তুমি চাইলেই দু-কাপ চা নিয়ে
আমাদের উপপাদ্যের সমাধান দেখা যেত,
তুমি চাইলেই আমাদের উপসংহারটাতেও-
আমি'র বদলে একটা "আমরা" রাখা যেত...
-
চা প্রেমী ☕❤️
ভালোবাসা বলতে জঙ্গল আর পাহাড় 💕🏞️🌄
বাকিটা আড্ডা দিতে দিতে বলব... read more
হাজার গল্প থাকুক হেরে যাওয়ার
হাজার জমানো থাক প্রেম-বিলাপ;
উঠে দাঁড়ানোর জন্য না হয় এটুকুই থাক-
একটা আমি আর একটা চায়ের কাপ...
-
যাদের জুটল না বসন্ত রং, গোলাপের লাল
যাদের রেসিপ্রোকেশন দেওয়া গেল না কোনোদিন
আমি চিরকাল তাদেরই দলের লোক -
যাদের ভালোবাসা দেওয়া গেল না কোনোদিন....
-
আমি চিরকাল কল্পনা বিলাসী
আমি চিরকাল ঘরহীন ফড়িংয়ের দলে,
আমি চিরকাল মুক্তি অভিলাষী
আমি চিরকাল বিবাগী মিছিলের দলে...
-
তুমি চাইলে, পাহাড় কোলে
আমাদেরও একটা অবকাশ হতে পারত,
তুমি চাইলে, লেখার দলে-
আমাদেরও একটা উপন্যাস হতে পারত ...
-
পাহাড় যেন না জানতে পারে, খানিকটা আমি ইচ্ছে করে,
রামধনুটা চুরি করেছি, তোমার প্রেমে পড়ে...
তবু সে কোনো খবর পেলে, তাকে আস্তে করে দিও বলে -
প্রেমিকেরা একটু পাগল'ই হয়, প্রথম প্রেমে পড়ে...
-
তাঁকে বলাই হলো না ভালোবাসি,
অথচ একটা জন্মের এভাবেই ঘটে গেল শেষ...
তাঁর কপালে ছোঁয়ানোই হলো না আমার নামের সিঁদুর-
অথচ দূর থেকেই তাকে ভালোবেসে কেটে গেল বেশ...
-
একটা বিপ্লব থেমে যেতে পারে, তুমি আসবে যদি বলে দাও;
একরাশ প্রেম জমে যেতে পারে, তুমি আসবে যদি বলে দাও,
কবিতা, গল্প, উপন্যাসেরা তো কচি খোকা মানুষ কেবল-
একটা গোটা মহাকাব্য জন্মে যেতে পারে, তুমি আসবে যদি বলে দাও...
-
খবর রটেছে পাহাড় থেকে
রামধনুটা চুরি গিয়েছে ...
তুমি খবরদার বলতে যেওনা
আমার চুরির ব্যবসা আছে...
চুরি যাওয়া সব রংগুলোকে
আমি'ই রেখেছি কাছে,
সাজিয়ে রেখেছি মেঘলা বিকেলে
তোমার জানালার কাঁচে...
-
আমি অপূরণ বায়না লিখি রোজ
একটা একটা করে আয়না লিখি রোজ,
তুমি সময় পেলে সাবধানে খোঁজ নিও-
আমি আয়নাগুলোয় ভাঙন লিখি রোজ...
-