Sayantan Mahata   (@সায়ন্তন)
40 Followers · 39 Following

কিছুটা‌ অগোছালো...
আর লেখার‌ শখ..
আর আমিটা অপ্রকাশিত..
Joined 13 April 2018


কিছুটা‌ অগোছালো...
আর লেখার‌ শখ..
আর আমিটা অপ্রকাশিত..
Joined 13 April 2018
27 MAY 2020 AT 13:58

প্রেমের সূচনাটা ছিল রবীন্দ্রকাব্যের প্রতি ছন্দে,
আজ সেই ছন্দের সুরেই আমার ছন্দপতন।।

-


30 APR 2020 AT 17:31

বাস্তবতার কাছে পরাস্ত জীবন যেখানে রং ভরে কল্পনার তুলিতে,সেই রং এর কারিগরই মারণফাঁদ পাতে আমাদেরই কোনো এক চেনা গলিতে, পরিচিত খেলার বুলিতে!!

-


30 APR 2020 AT 17:27

অনন্ত নিশীথে মেঘছিন্নতা,বহু মানুষের মুখে ফেলেছে সূর্যের নবীন আলোর ছটা, দীর্ঘ দিন ধরে চলে আসা এই প্রকৃতি-মানুষের নির্মম খেলায় হয়তো তুমিই জয়ী, কিন্তূ সব কিছু খুইয়ে হার বা বশ্যতা স্বীকারের এই পদক্ষেপ আমাদের অন্তর থেকে করে তুলেছে জয়ী, শিখিয়েছে হারের পরও জয়ের হাসি হাসতে।।

-


30 APR 2020 AT 17:17

স্তব্ধ সকাল,পড়ন্ত বিকেলের শেষে,

হারিয়ে যেতে চায় কোনো রুপকথার পরির দেশে,

যেখানে চাঁদের বুড়ি গল্প বোনে দিনের অবশেষে।।

-


30 APR 2020 AT 16:59

জেগে আছি কোনো এক সুদূরগামী জাহাজের নাবিক হয়ে,
গন্তব্য অনিশ্চিত তবুও বসে আছি নতুনের পথ চেয়ে.........

-


30 APR 2020 AT 16:47

অচীন পাখি বেঁধেছে বাসা,
মনের গহীন কোনে,
লাগাম ছাড়া,সেই পাখি আর কোনো কী বাধা মানে?
মেলেছে সে ডানা সূদূর দিগন্তে...
হয়তো আবার সে‌ ফিরতি হবে কোনো এক মেঘলা দিনান্তে...!!

-


30 APR 2020 AT 16:24

মন কেমনের রাতে হঠাৎ যখন ঘুম ভাঙ্গে...
চোখ আপনা থেকেই চলে যায় Mobile chat box এর দিকে..
পুরোনো স্মৃতি নাড়া দিয়ে যায় বারংবার..
তার শারীরিক উপস্থিতি আর না থাকলেও,
মানসিক উপস্থিতি অনুভূত হয় প্রতিক্ষণে...



-


1 APR 2020 AT 20:02

রাতের শহর যেখানে নিজেকে ঢাকে নিরবতার চাদরে,
তখনও সেখানে জেগে দুটি আবেগি নিশাচর মন,
সঙ্গী তখন একরাশ অভিমান..
......অজান্তেই সেখানে নিরবতার আদরে ভাঙ্গে অভিমানের বেড়াজাল,
পুরোনো ভালোবাসা মাতে নতুন উন্মাদনায়....!!

-


10 MAR 2020 AT 13:59

ইচ্ছে-অনিচ্ছের মাঝে ,জমাট বেঁধেছে এক নাম না জানা মেঘ..
গন্তব্য অনিশ্চিত ,তবুও ভেসে চলে নীল‌ দিগন্তে..
কখনও গর্জে, কখনও বর্ষে.....
আবার মিলিয়ে যায় সূদুর দিগন্তে...

-


10 MAR 2020 AT 12:02

আবেগের বাস্তবায়ন সম্ভব না হলেও,
প্রকাশ টা নিখাদ..
~©সায়ন্তন


-


Fetching Sayantan Mahata Quotes