Debasish Biswas  
181 Followers · 392 Following

read more
Joined 8 April 2019


read more
Joined 8 April 2019
29 MAY 2021 AT 22:08

~যখন ইচ্ছা থাকে তখন একটি উপায় থাকে সর্বদা।।

Don't lose hope〰️



-


26 APR 2021 AT 20:12

~একটা সম্পর্কের মধ্যে থাকে হাজার শব্দ বন্ধনী; সরল থেকে জটিল; সমীকরণ থেকে অসমীকরণ; যোগ-ভাগ-গুন-বিয়োগ; কাটাকুটি; সমতাবিধান; সমানুপাত থেকে ব্যস্তনুপাত সব টুকু নিয়ে একটা সম্পর্কের ভিত্ত।
সঙ্গে লেগে থাকে চরম অনিশ্চয়তা-- X=ভালোবাসার পাপ্তি; নাকি X= শূন্যতা !!
যার সমাধান একমাত্র 'সময়' হলে বোঝা যায়।

-


20 DEC 2020 AT 18:40

লাভের গুঁড় পিঁপড়ে খাবে,
জনগণ ভাঁজবে খই।
সুবিধাভোগী সুবিধা নেবে,
দরকারের সময় মুখে মধু, হাতে মিষ্টি-দই।

যাদের জোরে হয়ে ওঠা দাদা, দিদি;
প্রয়োজন শেষে তাঁদের উপরেই দাদাগিরি।

-


4 DEC 2020 AT 18:55


"রাজার পাপে রাজ্য নষ্ট,
দিন দুঃখীরা পাচ্ছে কষ্ট।"

জ্বলুক আগুন পেটের ভিতর,বিদ্রোহ করা বারণ,
মধ্যবিত্ত বেকার আমরা -এটাই একমাত্র কারণ।।



-


4 DEC 2020 AT 18:42

ক্ষুদার্থ পেট আর খালি পকেট বাস্তবতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে যায়।।

-


24 OCT 2020 AT 8:08

অষ্টমীর সন্ধ্যা 🌆

দিন গড়িয়ে সন্ধে সন্ধে ভাব,ঢাকে কাটির শব্দ আর ধূপের গন্ধ।
মণ্ডপের সামনে দাঁড়িয়ে...
তার পছন্দের নীল পাঞ্জাবী, অর্ধেক গোটানো হাত, হাত ঘড়িটার দিকে বারবার তাকিয়ে... বিরক্ত বোধ করতে করতে। তাকে একটা মেসেজ করা.. কিরে কোথায় তু্ই?... আর কত দেরি, একটু কম সাজলেও হবে পেত্নী। রিপ্লাই আসল এই তো আর 2 মিনিট।
ঘন্টা খানেক অপেক্ষা করতে করতে রেগে যাওয়া আমি আর ঠিক তখনি... দূর থেকে ভেসে এলো...
গরদের শাড়ি পড়া, খোল চুল, কপালে কালো টিপ, হালকা লিপস্টিক, কাজল টানা সেই দুটি চোখ।
এই সব কিছুর মধ্যে ভুলেই যাওয়া যে রেগে ছিলাম আমি।
কাছে এসে বলল চল এবার.. ঠিক কিছুই যেন শুনতে পেলাম না.. কিছুক্ষন পর.. বলে ওঠা দারুন লাগছে তোকে আজ.. ঠাকুর দেখবো নাকি তোকে দেখবো।
আলতো হাসিতে বলে উঠবে.. চল যাই এবার... 😋❤️

-


2 OCT 2020 AT 8:09

এই সমাজে
নারীদের লক্ষী হয়ে লাভ নেই
তাঁদের মাকালী হয়ে উঠতে হবে।।






অন্তরলেখা

-


8 SEP 2020 AT 11:07

তার প্রতি আমার অকৃত্তিম ভালোবাসা,
আমার ছোটো ছোটো চাহিদা, অভিমান, অনুরাগ গুলো,
সে বুঝতেই পারেনি
ভালোবেসে তাকে perfect করতে চাওয়ার চেষ্টা টা,
তার ভালোর জন্যে বলা আমার অভিমানী কথা গুলো।।

-


5 SEP 2020 AT 10:47

অঙ্কুরিত বীজ গুলি মাথা উঠিয়ে বাঁচতে ,
সমাজে শীতল ছায়া প্রদানকারী বৃক্ষে রূপান্তরিত হতে পারে।
শিক্ষিকদের শিক্ষার আলোতে দীক্ষিত হয়ে।
❤️️ "Happy Teacher's Day" ❤️

-


3 SEP 2020 AT 10:05

*প্রেমিকা মানে*
তুমি তাকে খুব ভালোবাসো তার মানেই তুমি প্রেমিকা নও।
তুমি তাকে সবসময় Miss করো তার মানেই তুমি প্রেমিকা নও।
সে খেয়েছে কিনা তার পাশাপাশি কখনও খোঁজ করেছো তার বাড়ির লোকের কথা।
তার খারাপ লাগায় কখনও তোমার মন কেঁদেছে নাকি শুধু ভালোলাগা, খুশির মুহূর্ত গুলোর সাক্ষী হয়েছে।
যখন তার সাথে বাইরে ঘুরতে যাও, রেস্টুরেন্ট ছাড়া কখনও বাইরের স্টলে খেয়েছো।
বলেছো কখনও যে আজ রেস্টুরেন্ট এর লম্বা বিল না করে চলো আজ ফুচকা, ভেলপুরি খাই।
যখন সে বিল Pay করে তখন উঁকি মেরে দেখেছো কখনও তার মানিব্যাগ টা।
যদি তুমি এমনটা করে থাকো তাহলেই তুমি তার প্রেমিকা হয়ে উঠতে পেরেছো নয়তো না।

-


Fetching Debasish Biswas Quotes