Dipanjan chakraborty   (মনের কলম)
193 Followers · 38 Following

read more
Joined 20 February 2019


read more
Joined 20 February 2019
30 MAR AT 19:49

It looks like I have left my emotions , teachings , passion , feelings all in a single photo frame..which is under the dust now.

-


15 MAR AT 19:00

আমার বেস কিছুদিনের অভ্যাসের অন্তহীন মূর্তি ধার্য করে তুমি আমার হৃদয়ে প্রতিষ্ঠিত । আমি জানি না এটাকে কি বলে থাকে। অনেকটা যেমন শরীরে অঙ্গ হিসাবে আলাদা করে হৃদয় কে উল্লেখিত করতে হয় না ঠিক তেমনই তোমাকে আলাদা করে আমার সাথে উল্লেখিত করতে হয় না।

আমার নির্লিপ্ত না বলা কথাগুলো তুমি শুনতে পেতে হঠাৎ করেই শুনতে শুনতে তুমি ক্লান্ত হয়ে গেলে আর আওয়াজটা যেনো ঘুরে গেলো তোমার দিক থেকে।
এখন এই দিকভ্রান্ত আওয়াজটা এতটাই দূরে চলে এসেছে যে কোন হৃদয়ে সক্ষমতা বা শক্তি নেই একে আপন করে আঁধারে বন্দি করার।

-


20 MAY 2020 AT 9:26

দুর্যোগ বড়ই নিষ্ঠুর
মানুষ খুবই অসহায়
ঝড় সামলে নিও তুমি
বিপর্যয় বড়ই নির্মম
প্রাণের আকুতি জীবনময় ।

-


13 SEP 2020 AT 11:29

কিছু কিছু কথা থেকে গেছে মনে
কিছু কিছু ব্যথা রেখেছি গোপনে
তুই হাতটা ধরে অন্ধকারে
ডাকিস কেন বল
তোর ডাকেতেই বারেবারে
আমি খুঁজছি অবিকল
কিছু কিছু স্মৃতি আজও মনে আসে
কিছু কিছু ক্ষতি আজও চোখে ভাসে
তুই আলতো করে গলার স্বরে
ডাকিস কেন বল
তোর ডাকেতেই বারেবারে
আমি হারাচ্ছি সম্বল
কিছু কিছু সময় চলে গেছে অতলে
কিছু কিছু সুযোগ হাতছাড়া হলে
তুই চলে গেলি বহুত দুরে
আজ আবার ডাকিস কেন বল
তোর ডাকেতেই বারেবারে
আমি হচ্ছি যে দুর্বল ।

-


12 AUG 2020 AT 9:14

না তা আমাদের হয়না
মান অভিমানের পালাতেও আমরা কথা বলি
কারণ ওটাই আমাদের দুজনের বৈশিষ্ট্য ,
কথার মানে আমরা খুঁজতে যাই না
অর্থহিন কথাই আমাদের সম্বল বা সম্পদও
যার এক বিশেষ পরিচিত নামও আছে ।
আমরা আমাদের গল্প অন্যকে নয় নিজেদেরই বলি
অভিমান হলে নিজের মধ্যে রাখী
যাতে কিছু সময় বাদে জড়িয়ে ধরে সবটা উগরে দিতে পারি।

-


11 AUG 2020 AT 8:19

My heart





Then I dont have to compromise later

-


10 AUG 2020 AT 21:48

আমি আপ্রাণ্তীক আমার কোন প্রান্ত নেই
যখন যেখানে আমাকে যেভাবে প্রয়োজন
আমি সেইভাবে সবিস্তারে হই ব্যবহৃত
আমাকে নিয়ে অনেক কথাই হয় কথিত
কেউ আমারী জন্য হয় পরিচিত
অথবা আমারী দাক্ষিন্য করে লাঞ্চিত
কিছুজনের আলোচ্য বিষয় হয়ে উঠি আমি
আবার কখনো হই জীবনের থেকেও বেশি দামি
আমি যেরকম সময়ে কারুর কাছে অভিমানি
তেমনি আমার নাম ভাঙিয়ে করে কেউ কেউ বেইমানি
কুসংস্কারকে আমার ঘাড়ে চাপিয়ে করে বৈতরণী পার
বোঝেনা আমি এসবের উর্ধে অনেক বড় আমার সংসার
কথায় কথায় আর পাঁচজন দিয়ে হয়ে বিচার
ভুলে যায় আমি নই বিচারক ভালবাসার
বড়ই অসহায় পরিস্থিতির মধ্যে আমি আজ
আমাকে যে তোমরা নাম দিয়েছ লোকসমাজ।

-


4 AUG 2020 AT 12:04

গন্ধে আছে এক ভ্রম,
জলের ফোঁটায় যায় মুছে
পাতার পুরনো স্বরম
কাঁটায় লেগে যায় ছিড়ে
হাজার পরিশ্রম
নতুন করে প্রেমে পরে
হয়ছে মতিভ্রম।

-


31 JUL 2020 AT 8:14

শরীর জুড়ে ঘুম, সুরহীন তাল
আনিয়মকে নিয়মে পরিণত করার প্রচেষ্টায়
আচ্ছন্নতা সরিয়ে ভাঙা শরীর হলো উন্মুক্ত
চোখের দৃষ্টি স্বপনের অন্ধকার থেকে
ফিরল বাস্তবের আলোর দিশায়
নিষ্ঠুর , ব্যথা , যন্ত্রনার মলিন পথ খুঁজতে
আবার এক নতুন ফন্দিতে ফাঁসতে শুরু হল ।

-


30 JUL 2020 AT 19:48

চলব একসাথে আরো অনেকটা করলাম শপথ
তোমার অবুঝ ভাবনা গুলো ছন্দে মিলবে
হাসবে নিজেই যখন স্মৃতি রোমন্থনে নামবে
ইচ্ছা, ইঙ্গিত গুলো ঘরে আটকে রেখেছি
গল্পকথায় তাকে বাস্তবে খুঁজে চলেছি।

-


Fetching Dipanjan chakraborty Quotes