থমকে গেছে পৃথিবী
সূর্যটা সরে গেছে লক্ষ্য মিলিয়ন আলোকবর্ষ দূরে,
জীবন ক্ষণজীবী
আঁধার তাই এ মন জুড়ে!
-
অভিমান হিমাঙ্ক ছুঁয়েছে, হিসেব রেখেছে কে তার!
কে রাখে খোঁজ, বরফের কফিনে জীবাশ্ম কবেকার!
আর যেটুকু অপেক্ষাদের নামে রয়ে গেছে অস্থিসার,
তারই পাশে লাল গোলাপ, স্মৃতি ভালোবাসার...-
প্রিয়জন যদি প্রয়োজনে হাত না বাড়ায়
কঠিন দুঃসময়ে সে যদি ছেড়ে চলে যায়,
জেনো সেই দুঃসময় দীর্ঘস্থায়ী নয়
জেনো, সেই প্রিয়জন, প্রিয়জন নয়!
প্রিয়জন যদি কোন এক সূর্য ডোবা সন্ধ্যায়
জিজ্ঞাসু চোখে জানতে চায়, 'কি লাভ তোমার সাথে পথ চলায়?'
জেনো সেই সূর্য ডোবা সন্ধ্যা নতুন এক সূর্যোদয়,
জেনো, সেই প্রিয়জন, প্রিয়জন নয়!-
বিনিদ্র রজনী ক্লান্ত আঁখি সেসব এখন অর্থহীন,
মাঘের শীত স্মৃতির রোমন্থন আজ উষ্ণতাহীন।
-
কেমন করে খুঁজবো আমি
যদি নতুন বেশে আসো রোজ!
কেমন করে বুঝবো আমি
যদি চেনা ঠিকানায় না পাই খোঁজ!-
মাঝে মাঝে মনে হয়
অনেক কথা বলি তোমার সাথে।
অবান্তর। অগোছালো।
মেঘলা আকাশ, থমকে আছে পরিবেশটা,
বৃষ্টি হয়ত নামবে এখুনি।
গাছের পাতা ভিজিয়ে ঝরে পড়বে টুপ টুপ করে।
এলোমেলো হাওয়া আমার ঘরের
পর্দা সরিয়ে ঢুকে পড়বে জোর করেই।
এলোমেলো করে দেবে আমাকেও...
আবার ভাবি তুমি যদি বিরক্ত হও!
তুমি কি সত্যি শুনবে সে সব প্রলাপ?
কখনো মনে হয়, হয়ত তুমিও শুনতে চাও।
না হলে তুমিই বা বলবে কেন সেইসব কথা,
তোমার সেই রাজপুত্রের, সেই সব ভালোলাগার মুহূর্তদের কথা।
লং ড্রাইভ, প্রিয় রবীন্দ্র সঙ্গীত, আর
আর না পূরণ হওয়া অনেক কথা...
যখন তুমি নীরব থাকো সব শুনে
তখন মনে হয় আমিও কি এলোমেলো হাওয়ার মতন
জোর করেই ঢুকে পড়ছি তোমার অন্দরমহলে!
কি জানি! বুঝতে পারিনা।
হয়ত তুমি বুঝতে দিতেও চাওনা।
হয়ত এলোমেলো হতেও চাওনা তুমি।
বাইরে বৃষ্টি শুরু হয়েছে।
শীতল হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে।
জানিনা তোমার ওখানেও বৃষ্টি হচ্ছে কি না...
আচ্ছা বৃষ্টিতে তুমি কি ভিজতে ভালোবাসো?
অথবা জানলা দিয়ে হাত বাড়িয়ে ছুঁয়ে দেখো?
নাকি বৃষ্টি হলে জানলা বন্ধ করে ভিতর ঘরে ঢুকে যাও?-
কত কাল আর চোখ ঢেকে রাখবি গান্ধারী মা তুই,
থাকবি দুর্ভেদ্য দুর্গ বানিয়ে,
দেশ জুড়ে জনগর্জন! জনতার কন্ঠ কি রুদ্ধ করা যায় জল কামান আর টিয়ার গ্যাস ফাটিয়ে!-
রক্ষক যদি ভক্ষক হয়, নতুন আইন করবে কি?
সদিচ্ছাই আসল কথা, চলবে না এসব চালাকি।-
রবির কিরণে উদ্ভাসিত বাঙালি মনন
রবির কিরণে সম্পৃক্ত বাঙালি জীবন।
হে রবীন্দ্রনাথ
অনাথ বাঙালির নাথ
তুমি আছো বাঙালি অস্তিত্বে
তুমি আছো প্রেম ও বিরহে
সুখে দুঃখে, আনন্দ বিষাদে,
তুমি আছো কাছে দূরে
এ বাঙালি হৃদয় জুড়ে।
🙏🙏-
কি পাইনি আর কি চাইনি তার হিসাব ছেড়ে এসো বর্তমানে বাঁচি,
আত্মার আত্মীয় হয়ে মানস ভ্রমে কেন মিথ্যে চেঁচামেচি।।
-