'দরজা'
সময়ের দাবানলে পুড়ে গেছে সেকাল ।
চুন সুরকিতে মিশে গেছে আলকাতরা মাখা কাঠের ছাই । প্লাস্টার অফ পারিস , ইঞ্জিনিয়ার উড , কলাপসিবিল ; একেলে নতুনদের ভিড়ে আজ ও সেই এখান থেকেই সব বাবারা বলে " কি গো কোথায় , বাজার টা নিয়ে যাও " ।
ছেলে মেয়েরা স্কুল কলেজ থেকে ফিরতে ফিরতেই শোনা যায় "মা খুব খিদে পেয়েছে খেতে দাও"
বিশ্বাস না হলে জিগ্গেসই করে নাও না বাপু
ওই তো সাক্ষী দাঁড়িয়েই আছে ....
-
"রবি" ঠাকুরের এক মস্ত বড় উপাসিকা !
.. কবিতাই আমার প্রথম ও শেষ ভালোবাসা ..