Tania Das   (তানিয়া দাস)
37 Followers · 8 Following

read more
Joined 30 March 2020


read more
Joined 30 March 2020
28 JUL 2021 AT 9:57

আমার দুনিয়াতে আমি এই বেশ আছি একদম স্বাচ্ছন্দ্যে😌
কোনো প্রিয় বন্ধু, কোনো প্রিয় বান্ধবী, কোনো প্রিয় মানুষ ছাড়াই ! 🌿
এতদিনে বুঝেছি, সবাই শুধু স্রোতের হাওয়ায় এসে মেলে জীবনে ; 🙃
স্রোতের হাওয়া বিপরীতে বইলেই তারাও যায় মুড়ে অন্য পথে। 🍂

-


28 JUL 2021 AT 9:41

💕মা💕

ভূমিষ্ট হওয়ার পর চোখ মেলে
দেখেছি তোমার মুখ,
পেয়েছি তোমার প্রথম ছোঁয়া,
যাতে আছে পরম সুখ।
ঘুমিয়ে ছিলাম আঁচলে তোমার
স্নেহের পরশ মেখে,
তারপর হঠাৎ একদিন
ডেকে উঠলাম তোমায় " মা " বলে।
সেই ডাক শুনে হলে তুমি ধন্য,
বড়ো আদরে কোলে নিয়ে
ভালোবাসায় ভরিয়ে দিলে
আমার সব অঙ্গ।
তোমার হাতটি ধরেই আমার
প্রথম চলতে শেখা,
জোর গলায় আজ বলছি মা গো
তোমার হাতও কখনো ছাড়বো না।
আমার মুখে হাসি দেখে
তোমার মুখে হাসি ফোটে,
আমার চোখে জল দেখে
তোমার চোখও ভরে ওঠে।
ছোট্ট থেকে আগলে রেখে
বড়ো করলে আমায় তুমি,
কথা দিলাম সাফল্য এনে
তোমার সব দুঃখ ভোলাবো আমি।
আমার কাছে মা তুমি মানেই মমতা,
তুমি মানেই ক্ষমতা।
তুমিই আমার মনের জোর,
তুমিই আমার সাধনার দেবী।
তুমি মানেই সকল আশা,
সব বিপদে তুমিই আমার ভরসা।
যদি কোনোদিন হয় পুনর্জন্ম আমার,
তোমার গর্ভের সন্তান হয়েই
জন্মায় যেন আবার।

-


28 JUL 2021 AT 9:18

💙খুশি💙

ব্যস্ত দুনিয়ায় মনের খোঁজ কেউ রাখে না,
কেউ এখানে সুখ হারায় বিনা বাক্যে প্রতিনিয়ত!
আবার কেউ দুঃখ ভোগে বিনা নিমন্ত্রণে অনিয়মিত!
কল্পনার জগৎ টা বড্ড সুন্দর , বড্ড রঙিন ঠিকই,
সব কিছু সেখানে সাজানো যায় স্বমতানুযায়ী।
তবুও দিনের শেষে বাস্তবতার ভিড়ে পা রেখে ,
সত্য মানতে মন দায়ী।
চারপাশে সবাই স্বার্থপর, সবাই স্বার্থান্বেষী !
তার মাঝেই আমরা খুঁজি বন্ধু সুলভ প্রীতি।
এক মানুষের একাধিক রূপ,
একাধিক তার কথার মায়াজাল!
সবটা জেনেও জড়িয়ে পড়ি আমরা অছিলায়।
নিকোটিনের ধোঁয়ায় আজ শ্বাসরুদ্ধ পৃথিবী,
ব্যর্থ প্রেমিকের দল গড়ছে তার প্রেক্ষাভূমি।
ভগ্ন হৃদয় নিয়ে সে আওড়াচ্ছে তার ব্যর্থ প্রেম কাহিনী,
যার বিন্দুমাত্র শব্দ রেশ কর্ণগোচর হচ্ছে না কারোরই!
এই অসুস্থ ধরিত্রীর বুকে সুখের সন্ধান মেলা যেন,
মরুভূমিতে মরীচিকা দর্শনের ভ্রমমাত্র!
অথচ এখানে রোজই প্রকৃতির নিয়মে দিন থেকে রাত - রাত থেকে দিন হয়;
কিন্তু হয় না, সুখ থেকে দুঃখ - দুঃখ থেকে সুখ পরিক্রমা।
বরং হয় মনখারাপী অসুখ, অগণিত মনব্যাধী!
তবু এসবের মাঝে খুঁজে নিতে হয়
একটা বেঁচে থাকার কারণ,
একটা সুস্থ থাকার কারণ,
একটা খুশি থাকার কারণ।

-


30 APR 2021 AT 7:44

" চাইলেই সব কিছু পাওয়া যায় না "
কথাটা মনে হয় সত্যি !

-


30 APR 2021 AT 7:39

প্রতি মুহূর্তে জীবনের নতুন মোড়
নতুন করে বাঁচতে শেখায়।।

-


13 DEC 2020 AT 16:03

শত ব্যাস্ততার মাঝে শুধু একটিবার খোঁজ নিও
সারাদিনের সব ক্লান্তি ভুলে আলতো স্পর্শ দিও।

-


13 DEC 2020 AT 15:54

তোমার ভালোবাসার পারদ ছুঁয়ে
হলাম আমি উষ্ণ স্নাত ;
তোমার মোহের বশে অন্তরের টানে
হতে চাই এবার তোমার একান্ত।

-


13 DEC 2020 AT 15:38

বিষণ্ণ রাত্রি, নিস্তব্ধ ঘর,
নীরব মুহূর্ত, নিঃসঙ্গ আমি,
আচ্ছন্ন স্মৃতির খাতায়,
তোমার ঘন উষ্ণ স্পর্শ।
এক অপূর্ব মাতোয়ারা
হলাম পূর্ণ মুগ্ধ।

-


13 DEC 2020 AT 15:19

প্রেম ভালোবাসা বুঝিনা অতো
বুঝেছি শুধু তোমাকে;
মনখারাপের দিনগুলোতে হাত
ধরে পাশে ছিলে যে আপন হয়ে।

-


13 DEC 2020 AT 14:35

হাতের নখ বড়ো হলে যেমন নখ কাটতে হয় আঙ্গুল নয়,
তেমনি সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে ভুল ভাঙাতে হয় সম্পর্ক নয়।

-


Fetching Tania Das Quotes