Diptak Banerjee   (©কলম কথা™)
31 Followers · 71 Following

read more
Joined 8 October 2019


read more
Joined 8 October 2019
27 OCT 2023 AT 23:55

Starts with opening a 1080P display.

Life is going through a rollercoaster ride.
Chasing money is something that we're a part of.
The peace has disappeared,
just trapped between 9-5
and heaped on a pile of e-garbage.

This is not the world that I wanted to be a part of 10 years back.
With technology,
we pay a price to control the machines
or stop existing under its influence.

These thoughts keep ringing until —
monday 8.30AM wakes me up again.
Cheers to the weekend I say.
What did I do?
Nothing, for Now I'm just a slave.

-


15 APR 2022 AT 8:49

খুশির দিনে মন্দ কথা,
শ্রবণ করুক বুদ্ধিজীবী সমাজ।
মম ধরণীর মেয়াদ চাকা,
প্রমাদ লগ্নে নিবদ্ধ জাহাজ।
বরফ চাদরে প্রথম বর্ষা —
অদৃশ্য এস্কিমোর ইগলু-গ্রাম।
দুর্যোগের সচেতনতা ঘোষিত হয়েছে ক্যালিফর্নিয়ায়—
তৈরী থেকো তোমরা,
বঙ্গোপ-আরব ও হিমালয়ার মোকাবিলায়।

-


25 SEP 2020 AT 17:41

নাই বা হল তোমার সাথে কথা,
নাই বা পেলাম, তোমার জঠর গন্ধ --
না পাওয়ার মধ্যে কি, সুখ খুঁজে পাইনা ভাবো?

শোনো তবে বলি তোমায় রজনী --
বহু দর্শকের আবদারের পরে,
যখন গান বাঁধে এই ক্লান্ত গলা,
সুর আসে শুধু যখন বুজি আঁখি,
তোমার মুখটা,
আজও যেন মেটায় মনের জ্বালা।

-


22 SEP 2020 AT 4:08

বিনয় গায়ত্রীর অমীমাংসিত প্রেম, দিয়েছে আমাদের অনেক লেখা।

তোমার মত পরী না হওয়াই ভালো, আমার কাছে থাক আমার প্রিয় পায়রা।
হলুদ গাড়ির সামনে যখন, বক্ষে নিলাম তোমায় আমি,
ছিলে তুমি বরফ শীতল, শেষবার যখন ছুঁয়ে ছিলাম আমি।

আমার প্রেমকে প্রশ্ন করা, তুমিই এই প্রথম নারী --
দাম্পত্যের স্বপ্ন দেখে, মাশুল গুনতে আমিই পারি।
মিত্র সংখ্যা কড় গোনা যার, প্রিয়র জন্যে সময় হয়না তার।
ভিন্ন শহরে আমার অমিকে, গড়ে তুলেছি আমি আজ।
আমার কাজকে তুচ্ছ ভাবা, কবে তুমি জীবন বাঁচিয়েছ কার?

তুমি আমায় মনে করেছ, বেনের দোকানের শাল পাতার থালা --
কর্ম শেষে আস্তাকুড়ে, নেই তার যে কোনো জ্বালা।
লতার বনে থাকতে থাকতে, তুমিই নবরুপে লতা।
প্রেমকে শুধু দাও অপবাদ, বলে গেলাম তাই এই এক ধাঁধা --

"রঙ্গমঞ্চে শ্রেষ্ঠ তুমি, দর্শক তালিকায় প্রথম নামেই আমি,
সেই মঞ্চে উঠলে আমি, তোমার দর্শকের নাম পাবেনা তুমি।"

কাল্পনিক সব চরিত্র হলেও, বিনয় লেখে গায়ত্রীর জন্যেই।
চিরকুটে তার নব প্রিয় বন্ধুকে দেখে তাই লিখেছিল,
'আমি তোমার কথা, বলবো না কাউকে।
প্রেমকে কবর দিয়ে, সুখী সেজো তুমি তার সাথে!'

-


27 DEC 2021 AT 13:15

Before I leave, Tell me how's she?
Tell me if she's bold in black—
Didn't she know — demons are never slack?
Tell me about her hatred—
What awaits, is a next episode of 'betrayed'.

Tell me if she's worthy from the inside—
A woman, or a witch in disguise?
A bitch, or the face of reality—
Waiting for a catastrophe,
or waiting for a capsize—
If destiny can't be written off,
Why doesn't she ever compromise?

-


6 DEC 2021 AT 13:50

It's not the first time winter has surprised us.
Rain portrays dual characteristics.
One talks about romanticism.
The other talks about grief.

In 'The Season' of marriages,
Couples that have known each other,
have started well due to this weather.
There are also a fraction of men and women,
Weeping and growing suicidal—
The thought of losing their loved ones,
has unexpectedly turned into reality.
It has completely changed the way,
they now look at life.

After all, in an era of climate change,
Weather changes are just a part of the process.
One cannot just walk away from it.
Cheers to those one-sided lovers!

-


7 OCT 2021 AT 9:46

Dear nightmares,
You have to stop
making me wake up to
thunderstorms like this.
Never in a million years
will tulips bloom in the Thar,
and what I wake up to
is nurturing a sapling
which never lives
more than a week
even if the most fertile silt
is imported from the Ganges.

Expectations are meant to be broken.
Glasses are meant to
stick within our heart.
But until I rest in peace,
Please bare with me—
A chapter closed,
is not worth reading again;
It's not worth remembering again.

-


19 JUN 2021 AT 16:02

ভ্রমরা উড়ে যায়,
তোমার জটায়ু উর্ধ্বে।
মুখ লুকিয়ে মাজার ভাঁজে,
তালুর ছাপে রাঙিয়ে ওঠে।

তোমার গন্ধে কাঙাল আমি,
ইচ্ছে গুলো তোমারই দামী।।
অবাক লাগলে,
জেনে নাও আমার থেকেই —

বলতে পারো 'Dark Romantic',
অধবা ভিড় ঠেলে,
নির্বেদের অশ্লেশা।

-


17 JUN 2021 AT 13:57

লম্পট বোঝো?
না বুঝলেও সমাজের চোখে তারা চরিত্রহীন।

কেমন হয় তারা?—
ভিন্ন নারী।
শরীর ভিক্ষুক।
চিত্র আঁকে শুধুই চামড়ায়।
প্রথমে কাম, পরে প্রেম?

— হ্যাঁ।
কারণ সেটাই সত্যি।
বাকি সব মিথ্যে।।

শহর ভাসলে, মন চায় আদর পেতে বেশি।
রাস্তায় হাত ধরে ভিজে হেঁটে বাড়ি ফিরেও,
শেষটা উগ্র শঙ্খধ্বনি দিয়েই শেষ হয়।।

-


8 JUN 2021 AT 22:28

The diary of a Nomad - I

Oh your majesty,
Why am I in the white desert?
Your presence is an honor,
But why worship Vulcan in here?
You're an Oasis,
that a Nomad came across—
Drowning in a salt bay,
Hoping that the lava never erupts.

-


Fetching Diptak Banerjee Quotes