জাগছে ইচ্ছে জাগুক মনে
করে রাখো নিয়ন্ত্রণ
জীবন আগে সফল করো
প্রেমিক পরে হবে ক্ষণ।।
কাটুক প্রহর কাটুক জীবন
ইচ্ছেরা পাক ডানা
প্রেমের আরো সময় আছে
করছে না কেও মানা ।।
স্বপ্ন খানি থাকুক মনে
পাখি উড়ুক আকাশে
প্রেমিকা দের স্বপ্ন করে
ভাসাও এখন বাতাসে ।।-
একসাথে
এক আকাশের নিচে ,
যেখানে থাকবে না কোনো সময় এর হিসাব ।
চলো সেই দুনিয়া টা কে আপন করি ।।-
হঠাৎ মনখারাপ এর বৃষ্টি আসে, আমাদের হৃদয় জুড়ে , বুকের ভেতর টা কেমন যেনো করে উঠে ।।
কানে হেডফোন লাগিয়ে ও ঠিক শান্তি পাওয়া যাই না ।।
ঠিক তখনই ওপাশ থেকে একটা রিং এসে তোমার সমস্ত মনখারাপের কাল মেঘ সরিয়ে খুশির বন্যা বউয়ায়।।
হ্যা ,, এরই নাম মনে হই কাছের মানুষ ।।
-
সেই আবেগী হৃদয় হরণী কে...
যার প্রতি কথাই আমার মন হতো নব রূপে সজ্জিত ।।
যার চেতনার রং প্রতি বিন্দুতে , মনে করতো পূর্ব স্মৃতি কে...
সেই নিঝুম নিরালা , বাঁদিক টা তার জন্যই থাক
আমি বরং পাখি হয়ে উড়ে যায় আকাশে।।-
জীবনযুদ্ধে লড়ছি সবাই
বাঁচবো কে জানে কতক্ষন -
পরিস্থিতির সুযোগ নিয়ে ,
আঘাত করে আপনজন।।-
পড়েনি চোখ স্তনের মাপে ,
রাখিনি হাত কোমরের ভাঁজে ;
আমি তো প্রেমে পড়েছিলাম -
তোমার ওই অল্প সাজে ।।-
হিসাব খাতা টা না হয় একটু মিলিয়ে দেখি...
ধন্যবাদ তো তাদের প্রাপ্য যারা নানান অজুহাতে আঘাত করেছে।।
অনেক যত্ন করে যারা ভালোবাসা দিয়েছে ,
তারা না হই দুঃখের দিনে ভালোবাসে পাশে থাকুক।
যারা মুখের ওপর সপাটে স্বার্থপরের তকমা লাগিয়ে দূরে গেছে
তারাও না হই নতুন বছরে ভালো থাকুক ।।
জীবনে যাদের কে হঠাৎ করে পেয়েছিলাম ,আবার হঠাৎ করেই যারা হারিয়ে গেছে তাদের দীর্ঘ জীবন কামনা করি ।।
আর ভালো থাকুক তারা ,যারা বিনা দোষে আমাকে ছেড়ে চলে গেছে।
নতুন বছরে সবাই ভালো থাকুক ,যারা কখনো না কখনও আমাকে ব্যাবহার করেছে।।
-
জীবনের খেয়া শেষ করে
আজ ডাকছে কেবল মৃত্যু,
ফাগুন হাওয়ায় ভাসছি আমি -
হয়ে শুধু দস্যু।।
নতুন করে জন্ম নেবো
করবো খেয়া পার আমি...
মরণ সে তো অনেক পরে !!
আমার কাছে জন্ম দামি।।-
তুমি আর আমি পাশাপাশি বসে
ভাবতে চাই সেই পুরনো স্মৃতিগুলো,
যেখানে ছিলাম শুধু তুমি আর আমি
সেই শুভদিনে এর শুভক্ষণে।।-