রুক্মিণী নয়;
আমি বরং রাধা হলাম!!🌼
তুমি নাহয় দুঃখ দিও;
তা আমি সয়ে নেবো!!
অপেক্ষা??
বেশ সেও মেনে নিলাম!!
মিলন??
সে নয় নাই হলো!!🌈
তবে
ভালোবাসা টা এমন থাক.....
তোমার পরে চিরকাল আমারই নাম রয়ে যাক।।❤️-
উড়ো চিঠি 💌💝
(তিউ✍️)
128 Followers · 29 Following
ভূমিষ্ট দিবস: ০৬/০৫/২০০২
হয়তো বা ভালো লিখিনা তবুও চেষ্টা করি😊😊
মন খারাপ প্রকাশ করা শুধুই read more
হয়তো বা ভালো লিখিনা তবুও চেষ্টা করি😊😊
মন খারাপ প্রকাশ করা শুধুই read more
Joined 22 November 2018
8 JUL 2020 AT 15:15
8 JUL 2020 AT 14:33
"একাকীত্ব"
গ্রাস করেছে সকল কে💝
একাকীত্বের ভালো লাগায়;
এসছে নতুন ভালো থাকা।।🧡
সত্যিই কি;
ভালো থাকি?!😶-
26 AUG 2019 AT 20:10
যদি গোটা বিশ্বও থাকে
তোমার বিপরীতে......
জেনো সবশেষেও
আমি আছি তোমার পাশটিতে!!
যেভাবেই নাও; হয় বন্ধু
না হয়
তার থেকে বেশি কিছু।।😌❤-
26 AUG 2019 AT 14:05
এখন চিরস্থায়ী আমার অভ্যেসে।।
কিন্তু সেই স্বভাবের মালিকই আজ অন্য মনের ভাড়াটে!!-
24 AUG 2019 AT 18:33
শুরু হয়, নতুন দিনের!!
তোরই নাম শিখিয়ে যায়;
নতুন ভাবে মিথ্যে হাসি নিয়ে ঘুরে দাঁড়াতে।।-
18 AUG 2019 AT 18:15
ছিল যতো ভালোবাসা তলিয়ে;
আজ উঁকি দিক মনের কোণে!!
সবটা ভুলে চলো ফিরে দেখি;
ফ্রেমবন্দি সেই আবেগমাখা দিনগুলি।।-
13 AUG 2019 AT 15:14
রাতের অন্ধকারে নিমজ্জিত আমি!!🙃
আলোর আশা করিনা;
কারণ.....
জানি সময় হলে ঠিকই ভোর হবে।।🤗-