কোনো এক বিমর্ষ দিনে,সেই এককালীন মুখভার,প্রেমের নিষিদ্ব বারন্দায় দাঁড়িয়ে,রোজ রোজ একঘেয়ে মিথ্যে কথা,ভালো আছি।তুমিও দাঁড়াও সামনে এগিয়ে ,চোখে চোখ রেখে গল্প সাজাও,ভাবছো আমি বুঝিনা কিছুই!মাথা উঠিয়ে দেখতে পারিনা শুধু,যদি প্রেম নামে আবার! অন্ধ! অদৃশ্য মায়ার বাঁধন শক্ত হয়ে গলা টিপে ধরে,শ্বাসকষ্ট! নিস্তার নেই তবুও।যদি তুমি শান্তির ছায়া হয়ে মেলে ধরো পাতা,প্রেম_ভেজা চুলের রাশিতে ঢেকে দাও মুখ,নিষ্ফল স্বপ্ন!
তুমি নিঃস্তব্দ রয়ে গেলে দিনশেষে,যাওয়ার সময় বিন্দু কয়েক ফোঁটা দিয়ে ভিজিয়ে দিলে দুটি পা..চলে গেলে তুমি,রয়ে গেল মুহূর্তটা।-
সেদিন মুষলধারে বৃষ্টি l রাস্তায় দাঁড়িয়ে ভাবছি প্রকৃতির কি অপরূপ সৃষ্টি l কিন্তু উপভোগ করব কি ছাতাটাই যে আনিনি ! হটাৎই একটি ছেলে এগিয়ে এলো আমার দিকে... কি ছাতা নেই তো? খুব আহামরি কিছু দেখতে না আর সত্যি কথা বলতে কি ওই বৃষ্টির সময় তার দিকে সেভাবে তাকানোর সময় আমার ছিল না l সেই মুহূর্তে ছাতার প্রয়োজন ছিল বড়ই বেশি l তাই সজোরে বললাম, না আনিনি আপনি কি ওদিকে যাচ্ছেন ? আমার দশ মিনিট হাঁটা পথ l তারপরেই বাড়ি l অপরিচিত যুবকটি সেদিন সত্যিই আমার উপকার করেছিল l
আমার ঠান্ডার ধাত l বৃষ্টি তে ভেজার উপায় নেই l জ্বর চলে আসে.. দু একটা কথা আমি ই বলছিলাম.. গন্তব্যে পৌঁছে দিতেই আমি দোনোমোনো করে বলেই ফেললাম আসি তাহলে l
আমি কিন্তু আড়চোখে দেখেছিলাম ছেলেটি সেদিন উল্টোপথে হাঁটা দেয় l আমি ও মনে মনে হেসেছিলাম সেই দিন সেই মুহূর্তে l-
রুক্মিণী নয়;
আমি বরং রাধা হলাম!!🌼
তুমি নাহয় দুঃখ দিও;
তা আমি সয়ে নেবো!!
অপেক্ষা??
বেশ সেও মেনে নিলাম!!
মিলন??
সে নয় নাই হলো!!🌈
তবে
ভালোবাসা টা এমন থাক.....
তোমার পরে চিরকাল আমারই নাম রয়ে যাক।।❤️-
.কোনো এক বৃষ্টিমুখর সন্ধ্যায় আমি দাঁড়িয়ে বাসস্ট্যান্ডে একা, তুমি এলে কাকভেজা হয়ে .. আমি আড়চোখে একবার দেখেই মুখ ফেরালাম, প্রথমে সেটা খেয়াল করোনি তুমি। আবার যখন চোখ ফেরালাম, দুজনের দৃষ্টি একে অপরের সাথে বাঁধা পড়ে গেল কিছুক্ষনের জন্য, চারপাশ তখন হয়ত স্তব্ধ সামলে নিয়ে কিছু বলতে গিয়েও পারলাম না,আর কিছুক্ষণ চুপ করে সাহস জগিয়ে যেই কিছু বলতে যাবো... তুমিও হয়ত কোথাও চাইছিলে শুনতে সে কথা...তখনি তোমার উল্টো রুট এর বাস এসে হাজির... চলে গেলে তুমি, রয়ে গেল মুহূর্তটা...
(চিত্রা)
-
এমন যদি হত...
সে তার ছলছল করা চোখ দুটি নিয়ে আমার সামনে এসে বলত ভূল হয়ে গেছে আর কোনোদিন হবে না!
তখনই তাকে এক বুক ভালোবাসা নিয়ে জড়িয়ে ধরতাম।।
-
উভতি আহিব পাৰো,
হয় উভতি যাব পাৰি,
কিন্তু আগৰ দৰে গুৰুত্ব দিব নোৱাৰি,
কিছুমানক হৃদয়ৰ পৰা ক্ষমা কৰিব পাৰি,
কিন্তু ভালপোৱা ভাবিব নোৱাৰি,
কিছুমানক বৰষুণৰ দিনত.....
কিন্তু লগত থাকিব নোৱাৰি,
হাত-ভৰিৰে মানুহক ঘুৰাই আনিব পাৰি,
কিন্তু অনুভৱ পুনৰ আনিব নোৱাৰি,
যি এবাৰ হেৰাই যায়,
সেই মানুহৰ বাবে আৰু কেতিয়াও সৃষ্টি নহয়..🍂-
কোনো এক অষ্টমীর সকাল, অঞ্জলীর শেষ ফুলটা গিয়ে পড়ল তোর কাঁধে,হয়তো কিছুটা ইচ্ছে করেই.. আড়চোখে তাকিয়েছিলি তুই পিছনের দিকে.. আমি নিজেকে লুকিয়ে নিয়ছিলাম সে ভিড়ের মাঝেই.. ভেবেছিলাম ভিড়ের শেষে তোর কাছে ক্ষমা চাওয়ার বাহানায় সামনে থেকে তোকে দেখতে..নাহ,আর আর হলোনা সেই ছুতোয় তোকে দেখা...কারণ ইতিমধ্যেই সেখানে হয়েছিল বন্ধু মহলের এক বিরাট উপস্থিতি... নিজেকে ক্ষণিকের জন্য লুকোতে গিয়ে চিরতরে হারিয়ে গেলি তুইও, রয়ে গেল মুহুর্তটা..
-
যখন তোমার মন হলো তখন আমার সাথে কথা বললে ,
যখন হলো না তখন আর বললে না..,,
তোমার মন কি আমায় ভাড়াটে হিসাবে রাখলে ,
৩-৪ মাসের বেশি থাকতে দিলে না..,,!!-