এক মুঠো আবিরে,
সিঁথি লোহিত বরণ!
বসন্ত বাহারে,
হৃদয়ে রচেছি আসন!-
ফিরে যেও যদি ফিরে যেতে চাও
আমি মায়ায় বাঁধব না আর . . .
আবিরের লালদের আমিই বুঝিয়ে দেবো -
তোমার বসন্তে আসক্তি নেই আর ।-
ইগোর লড়াইয়ে মন ভেঙেছে
অনুভূতির দপ্তর পেল না পূর্ণতা
প্রাণহীন আবিরে নিজেকে রাঙিয়ে
আজ আমি একতরফা পরিণীতা-
ফুলে ফুলে ফাল্গুনে,বসন্ত বাহারে,
কোকিলা সুর তোলে,কুহু কুহু কুহুরে।
আবিরের সুগন্ধে,বাতাস হইলো উতলা,
রঙের ভেলায় ভাসে মন,উৎসবে মুখর হইলা।
দোলের এই খুশির উৎসবের দিনে,
রাধা শ্যামের পদযুগল,ভরিব আবিরের রঙে।।-
দোল নিয়ে প্রেম আর রঙের মাতামাতি।আজ আমার অণুগল্পে অন্যরকম ভালোবাসা আর রঙের ছোঁয়া রইল।...
•আবির•
রঙিন আহ্বানে ক্যাপশনে চোখ রাখো...-
আবির এর লাল,নীল, সবুজ রং এর ছোঁয়া আজ সারা আকাশ কে মাতোয়ারা করে দিয়েছে । রং এর আবেগ এ মানুষজন পাগলপারা এদের দরকার শুধু রঙিন পাখি, জার দ্বারা ডানা মেলে উড়তে পারবে রঙিন আকাশ এ ।
-
কুহেলির গুঞ্জনে ফুলের রানি সেজেছে আজ গোলাপি আভায়।
বসন্তের আগমনে আমার কৃষ্ণের চরনে গোলাপি আবির বড়োই শোভা পায়...-
বসন্ত দেখবো বোলপুর বিহানে।
স্নানের পরে, পায়ে আবির
দিয়ে যখন করলে নমস্কার,
তাকিয়ে ছিলাম তোমার নয়ন পানে।
হাতের থলি, ভর্তি লালে,
মুঠোয় আবির, দিলাম গালে।
বহু বছরের অপেক্ষা গুলো,
পূর্তি পেলো তোমার নরমে ।
বহু পূর্বের অঙ্গীকার গুলো,
ভাঙ্গতে চায়না সকল স্নেহময়।।
সিঁথির ভাঁজে দেওয়া আবির, পেল সম্মতি --
তাই রবির প্রসন্ন উদয় ।
তোমার আমার এই দাম্পত্য,
পেলো পরিণাম,
আমাদের পহেলা দোল পূ্ণিমায়।-