বড্ড আহ্লাদী, নারী! তোমার ভ্রূ খানি,
রেখো প্রাকৃতিক, প্রকৃতি-ময় ঋনী।
মন-পাড়া, দিচ্ছে ইশারা, ওগো সুন্দরী,,
প্রাণ যে হারা, কষ্টে মন-রা, ওগো রূপসী।
এত ফাঁকি, কোতি রাখি, মন বড় বেহায়া,
তোমা ছাড়া, ভাল না লাগি, গোপন জায়গারা।
চোখ পাতি, তোমা দেখতে, প্রেম জাগে গোপনে,
বুক রাখি, ভালো-বাসতে, খুব বাজে সমাজে।
আসবে কী? প্রেমে করবে কী? নিঃশব্দে,
ক্যাবলা হয়ে, দেখবো দু "ভ্রূ", এই অব্দে।-
জীবনের সুরেলা পরিধি মিলিয়ে আহ্লাদী আনন্দ উপভোগ যত;
তবে অজানা থেকে যায় কেন্দ্রে বিন্দুর দগদগে তাজা সেই ক্ষত।-
এক যে ছিল বাবা মায়ের একমাত্র আহ্লাদী ছেলে...
বয়েস বাড়লে বেকারত্বের দায়ে 'ব্যর্থ প্রেমিক' তকমা পেলে,
এক যে ছিল আহ্লাদী ছেলে প্রকাশ্যে কান্নায় বায়না ছিল যার,
স্বপ্ন তার কাঁটা তারে বুকে অদৃশ্য পাথর তবু ঠোঁটে হাসি লেগে থাকে তার !-
দিনের শেষে তোদের কাছেই ফিরি
ভুলিয়ে দিস মনকেমনের ক্ষত...
স্নেহের পরশে যত্নে রাখি তোকে–
আহ্লাদী মোর, সূর্যমুখী'র মতো...-
আহ্লাদী এ মন, ভাবে তোকে নিয়ে কারণে অকারণ,
করে যায় শুধু, পুরনো দিনের স্মৃতিচারণ,
ভাবতেই চায় না সে, আজ তার একাকীত্বের নিশিযাপন।-
আহ্লাদী মন গাইছে গীত
খেয়ালি প্রাণ করছে নৃত
নদী যেমন বইছে অহর্নিশ।-
ছোটবেলায় বাবা আদর করে ডাকতো 'আহ্লাদী ',
এখন বড়বেলায় ওই ডাকনামটা ভীষণ মিস করি.. !!!-
যে সন্দেহ ছিলো তোমার মনে,সেই সন্দেহ কাটিয়ে আজ তোমার আহ্লাদী হয়ে রয়েছি এখনো কোন কিছু পরোয়া না করে।
-