প্রেমের সূচনাটা ছিল রবীন্দ্রকাব্যের প্রতি ছন্দে,
আজ সেই ছন্দের সুরেই আমার ছন্দপতন।।-
আর লেখার শখ..
আর আমিটা অপ্রকাশিত..
বাস্তবতার কাছে পরাস্ত জীবন যেখানে রং ভরে কল্পনার তুলিতে,সেই রং এর কারিগরই মারণফাঁদ পাতে আমাদেরই কোনো এক চেনা গলিতে, পরিচিত খেলার বুলিতে!!
-
অনন্ত নিশীথে মেঘছিন্নতা,বহু মানুষের মুখে ফেলেছে সূর্যের নবীন আলোর ছটা, দীর্ঘ দিন ধরে চলে আসা এই প্রকৃতি-মানুষের নির্মম খেলায় হয়তো তুমিই জয়ী, কিন্তূ সব কিছু খুইয়ে হার বা বশ্যতা স্বীকারের এই পদক্ষেপ আমাদের অন্তর থেকে করে তুলেছে জয়ী, শিখিয়েছে হারের পরও জয়ের হাসি হাসতে।।
-
স্তব্ধ সকাল,পড়ন্ত বিকেলের শেষে,
হারিয়ে যেতে চায় কোনো রুপকথার পরির দেশে,
যেখানে চাঁদের বুড়ি গল্প বোনে দিনের অবশেষে।।-
জেগে আছি কোনো এক সুদূরগামী জাহাজের নাবিক হয়ে,
গন্তব্য অনিশ্চিত তবুও বসে আছি নতুনের পথ চেয়ে.........-
অচীন পাখি বেঁধেছে বাসা,
মনের গহীন কোনে,
লাগাম ছাড়া,সেই পাখি আর কোনো কী বাধা মানে?
মেলেছে সে ডানা সূদূর দিগন্তে...
হয়তো আবার সে ফিরতি হবে কোনো এক মেঘলা দিনান্তে...!!-
মন কেমনের রাতে হঠাৎ যখন ঘুম ভাঙ্গে...
চোখ আপনা থেকেই চলে যায় Mobile chat box এর দিকে..
পুরোনো স্মৃতি নাড়া দিয়ে যায় বারংবার..
তার শারীরিক উপস্থিতি আর না থাকলেও,
মানসিক উপস্থিতি অনুভূত হয় প্রতিক্ষণে...
-
রাতের শহর যেখানে নিজেকে ঢাকে নিরবতার চাদরে,
তখনও সেখানে জেগে দুটি আবেগি নিশাচর মন,
সঙ্গী তখন একরাশ অভিমান..
......অজান্তেই সেখানে নিরবতার আদরে ভাঙ্গে অভিমানের বেড়াজাল,
পুরোনো ভালোবাসা মাতে নতুন উন্মাদনায়....!!
-
ইচ্ছে-অনিচ্ছের মাঝে ,জমাট বেঁধেছে এক নাম না জানা মেঘ..
গন্তব্য অনিশ্চিত ,তবুও ভেসে চলে নীল দিগন্তে..
কখনও গর্জে, কখনও বর্ষে.....
আবার মিলিয়ে যায় সূদুর দিগন্তে...
-