অভিলাষ ঘোষ (অভি)   (অভি✒)
527 Followers · 476 Following

read more
Joined 5 November 2018


read more
Joined 5 November 2018

Zaraa Narmi Se Pesh Aya Kar Jawaani,

Humne Abhi Abhi Tere Khatir Bachpan Gawaye Hain...

-



তোমার চাঁদের মতো মুখের ছবি
আমার সকাল রোদের আয়না জুড়ে,

তোমায় দেখেই করছি দেরি-
আর আমায় মানুষ ভাবছে কুঁড়ে...

-



তুমি এলে না তাই, আমার আকাশের মুখভার;
বসন্ত নেই লাল পলাশের গাছে,

তুমি এলে না তাই, আমার উঠোন জুড়ে ফ্যাকাশে আলো-
গোধূলি নেই সন্ধ্যেবেলার সাজে...

-



বাবা হতে গেলে স্বপ্ন পূরণের কাঠি হতে হয়
শক্ত হাতে সুস্থির হতে হয়,

বাবা হতে গেলে এক বিশাল পাহাড় হতে হয়
কান্না লুকিয়ে গম্ভীর হতে হয়...

-



কল্পনায় চলুক তোমার আমার গার্হস্থ্য সংসার
তারপর একদিন সব ফেলে দিয়ে হব বনবাসী,

সেদিন অঝোর কান্না মুছব তোমার আঁচল দিয়ে -
আর বলে যাব - "আজন্ম ভালোবাসি..."

-



একটা বিষাক্ত নগরীর বাইরে দাঁড়িয়ে
খুব বেশি আর কি'ই বা চাওয়া যেতে পারে,

একমুঠো পাহাড়ি বিকেলের রোদ, চায়ের উষ্ণতা -
আর সঙ্গে শুধু তোকেই চাওয়া যেতে পারে ...

-



বিদ্রোহ হবে
"""""""""""""""""""""
যেদিন কন্ঠে কন্ঠে প্রতিবাদ জমবে তীব্র
উপরতলায় যেদিন কাঁপুনি শুরু হবে...
তিলোত্তমা কান্না মুছে নিস তোর-
হয়তো সেদিন একটা বিদ্রোহ হবে...

যেদিন আকাশ চিঁড়ে নামবে প্রতিবাদের হুংকার
রাজপথটাও সশস্ত্র সমরের কুরুক্ষেত্র হবে,
তিলোত্তমা কান্না মুছে নিস তোর-
হয়তো সেদিন একটা বিদ্রোহ হবে...

ওই যে যারা লোক দেখানো সহানুভূতিতে মজে
তাদেরও একদিন দেখিস উচিত শিক্ষা হবে,
তিলোত্তমা, কান্না মুছে নিস তোর-
হয়তো সেদিন একটা বিদ্রোহ হবে...

এই জঘন্য ব্যাধির শিকারে যেদিন
আর্থিক উন্নত শির নিম্নগামী হবে,
তিলোত্তমা কান্না মুছে নিস তোর-
হয়তো সেদিন একটা বিদ্রোহ হবে...

হয় দ্রৌপদীর কৃষ্ণ ফিরিয়ে আনবে মা-বোনদের সম্মান-
না হয় কৃষ্ণ ছাড়াই একটা মহাভারত হবে...
তিলোত্তমা কান্না মুছে নিস তোর-
সেইদিন অবশ্যই একটা বিদ্রোহ হবে...

-



Bass Tu Haal Na Pucha Kar Mere Raato Ke Safar Ka,

Bataa Diyaa-
To Anchal Se Pehle Aansoo Sambhalna Padh Jayega...


-



সূর্য জানে তার ক্ষমতা কতখানি
তাই ডোবার আগে ও থমকে দাঁড়িয়ে আছে,

এখনও হয়তো অনুমতি আসেনি তাঁর -
অতএব, রাত্রি শুরুতেও খানিক দেরি আছে...

-


Fetching অভিলাষ ঘোষ (অভি) Quotes