠে ঔদ্ধত্য,
সবুজ মনের ঘন অরন্যে।
রিলেদৌড়ে এগিয়ে গেলেও,
মহীরূহ হবে না এ জীবনে।

-



তোমার ঔদ্ধত্যের সুরেই চূর্ণ আজ আমার মনপাড়া,,
আজ তাই তোমাতেই শুরু আমার এ ভালোবাসার খেলা.....

-



স্বপ্নভঙ্গ
নতবৃন্তে পদ্ম-সম এ দুনিয়া আমার l
স্বপ্নলোকে খুঁজিছিনু মুখখানি তার ll
চন্দনের গন্ধভরা বনানীর ধারে l
দাঁড়ায়েছিল প্রিয়তমা আপনার নীড়ে ll
ধীরে ধীরে হাতখানি মোর পাশে আসি l
কহিল চলো দূরে আমি উদাসী ll
বাক নাহি মুখে মোর সন্ধ্যারকুলে l
তারে দেখি উতলায় গেনু সব ভুলে ll
হস্তে হস্ত রাখি কহিল মোরে l
ভবঘুরে ওগো তুমি চলো লয়ে দূরে ll
চরণে নূপুর ধ্বনি মনে হয় রাধা l
কৃষ্ণ প্রেমে যাই মজে নাহি কোন বাধা ll
অঙ্গের গন্ধ আর কেশের বাহার l
চড়িল বক্ষে মোর ক্ষুদার আহার ll
জনশূন্য বনানীর ছায়াতলে বসে l
অধরে অধর মাখি ভাসি নিঃশ্বাসে ll
ধীরে ধীরে রজনী আধো আধো পায় l
নামিল বক্ষে মোর স্রোতস্বীনি ধায় ll
হেনকালে ডাকিল প্রভাতী পাখি l
ভাঙিল নিদ্রা মোর সকরুন আঁখি ll
নিবিড়ে শয়ন ঘরে যাহাই ছিল আঁকা l
নিঃশব্দে ভাবিনু দেখি সবই মরীচিকা ll

-