QUOTES ON #অনুতপ্ত

#অনুতপ্ত quotes

Trending | Latest
9 DEC 2020 AT 6:31

আপুনি সমাজৰ আগত যিমানেই
ভাল কাম নকৰক কিয় ।
সমাজে আপোনাক তাৰ উচিত মূল্য দিব নিবিচাৰে,
উলোটাই আপোনাক সমালোচনা হে কৰে ।
এইয়াই চাগে বৰ্তমান সমাজ....

-


20 JUL 2021 AT 12:16

ভীষণ রাগ করেছিলাম সেইদিন অনেক কথাও শুনিয়েছি হয়তো..
তোমারও খারাপ লেগেছিল প্রিয় মানুষের কাছ থেকে এমন কথা শুনতে ।
অনুতপ্ত ছিলাম দুজনেই নিজেদের আচরণে,
তারপর যেদিন মুখোমুখি দুজনে আবার..
আমার হাতে ছিল চকলেট তোমায় সরি বলার জন্য।
কি আশ্চর্য্য তোমার পকেট থেকেও বার করলে একই সাইজের সেম চকলেট তুমিও এনেছিলে আমায় সরি বলার জন্য..
দুজনের অজান্তেই একই কাজ করেছিলাম দুজনেই ।
মনে আছে, আমার হাতে চকলেট দেখে তুমি বলেছিলে আমার পকেট থেকে কি পড়ে গিয়েছিল ?
দুজনেই হেসেছিলাম তখন জোড়া চকলেট হাতে নিয়ে ।

-


7 MAY 2020 AT 21:56

চাইনি কখনো যাত্রী হতে,
প্রেমের পথের অভিমুখে ।
সে তো তোমারই অঙ্গীকার ছিল,
তাই অনুতপ্ত আজ, বিদ্ধ এ অসুখে ।

-


8 DEC 2019 AT 1:36

সেইখিনি সময়ৰ পৰাই
আগবাঢ়িবলৈ শিকা
যিখিনি সময়ৰ পৰাই
পৰিস্থিতিয়ে ৰখাবলৈ বিচাৰে. . .

-


6 MAY 2024 AT 16:46

কেউ বলতে পারো মোরে
দুপুর বেলা খাবারের পরে
ঘুম কেন ধরে ?
কতগুলো কাজ লাইন ধরে
ছুটির অপেক্ষায় থাকে পড়ে
শেষ হলেই তবে না পাবে ছুটি ;
দুপুর কাটে এমনি করে
আলস্য আর ঘুমের ঘোরে
কাজের দিকে তাই থাকে না কোনো ভ্রকুটি‌ ।
ঘুম ভাঙলে গোধূলি শেষে
তখন আমি অন্য বেশে
কৃতকর্মের জন্য অনুতৃপ্ত হই ;
না ঘুমালেই হতো বেশ
কাজগুলো হতো শেষ
এইসব ভেবে ভেবে নিজের প্রতি ক্ষিপ্ত হই ।

-



একেজনী মাঁ হ'লেহে
দুটি জীৱন বান্ধ খাবʼ
আৰু নাম পাব বাই-ভাই সম্বন্ধ বুলি।
তেনে জানো আছে কথা..?
তেজৰ সম্পৰ্ক থাকিও যে
কিছুৱে নোৱাৰে বায়েকৰ সম্মান বছাব
তাৰ হাততে বায়েকৰ সম্মান শেষ হয় এদিন।
যিকিনহওক,নিজৰ নহ'লেও
তই যে মোৰ বুকুৰ আপোন।
প্ৰতিটো কামৰ হিচাপ যেন
মাঁ আগতে মই ৰাখিম।
ভুল কৰিলে গালি দিম আৰু
লৈ ফুৰিম লগতে..!
তাৰো যে কিমান আশা...
অʼ বা ..আমি ফটো মাৰিম।
অʼ বা আমি একেঘৰৰ ওচৰ হোৱা
হ'লে বহুত খেলিলো হেঁতেন উৎপাত কৰিলো হেঁতেন,পুখুৰীত সাঁতুৰিলো হেঁতেন।
আৰু যে ৰাতিপুৱা তোমাক লৈ গলো
হেঁতেন মোৰ লগত চাইকেল চলাওঁতে।
উফ.....বায়েক এজনী নথকা বেদনা তাৰ।

-


2 MAR 2020 AT 12:05

অনুতপ্ত নিজরই ভুলে... !!!
💔

-


20 MAY 2018 AT 23:53

শুধু একটা "SORRY" হয়না যথেষ্ট,
ক্ষমা চাওয়ার পরের ব‍্যবহার বলে
মানুষ কতটা অনুতপ্ত...

-


16 MAY 2020 AT 9:46

।। অনুতাপ।।

সেদিন দুয়ার ধরে
দাঁড়িয়েছিল সে অভিমানে
কিঞ্চিৎ সহানুভূতির ভিখারী।
জানিনা কোন অহংকারে
ফিরিয়ে দিয়েছি তারে
কিসের অনুরাগে!
আজকে যখন অন্ত বেলা
যাচ্ছে বয়ে ক্লান্ত ভেলা
নিভছে আলো পশ্চিম সীমানায়।
আমি তখন একলা বসে
মুচছি চোখের মুক্তা ঘষে,
মনের কোণে খুঁজছি তারে
দিক তোলপাড় করি-
সে কি আর দাঁড়াবে এসে?
আমার দুয়ার ধরি।

-


5 AUG 2020 AT 0:02

ও মেঘ.....
চাঁদ কে বলে দিও
তাকে বিরক্ত করার জন্য
আমি অনুতপ্ত।।

-