Tarun Biswas   (শিশিরের ফুল ☘)
0 Followers · 5 Following

Joined 3 November 2023


Joined 3 November 2023
2 DEC 2023 AT 9:09

রোজ একবার করে ভেঙ্গে পড়ি আবার নিজেকে জোড়া লাগানোর চেষ্টা করি
এই ভাঙ্গা গড়ার মাঝে কোথাও যেনো নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছি
আদৌও বেঁচে আছি নাকি মরে তাও বুঝতে পারছি না
তবে নিঃশ্বাস চলছে তা দিব্যি বুঝতে পারছি
আচ্ছা এই মরার মতো বেঁচে কি লাভ বলতে পারো
যদি মনের গহীনে কি উথাল-পাথাল হচ্ছে তোমাকে বোঝাতেই না পারি

তুমি হয়তো দিব্যি ভালো আছো
কিন্তু আমি যে রোজ দীর্ঘশ্বাস নিতে নিতে হাঁপিয়ে পড়ছি তা কি কখনো বুঝতে পারছো
পারছো না
হয়তো বুঝতে বুঝতে আমার শেষ সময় চলে আসবে
তোমার আর বোঝা হবে না
তুমি তোমার ব্যস্ততা নিয়েই একা পড়ে থাকো
আর আমি হাজারো লোকের ভীড়ে তোমার উপস্থিতি অনুভব করি

__সময় কেনো কাটছে না 😔

-


29 NOV 2023 AT 18:49

সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তনশীল । এটাই জীবন 💔

'সময় সব বদলে দেয়' এই ব্যাপারটা অনেক বেশি সত্য ও সুন্দর। ❣ তবে সময়ের সবচেয়ে বড় নিষ্ঠুরতা হলো- সে কখনো কখনো জীবন থেকে একটি নির্দিষ্ট মানুষকেও বদলে দেয়।
🙃
চিত্তাকর্ষক





-


26 NOV 2023 AT 19:58

আমাদের যা ভালো হবার কথা ছিল,
সবটাই তোমার একার হোক।।
দুঃখ কষ্টরা সব আমার ই থাক,
জগতের সমস্ত সুখ না হয় তোমার ই হোক।।





-


22 NOV 2023 AT 10:42

একটা supportive মানুষের খুব দরকার।।
যে কিনা অসময়ে শক্ত করে জড়িয়ে ধরে বলবে,
চিন্তা কোরো না আমি তো আছি।।
🙂




-


16 NOV 2023 AT 11:55

ফোন করে খোঁজ নেওয়া care করা মানুষটি,
আজ অন্যের খোঁজ নেওয়ায় ব্যাস্ত।।










-


15 NOV 2023 AT 18:59

একদিন সে বলেছিল তুমি আমার কৃষ্ণ আর আমি তোমার রাধা।
আজ সে সত্যই রাধা কিন্তু কৃষ্ণের না...অয়ন এর।

সবটাই ভাগ্যের পরিহাস।।





-


15 NOV 2023 AT 18:37

এমন যদি হত...

সে তার ছলছল করা চোখ দুটি নিয়ে আমার সামনে এসে বলত ভূল হয়ে গেছে আর কোনোদিন হবে না!
তখনই তাকে এক বুক ভালোবাসা নিয়ে জড়িয়ে ধরতাম।।

-


Seems Tarun Biswas has not written any more Quotes.

Explore More Writers