Souvik Ghosh   (©️Souvik)
278 Followers · 251 Following

read more
Joined 28 September 2019


read more
Joined 28 September 2019
11 APR 2022 AT 8:34

এ শহর চুপচাপ ভীষণ
শব্দ স্রোত বাজি রেখে এসেছে
না জানি কোন কূটনীতিক পাশায়।

যাত্রার শেষ আলো নিভিয়ে এল
এবার ফিরতে হবে পুরানো প্রাসাদে,
শৈবাল স্তুপ আঁকড়ে ধরেছে ওর শরীর
জানি না থাকব কোথায়।

সহসা মৃত ছন্দের এপিটাফে
আগাছা জমেছে অনেক,
মুছে গেছে যত্নে লেখা অনৃত অনুরাগ
তাদের খুঁজতে যাওয়া অন্যায়।

তবু এখনও 'সে' বেঁচে আছে
না জানি কোন প্রতিশ্রুতির অপেক্ষায়
বারে বারে ডেকে ফেরে আমাকে,
তুলে ধরে অতীত গল্প কয়েক।

তুমি আছো বলেই বোধহয়-
আমার আবার ফিরতে ইচ্ছে হয়।

-


14 MAY 2021 AT 21:06

A war between awareness and emotions

-


17 MAR 2021 AT 9:21

আমাদের বেঁচে থাকা আছে
অগুনতি অনুরূপ তারাদের মাঝে,
নাম- পরিচয় নিষ্প্রয়োজন!

যত ইতিহাস পড়ে আছে পিছে,
তাদের নীরবে আঁকা জলছবি
উবে গেছে কবেকার সেই গ্রীষ্ম দুপুরে
লেশমাত্র বাকি নেই!

আমাদের পথ চলা আজ
শান্ত নীরব ফল্গু নদীর গতিপথে-
ব্যস্ত নগরীর বিবিধ অধ্যায় থেকে
বহু বহু ক্রোশ দূরে।

তবুও নিঃশ্বাসে যেন ভেসে আসে
অশোকের স্বর্ণ রাজ্যের বাতাস,
চোখে ফুটে ওঠে ইতিহাসের নিখুঁত শিল্পকর্ম!
মনে হয় যেন আমাদেরও গল্প আছে
আছে লেখার জন্য সোনালী অক্ষর,
ধূসর এ সময়ের শেষে শিরোনামে পরশপাথর।।

-


14 MAR 2021 AT 11:57

পূর্ণবয়স্ক এক কই-মাছ রূক্ষ ডাঙ্গায়
কাতরাচ্ছে অকাতরে, বাঁচাই বিকার!
কর্মব্যস্ত দিনের শেষে ভাবলেশহীন সন্ধ্যা-
শেষ যাত্রার আলো নিভে আসছে
যত কলাকূশলী পুত্র প্রপৌত্র বান্ধব
দাঁড়িয়ে বটগাছের কান্ডমূল ধরে
শেষ মায়ার টানে!
স্মৃতির আকাশে পট পরিবর্তনের ছাপ;
মজ্জা বিহীন কিছু ধূসর ইতিহাস
জপের মালার মতো সেজে ফিরে আসছে।
লুকোচুরি খেলার শেষ হবে এবার-
ক্ষীণ হয়ে আসা জীবন বন্ধন
শব্দের কোষে শব্দ রেখে এসে
ভুলে যেতে চায় শেষ ছায়া ছবি!
ধীরে ধীরে মৃত্যু ঘটে স্বপ্নের প্রেমের স্মৃতির
নীরবে নেক্রোপলিস সাজে হৃদয় নীর।

-


13 MAR 2021 AT 11:31

আঁধার মুখ ঢাকে রক্তিম আলোকে,
আগামীর স্বপ্ন দেখায় প্রথম প্রভাত!
চারিপাশে জেগে ওঠে যেন কর্মের বিস্তার।

-


14 FEB 2021 AT 9:25

প্রেম তুমি এসো!
খেলিব আজিকে নতুন কোনো খেলা...!

(Full piece in captions)

-


31 JAN 2021 AT 10:53

-


17 JAN 2021 AT 9:56

কুয়াশা ঘেরা ক্লান্ত আকাশ, ক্লান্ত চারিপাশ;

হেমলক ছুঁয়ে থেমে আসে ঠোঁট, শহরের নিঃশ্বাস।

লীণ হয় আলো উজ্জ্বলতম, আঁধার মেঘের কোলে;

কালের রথ থেমে আসে যেন দিক- চক্র- ভালে।

-


11 JAN 2021 AT 8:13

ধরো হঠাৎ যদি সন্ধ্যা নামে আমার চোখের পাতায়
অপূর্ণ সব গল্পগুলো ফোঁপায় লেখার খাতায়!
নিভিয়ে দিয়ে আঁধার রাতি কোনো পক্ষীরাজ
আমায় নিয়ে মিলিয়ে যায় দূরে ঐ কুয়াশায়!
সেদিন কী রাখবে হাত আমার হাতের মুঠোয়
বাসবে কী এমনি ভালো আজকে যেমন বাসো আমায়?
পারবে কি তুমি করতে শেষ আমার গল্পগুলো
আমার মতন করে শেষ লেখার খাতায়!
নিভিয়ে আসা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নতুন করে
পারবে কি তুমি ভাবতে আমায় আগের মত করে!
পাবে কি তুমি দেখতে আমায় শেষ গোধূলি বেলায়
যদি হঠাৎ আমার চোখের পাতায় সন্ধ্যা নেমে আসে!

-


7 JAN 2021 AT 7:44

আজকে আবার নতুন করে জন্ম হোক-
জন্ম হোক নতুন স্বপ্ন, নতুন সাধনার;
জন্ম হোক সর্পগন্ধা থেকে নতুন কুইনাইনের।
জন্ম হোক সহস্র আশা নিয়ে নবীন প্রভাত,
নতুন সম্ভাবনা ঘেরা আঁধার রাত।
বিরহ থেকে জন্ম নিক প্রেম,
শীতের শুষ্কতা জন্ম দিক নতুন বসন্তের।
রোজ -রোজ জন্ম হোক নতুন জীবন-
নতুন করে বেঁচে থাকার;
ইউরেনিয়ামের গর্ভ থেকে জন্ম নিক লেড-
তেজস্ক্রিয়তার গল্পে হোক স্থায়ীত্বের উপসংহার। ।

-


Fetching Souvik Ghosh Quotes