QUOTES ON #MRITTU

#mrittu quotes

Trending | Latest
10 APR 2020 AT 12:45

आख़िर ये "चार लोग" हैं, कौन..?

-


29 APR 2020 AT 9:10

আবার আমরা সম্মুখীন
নতুন রোদের স্পর্শ পেতে
নতুন সকালের গন্ধে মাখতে
আবার ভরব ডায়েরির পাতা
কাগজের কালির গন্ধইতো এখন রোজের ত্রাতা
দিনের আলো পেরিয়ে গোধূলি
নিভছে যখন রৌদ্র সোনালি
আরও এক অন্ধকারময়
রাত্রি নিবাসের হবে পরিচয়
দিনগুলো যে কাটছে বড়ই দ্রুত
তবু মৃত্যুভয় সঙ্গী অশ্রুরত ।

-


19 JAN 2018 AT 11:23

যখন সবাই মুখ ফিরিয়ে নিলো,
তখনই মৃত্যু দিচ্ছে হাতছানি!
তোমার চোখে দেখেছি আমার মরণ,
সে মরণ খুব সুখেরই হবে জানি।।

-


23 SEP 2019 AT 17:54

সবার একটার পর একটা চাহিদা থাকে
আমার সব আশা পূর্ণ আর কিছু চাই না

ভগবান এখন মৃত্যু হলেও ভালো
জীবনটা সুচিত্রা সেন হয়ে থাকবে

-


31 AUG 2017 AT 21:48

এই যে বার বার
জীবন খুঁজছো তুমি
আমার পাশে শুয়ে শুয়ে,
তাও আমার দিকে চোখ পড়েনা তোমার???

এই যে আমার বারবার
সমর্পণ করতে চাওয়া,
আমার দিকে হাত বাড়াতে ইচ্ছে হয়না তোমার???

এতো ভালোবেসে
তোমায় যে কাছে ‌ডাকি
তোমার ঠান্ডা হাত বুকের ওপর
বুলিয়ে নেবার বাহানায়, বোঝো না তুমি সেই আর্তি???

আমায় কবে ভালোবেসে
শক্ত করে জড়িয়ে ধরবে তুমি
কবে ঠোঁটের ওপর চুম্বনের কালশিটে দেবে, মৃত্যু?????

-


13 APR 2019 AT 7:49

কবর দিতে যাওয়া মানুষ গুলিও একদিন ভুলে যাবে আমায় !

-


30 JUN 2018 AT 20:41

আগুনের বুকে জীবনের দীর্ঘ রহস্য !!
বাঁকা নিঃশ্বাস ধোঁয়ায় মিশিয়ে !!
আমি শেষ হচ্ছি !!
শেষ বারের
মতো !!

-


13 SEP 2017 AT 8:59

কতশত সময়,
সত্যের মৃত্যুতে,
মিথ্যে জন্মানোর হিসাব-নিকাশ বুঝে নেয়

-


1 NOV 2017 AT 20:22

আমিও মৃত্যুর পর ভেসে উঠবো জলে
তোমরা আবার সারি সারি বক হয়ে
দাঁড়িয়ো পুকুর পারে...

-


23 JAN 2019 AT 10:16

ছেলেবেলা.....
সে তো কবেই ফিরে গেছে
বড়ো হতে চাইতাম বলে!
বন্ধু.....
সে তো কবেই ভুলে গেছে
তার প্রেমিকাকে পিয়ে!
প্রেম.....
সে তো কবেই চলে গেছে
ধনী-গরীবের ভেদাভেদ যাচাই করে!
কেও আমার জন্য অপেক্ষা করছে না,
কেও না!
এক সময় সবাই এসেছিল,
এখন আর কেও আসে না,
নাহ্! আর কেও আসবেও না,
কেও বাকি নেই আসতে।
শুধু একজনই বাকি!
মৃত্যু.....
মৃত্যু আসবেই শুধু মৃত্যুর জন্যই অপেক্ষা।

-