আকাশে মাঝে ছড়িয়ে থাকা তাঁরারা,
ঘুমন্ত মেঘে আবেগ মাখে,
হৃদয়ের জানালা প্রেম কবিতার আসর সাজায়,
ভালোবাসার সুরবন্ধনে।। — % &-
ভালো থাকার খুঁজি উপাই।
দিনের শেষে সাথে থাকে শুধু নিঃসঙ্গতা,
ধীর... read more
প্রিয় শতজন্মের পরেও,
তুমি আমায় রেখো বেঁধে,
স্বর্ণলতার আচ্ছাদন গড়ে।
আমার মনের পর্ণকুটিরে,
রাখবো তোমায় সযত্নে আগলে।।-
তোমার বুকে মাথা রেখে দেখবো স্বপ্ন আবেগ মেখে,
প্রেমের গল্প লিখতে তুমি পাশে থেকো নিঝুম রাতে।।-
শব্দ ছোঁয়ার রংতুলিতে সাজিও তুমি অভিলাষী মনের ইচ্ছে,
আশারা দেখবে আলো রাস্তায় ফুটে থাকা বুনোফুলের সুঘ্রাণে।।-
দে থাকার একটু জায়গা।
আসুক যতই বাঁধা.....
দিলাম তোকে কথা,
কখনো ছেড়ে যাবো না।।
-
।।মা শুধুই যে মা।।
মা শব্দটি একটি।অর্থ মহাসাগরের সমান।যদি বলা যায় মাতৃভাষা কি?আমি বলবো একটি শিশু কথা বলতে প্রথম শেখে মার কাছ থেকে।
হ্যাঁ সন্তানকে মানুষ করার দায়িত্ব বাবা মা উভয় এর।তবুও মা ভালোবাসা ও আদর পিতার তুলনায় অনেক বেশি।মা নিজের ভাগের খাবার সন্তান কে দিয়ে পরম তৃপ্তি লাভ করে।
মা আমার কাছে ভগবানে প্রতিরুপ।যদি কখনো আমি হতে পারি প্রতিষ্টিত।হয় শক্তি ও সামর্থ।মা তোমায় আমার আরাধ্য দেবীর আসনে বসিয়ে পূজা করতে চাই।
আমার পেছনে সকল অবদান আমার বাবা মার।কিন্তু আমাকে বোঝে মা।sejuti
সকল সন্তানের প্রথম কর্তব্য মাকে কষ্ট না দেওয়া।সারাটা জীবন কোন কিছুর বিনিময় ছাড়াই মা আমাদের জন্য পরিশ্রম করে চলেছে।তার বিনিময়ে মা চায় একটু ভালোবাসা।।
।।মা তুমি আমার প্রথম ভালোবাসা..,,,
তোমার আদরে রয়েছে মধুর ছোঁয়া।
তোমায় পেয়ে হয়েছি আমি ধন্য...
দেবী সমান আমার কাছে তুমি অনন্য।
মা তোমার বচন বানীসম...
মনে হয় তোমার সাথে আমার.....
এই বন্ধন বিগত জন্ম।
তুমি যেও না কখনো হারিয়ে ....
থেকো সবসময় আমার পাশে।
কষ্ট পেলে মাথায় দিয়ো হাত বুলিয়ে....
না বলা কথা বুঝে নেও খুব সহজে।।
©সেঁজুতি বসাক-
।।মহাকালী।।
দেবাদিদেব মহাদের,
পার্বতী তার পত্নী।
যোগবলের অধিশ্বরী,
মহামায়া সুন্দরী।
স্বামী, সন্তান নিয়ে,
সুখে ছিল প্রজাপতি কন্যা।
অসুরের কুদৃষ্টিতে,
করা হলো তাঁর অবঙ্গা।
পার্বতীর রূপ ছেড়ে,,
মা পারি দিলো নতুন ইতিহাসে।
নিজেকে পরিনত করলো যে,
কালী কালী মহাকালী রূপে।।
নিল মা হাতে খরগ,
গলায় মুন্ডমালা।
পরনে বস্র ছিন্নভিন্ন,
তেজে যেন মা দুর্গা।।
মা কালীর নৃত্যে কাঁপে পৃথিবী,
শয়তানরা লুকোয় মুখ।
সারা জগৎ জ্বলছে,
এল এক নতুন যুগ।।
ত্রিপুরসুন্দরী....
দেবী হলেন কালীকা।
বধলেন তিনি শুম্ভ নিশুম্ভ ....
নামে দুই অসুর,
কালী হলেন দেবী উমা।।
®sejuti basak-
অভিসার
তোমাকে ভালোবাসার অভ্যাস,দীর্ঘদিনের পুরোনো।
প্রেমিক হলেও তোমার শাসন,আদুরে সোহাগ মাখে ভিন্ন।
আমরা দুজনে মিলে,রচনা করবো প্রেমের সারমর্ম।
সমাজের গন্ডি অতিক্রম করে,আবেগ ছড়াবে রঙিন আলো।।-