Dipanjan chakraborty   (মনের কলম)
192 Followers · 38 Following

read more
Joined 20 February 2019


read more
Joined 20 February 2019
13 SEP 2020 AT 11:29

কিছু কিছু কথা থেকে গেছে মনে
কিছু কিছু ব্যথা রেখেছি গোপনে
তুই হাতটা ধরে অন্ধকারে
ডাকিস কেন বল
তোর ডাকেতেই বারেবারে
আমি খুঁজছি অবিকল
কিছু কিছু স্মৃতি আজও মনে আসে
কিছু কিছু ক্ষতি আজও চোখে ভাসে
তুই আলতো করে গলার স্বরে
ডাকিস কেন বল
তোর ডাকেতেই বারেবারে
আমি হারাচ্ছি সম্বল
কিছু কিছু সময় চলে গেছে অতলে
কিছু কিছু সুযোগ হাতছাড়া হলে
তুই চলে গেলি বহুত দুরে
আজ আবার ডাকিস কেন বল
তোর ডাকেতেই বারেবারে
আমি হচ্ছি যে দুর্বল ।

-


12 AUG 2020 AT 9:14

না তা আমাদের হয়না
মান অভিমানের পালাতেও আমরা কথা বলি
কারণ ওটাই আমাদের দুজনের বৈশিষ্ট্য ,
কথার মানে আমরা খুঁজতে যাই না
অর্থহিন কথাই আমাদের সম্বল বা সম্পদও
যার এক বিশেষ পরিচিত নামও আছে ।
আমরা আমাদের গল্প অন্যকে নয় নিজেদেরই বলি
অভিমান হলে নিজের মধ্যে রাখী
যাতে কিছু সময় বাদে জড়িয়ে ধরে সবটা উগরে দিতে পারি।

-


11 AUG 2020 AT 8:19

My heart





Then I dont have to compromise later

-


10 AUG 2020 AT 21:48

আমি আপ্রাণ্তীক আমার কোন প্রান্ত নেই
যখন যেখানে আমাকে যেভাবে প্রয়োজন
আমি সেইভাবে সবিস্তারে হই ব্যবহৃত
আমাকে নিয়ে অনেক কথাই হয় কথিত
কেউ আমারী জন্য হয় পরিচিত
অথবা আমারী দাক্ষিন্য করে লাঞ্চিত
কিছুজনের আলোচ্য বিষয় হয়ে উঠি আমি
আবার কখনো হই জীবনের থেকেও বেশি দামি
আমি যেরকম সময়ে কারুর কাছে অভিমানি
তেমনি আমার নাম ভাঙিয়ে করে কেউ কেউ বেইমানি
কুসংস্কারকে আমার ঘাড়ে চাপিয়ে করে বৈতরণী পার
বোঝেনা আমি এসবের উর্ধে অনেক বড় আমার সংসার
কথায় কথায় আর পাঁচজন দিয়ে হয়ে বিচার
ভুলে যায় আমি নই বিচারক ভালবাসার
বড়ই অসহায় পরিস্থিতির মধ্যে আমি আজ
আমাকে যে তোমরা নাম দিয়েছ লোকসমাজ।

-


4 AUG 2020 AT 12:04

গন্ধে আছে এক ভ্রম,
জলের ফোঁটায় যায় মুছে
পাতার পুরনো স্বরম
কাঁটায় লেগে যায় ছিড়ে
হাজার পরিশ্রম
নতুন করে প্রেমে পরে
হয়ছে মতিভ্রম।

-


31 JUL 2020 AT 8:14

শরীর জুড়ে ঘুম, সুরহীন তাল
আনিয়মকে নিয়মে পরিণত করার প্রচেষ্টায়
আচ্ছন্নতা সরিয়ে ভাঙা শরীর হলো উন্মুক্ত
চোখের দৃষ্টি স্বপনের অন্ধকার থেকে
ফিরল বাস্তবের আলোর দিশায়
নিষ্ঠুর , ব্যথা , যন্ত্রনার মলিন পথ খুঁজতে
আবার এক নতুন ফন্দিতে ফাঁসতে শুরু হল ।

-


30 JUL 2020 AT 19:48

চলব একসাথে আরো অনেকটা করলাম শপথ
তোমার অবুঝ ভাবনা গুলো ছন্দে মিলবে
হাসবে নিজেই যখন স্মৃতি রোমন্থনে নামবে
ইচ্ছা, ইঙ্গিত গুলো ঘরে আটকে রেখেছি
গল্পকথায় তাকে বাস্তবে খুঁজে চলেছি।

-


22 JUL 2020 AT 9:11

Dear owner ,
I know I am an important part of your life and whatever you feel you express to me and I give it to you in the form rythms with shades of background.. I know when you share your good thoughts through me I enhance your enjoyment a little more but when you share your sad feelings with me I try to heal your pain but I don't know how much I am successful in that but believe me I will try my level best through out my life so please don't stop accompanying me..

-


17 JUL 2020 AT 20:23

আলাদা করে কাজের ফাঁকেও ভাবতে বসি
কত উন্মাদনা পাগলামি ভরা কথা হয় গণ্য
নিজেই ভাবি নিজে নিজেই মুচকি হাসি
হয়তো যা নিয়ে লিখছি তা পরিপ্রেক্ষীতে সামান্য
তাও লিখি আর নিজেই বেশি করে আনন্দে ভাসি
তুমি আছো আমার জীবনে এতে আমি ধন্য
আমার ছন্দে তোমাকেই যেন আমি চিরকাল মিলিয়ে আসি ।

-


14 JUL 2020 AT 9:49

যাচ্ছি কতদূরে
যেন কতদিনের কতো চেনা সুরে
যখন তুমি আঁকছ রং তুলি ওই ছেড়া কাগজে
ভিজছে ঠোট একসাথে ওই নিশ্বাসের আওয়াজে
জাপটে ধরছি তোমায় আরো বেশি করে
লুকোচ্ছ মুখ বুকেতে আমায় টেনে ধরে
বড়ই শান্তি মিলছে তোমার ছোঁয়ায়
সব না পাওয়ার ব্যথা মিলিয়ে যাওয়ায়।

-


Fetching Dipanjan chakraborty Quotes