এই চরিত্রবান শহরে,
আমিও একজন চরিত্রহীন ।।-
উনার বাণীতে মুগ্ধ সারা ভারতবাসী,
প্রেমের ঠাকুর জ্ঞানী ঠাকুর শ্রী কৃষ্ণ ভগবান,
পাপী দের নিধন করতে, সংসারে হিংসা দূর করতে,
জন্ম নিয়েছিলেন মথুরা স্থানে,
গোকুলে হয়েছিলেন বড় এক ঘোষ পরিবারের,
রাধারানীর প্রেমে মত্ত তাই মেতেছিলেন সারাক্ষণ,
রাধা ছিল আপনার মনে সারা শরীর জুড়ে,
রাধা ছিল না আপনার জীবনে।
আপনি শিখিয়ে দিয়ে গেছেন সংসারে সংসারে প্রেমের কথা,
শুভ জন্মদিন প্রাণের ঠাকুর প্রেমের ঠাকুর শ্রী কৃষ্ণ ভগবান।।
-
জানো মিথ্যা
তোমার সাথে চলতে চলতে আজ যেন আমিও তোমার হয়ে গেছি,
তোমার প্রতি ভালোবাসা আমার দিন দিন বেড়েই চলেছে,
উঠতে-বসতে পথে-ঘাটে শুধু তোমাকেই মনে পড়ছে,
আমি তোমার প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি ভীষণ,
সত্য নামক শব্দটা কে জীবন থেকে বিদায় জানিয়েছে।।-
ভুলে গেছি বন্ধুত্ব
কম্পিটিশন করতে করতে ভুলে গেছি ছোটবেলা,
ভুলে গেছি সেই স্কুল জীবন বন্ধুত্বের ভালোবাসা,
পরিবার স্ত্রী-ছেলে সকলকে ভাল রাখতে গিয়ে,
ভুলে গেছি সেই টিফিন চুরি করে খাবার,
স্কুলে কাঁধে-কাঁধ মিলানোর বন্ধুত্ব গুলো,
সময়ের ব্যবধানে টাকার সম্ভাষণে হারিয়ে ফেলেছি সকলকে।
তাই আজ বন্ধুত্বের হাতটা বাড়িয়ে ছিল যারা চলে গেলো আমাকে ছেড়ে।
ভালো থেকো বন্ধুর তারাদের দেশে,
যদি কোন দিন আবার ফিরে পাই সেই ছোটবেলার দিনগুলো,
আবার না হয় একসাথে হব তোমাদের সাথে খেলবে কত রং বাহারের খেলা ভালো থেকো প্রিয় বন্ধুর মনে রেখো সারাবেলা।।
-
আমার ইচ্ছে
আমার ইচ্ছে আমিও একদিন মেঘের সাথে মিশে বৃষ্টি হয়ে ঝরবো
টুপটাপ পৃথিবীতে পড়বো, সকলের শরিলে আলতো স্পর্শ করবো,
আমার ইচ্ছে মেঘের সাথে মিশে নীল আকাশে যাব,
নিজের সাথে দিক বেদিক শুধু ঘুরে বেড়াবো।
আমার ইচ্ছে সূর্যের সাথে মিশবো সূর্যের আলোতে আমি পৃথিবীতে জ্বলবো,
কারো লাগবে গরম কারো শরীরে হাতে ফুসকা,
আমার ইচ্ছে ঐ ভরা পূর্ণিমার চাঁদের সাথে মিশবো,
সকলে প্রেম নিবেদনে আমি রাত ভোর না হয় জাগবো।
আমি গঙ্গার জোয়ার হবে, ভরা কোটালে নদীকে ভরিয়ে তুলবো,
আমি অকাল বর্ষণে বন্যা হব সকলকে ভাসিয়ে নিয়ে যাব আমার সাথে,
আমি ক্লান্তি ভরা দিনের শেষে গোধূলি হব,
আমাকে দেখে সবাই জ্বালবে আলো,দেবে ঘরে বাতি,
আমি ভোরের কুজন হব সকলে আমার শুনে ঘুম ভাঙবে,
আমার ইছে আমি চলন্ত দুপুর হব সকলকে পুড়িয়ে দেবো,
আমার ইচ্ছে আমি সকলের নিদ্রা হব নিঝুম রাতে একটু ঘুমাব,
আমি সকলের চোখের জল হব দুঃখ-কষ্টে না হয় একটু ঝড়ে পড়ব,
আমি সবার সপ্ন হব দিনরাত না হয় আমাকে মন ভরে দেখবে সবাই,
আমি উরোঁচন্ডি হব, আমি উদমাত মাতাল হব,
আমি ক্লান্তহীন ভালোবাসা হীন পাগল হবো,
আমার ইচ্ছে আমি দুঃখী মায়ের সন্তান হব, তার কলে সুখ ভরাবো।
আমি নষ্ট নারীর স্বামী হবো তাই দুঃখ কে ভাগ বসাবো।।
রমেন-
বন্ধু
বন্ধু তোমায় ভালোবাসা দিলাম ,দিলাম আমার বিশ্বাস,
হাতে হাত রেখে সমস্ত বাধা পেরিয়ে চলবো দীর্ঘ পথ।
বন্ধু নামে ডেকো শুধু ,দিয়েও বন্ধুর পরিচয়,
হাতে হাত রেখে করব আমরা পৃথিবী জয়।
বন্ধু মানে রাগ অভিমান শুধু গালাগালিতে পরিচয়,
বন্ধুত্বের সম্পর্ক হয় না কোনো মিথ্যা অভিনয়।
বন্ধু হয়ে থেকো শুধু রেখো তোমার মনে,
বন্ধুত্বের বাঁধনে জড়িয়ে থাকবো আমরা সকলে মিলে।।
-
অন্তর ডায়েরি
"ভুতের রাত"
13 ই ফাল্গুন শনিবার সময় তখন ঘড়িতে 12:00 প্রায়,
গ্রামের রাস্তা দিয়ে ফিরছিলাম বাড়ি,
রাস্তার গায়ে বাঁশ বন সারি সারি
বাঁশ বন তোলে,
হঠাৎ যেন কোথা থেকে ঝুমুর বাজার শব্দ এলো কানে,
এদিক ওদিক তাকিয়ে দেখি কেউ কোথাও নাই রে,
মোবাইলের ফ্ল্যাশ টা জেলে দেখি ফাঁকা রাস্তা চারিধারে,
আমি ভয় কন্ঠে চেচিয়ে উঠলাম ওখানে কেরে?
তারপর দেখিয়ে এক অপরূপ সুন্দরী নারী পিছন ফিরে দাঁড়িয়ে,
আমি ভয়ে ভয়ে বুকে এগিয়ে গেলাম একটু তার দিকে,
তখন আমার সারা শরীর ঘামে গেছে ভিজে,
একটু কাছে আসতেই দেখি এই ভয়ংকর রূপ, জিজ্ঞাসা করলাম কে তুমি নারী? আমি ভূত,
কথা শুনেই কুপোকাত অজ্ঞান হয়ে গেলাম তৎক্ষণাৎ,
তারপর হয়েছিল সকাল তখন দেখি বাড়িতে শুয়ে আমি ভুলে গেছি কি হয়েছিল কাল রাতের ঘটনা কাল।।
রমেন নিশ্চুপ আবেগ
প্রতিযোগিতার লেখা-
হৃদয় বুকের কান্না জমানো, ব্যর্থ অভিশাপ,
মেঘের মতো হৃদয়ে আর হয়না নিম্নচাপ,
মনের ঘরে স্তব্ধ প্রেম বাইরে রিমঝিম বৃষ্টিপাত,
শহর পড়েছে অঝোরে বৃষ্টি বাঁধভাঙ্গা বন্যার কবলে,
হৃদয় আর বাঁধ ভাঙ্গে না তাই থাকে সে চুপটি করে ঘরে।।
-