QUOTES ON #অন্তর_ডায়েরি

#অন্তর_ডায়েরি quotes

Trending | Latest
11 JAN 2021 AT 10:44

To ,
স্বপ্নরাই

তুই আমার প্রাণের সখী ,
তুই আমার জীবনের ধ্রুবতারা,
তোকে ছাড়া আমি বড্ড একা ।
যাস না ছেড়ে কোনো দিনও ,
তোকে বড্ড বেশি ভালোবাসি ।।

From
নতুন পাতা

-








-


9 FEB 2021 AT 10:03

নদীর পাড়ের শিমুল গাছটাকে আজ
বড্ড নেড়া নেড়া লাগে ,
বুড়ো ফকিরের গানের ছন্দে
এক আকাশ অভিমানী মেঘ ঝরতে রাজি আজ ,
বাতাসের গোলাপি বাষ্পে
জীবন খোঁজার ইতিহাস হারায় নি তার অস্তিত্ব ,
পুরুষের দীঘল বুকের সবুজ অরণ‍্যে
রোজ রঙিন প্রজাপতির নীল রাত্রিবাস ,
শান্ত, তপ্ত গলা কুমকুমের আঁতুড়ঘরে
তোলপাড় হয় আদিম সভ‍্যতা ,
ভালোবাসার ঠোঁটে ঠোঁট রেখে
আজ আর কেউ বলে না -
বিশ্বাসেই রাখি তোমায় ,
তোমাতেই বাঁচি আমি।

-


9 FEB 2021 AT 10:17

ছিলাম যখন নতুন এখানে ,
ঘুরে বেড়াতাম বিভিন্ন পেজে,
'অন্তর ডায়েরি' নামক পেজটি
হঠাৎই একদিন পেলাম খুঁজে !

ছিল তখন অনেক সময় ,
সারাটা দিনই প্রায় কাটতো ইয়োরকোটেই,
বিষয় গুলো পছন্দ হলেই ,
শব্দের জাল বুনতাম খেয়ালখুশিতেই !

আজ আবার পৃথ্বী ফিরছে স্বাভাবিক ছন্দে ,
কাজকর্ম,পড়াশোনা পুরোদমে শুরু ,
তাই সময় আজ আমার কাছে বড্ড কম -
তবুও আসি এখানে প্রায়ই,কারণ মন যে উড়ু-উড়ু !

তাই লেখা হয় না সর্বদা , তবু পাশে আছি সর্বক্ষণ ,
শত কোলাব আরও শত শত হোক , এই প্রার্থনা করি এই ক্ষণ ।
সাহিত্যকে ভালোবেসে , কোলাব করবো আমরা ,
লেখালেখির জগৎ মাঝে 'অন্তর ডায়েরি'কে জানাই শুভকামনা !

-



বন্ধুর প্রতি,
কেমন আছো, ভাল আছ নিশ্চয়?
কুড়ি সাল পার হলো এটাই তো বিস্ময়!
বুঝছো কেমন, বিশে বিষে বিষক্ষয়?
না কি রয়ে গেল এখনও সংক্রমণের ভয়?
জীবনটা তো লড়াই লড়াই
তুমি আমি যোদ্ধা সবাই,
এমনি করেই বাঁচতে হবে
নতুন বছরের শুভেচ্ছা জানাই।

-


25 APR 2021 AT 23:45








-



প্রিয় বন্ধু
একুশ নিয়ে আসুক সবার জন্য
আবার মুক্তির স্বাদ,
আপন জন আসুক কাছে নির্দ্বিধায়,
দূর হোক সব অবসাদ।
বিশের বিষবৃক্ষের ছায়া
যেন না ছোঁয় তোমায়!
ভালো থেকো, খুশিতে হাসিতে
প্রাপ্তিতে ভরুক মন, জীবন কাটুক সুস্থ্যতায়।

-


10 JAN 2021 AT 22:59

ও হে বন্ধু! কেমন আছো
মারোকের এই দুঃসময়ে,
দূরে থেকেও কাছে রই
পেয়েও না যেন তুমি ভয়,
আবারও এক বছর ঘুরে
স্বাগত আরেক নতুন বছর
আশা রাখি ভালো থেকো
আনন্দে কাটুক তব অবসর।

-



খামে মোড়ানো রঙিন চিঠির,
দেওয়া শুভেচ্ছা বার্তা,
আজ হারিয়ে গেছে,
তথ্য প্রযুক্তির ভীড়ে।
বন্ধুত্বটাও সীমাবদ্ধ,
হোয়াটস অ্যাপ আর,
ফেসবুকের ফোন স্ক্রীণের,
ভার্চুয়াল জগতের মাঝে।।

-










-