শত চেষ্টায় খুঁজে পারবো কি এনে দিতে?
যেথাই খোলা আকাশের বুকে থাকবে শুধু
গুরুগম্ভীর মেঘেদের গর্জন,
অঝোর ধারায় শ্রাবণে বর্ষার লগনে
শুধুই ভেসে যাবে প্রান্তর,
কৃষিখেতে বীজ বপনে কাদাকাদি খেলায়
মাতবে কৃষকদের অন্তর,
কদম ও দোলনচাঁপা ফুলের সুবাসে
ভরে যাবে গ্রাম -গ্রামান্তর।
-
Piu Dutta
(কলমে পিউ)
654 Followers · 9 Following
আমার মৃত্যু আসুক তাদের আগে, যাদের মৃত্যু আমি সহ্য করতে পারবো না।
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আমাকে ইন্স... read more
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আমাকে ইন্স... read more
Joined 19 July 2020
8 AUG 2021 AT 22:40
29 JUL 2021 AT 20:13
ছোটো ছোটো ভুলের মাঝে
জমতে থাকা অভিমান ;
সত্য, মিথ্যা যাচাইয়ের
দ্বারে, বিচ্ছেদই পরিনাম..!!
-
28 JUL 2021 AT 21:59
জীবন যুদ্ধে হেরে না গিয়ে
চলবো মোরা,শক্ত করে হাতটি ধরে ;
জয়ী হবো, সফল হবো
মান -অভিমান জব্দ করে..!!-