দেখতে দেখতে আবার একটা বছর হলো পার,
যতই মিনতি করো না কেন, সময় তো দেবে না কোনো ছাড়।।
এসেছে নতুন বছর, নিতে হবে নতুন অঙ্গীকার
"চলো না সবাই মিলে দরিদ্রের পাশে দাঁড়িয়ে করি দারিদ্রতার প্রতিকার।।"
-
মিথ্যে হাসির প্রলেপে সংমিশ্রিত কৃত্রিম অঙ্গীকার,
সেই ফাঁদে ফেঁসে অকৃত্রিম অনুভূতি জেরবার।-
সামলাবো শত আবেগেও, যদি দুর্বলতা'তেও আঘাত হানো বারবার;
নির্বিঘ্নে পাবে শুধুই, আমরণ প্রীতির প্রতিদান, এ আমার দৃঢ় অঙ্গীকার।-
সবসময় তোর পাশে থাকবো ভাইরা
করে যে অঙ্গীকার ,
বিপদ যেন ছুঁতেও না পারে তাদের
আগলে রাখে বারবার ।
ভাই ফোঁটা দিয়ে বোন করে জানি
ভাইয়ের মঙ্গল কামনা ,
বোনকে রক্ষা করার দায়িত্ব যে তাই
সব ভাইদের সাধনা ।
নারীরা যখনই মাথা উঁচু করে বাঁচার
স্বপ্ন দেখতে চায় ,
নারীধষর্ন ও শ্লীলতাহানি দেখি এই
সমাজেই ঘটে হায়।
সর্বদা পাশে থাকার অঙ্গীকার করেও
আজ ভাইরাও অসহায় ,
বোনেদের লাগি কতো ভাইরা তাদের
জীবনটাও দিয়ে দেয় ।-
প্রিয়, প্রতিটি সূর্যাস্ত একটি নুতন ভোরের অঙ্গিকার নিয়ে আসে…
নুতন অঙ্গিকারে আমরা কি পারিনা সকল দুঃস্থের পাশে দাঁড়াতে?-
"গাছ লাগাও প্রান বাঁচাও"-
আমরা শ্লোগানে বিশ্বাসী
সত্যি করে বলতো বন্ধু..
পরিবেশ কজন ভালোবাসি!
বন্ধ করো মিথ্যে শ্লোগান;-
বন্ধ হোক পরিবেশের নির্বিচার..
আজকে এই নতুন সূর্যে;-
এটাই হোক সকলের অঙ্গীকার।।-
স্বপন সেথায় এঁকেছি সারি সারি
দুর্লভ সময়ের ফাঁকে, মনের দরজা খুলে
বসে আছি তোমার পথ চেয়ে
জানিনা মিলবে কিনা এই আবদারের অধিকার
নাকি শূন্যে স্বপ্নভঙ্গের অঙ্গীকার!-
অঙ্গীকারে আবদ্ধ হই প্রভাতকিরণে, বিলুপ্ত করি মনখারাপির যত ধুলো;
তব এ ভুবন রাঙাবে ভালোবাসায়, ঘাতপ্রতিঘাতে যা ছিলো এলোমেলো।-
আরও কতোখানি ভালোবাসলে ভরসার এক চিলতে বুকে, একটু আদরের আস্তানা খুঁজে পাওয়া যাবে বলতে পারো ???????? আরও কতোখানি নিজেকে উৎসর্গ করলে....বিশ্বাসের অঙ্গীকারে নিজেকে খুঁজে পাওয়া যাবে বলতে পারো ??????
-