আমি থাকব এবার চিরতরে তোর কাছে
বলব যত মনের কথা জমানো আছে ।
আমি অনর্গল বকে যাব পাগলের মতো
তুই উগরে দিবি ভালবাসা চাপা আছে যত ।
দমকা হাওয়া উড়ে এসে আমার ঠোট ছোবে যখন
তুই চুল সরাবি আলতো ভাবে আদর করে তখন ।
আজ লাগছে বড্ড ভালো তোর সাথে আবার
তুই হাতটা ধরে বসে আছিস পাশে আমার ।-
হাতটা ধরে ট্রামলাইনে হাঁটব আবার চল
আকাশ দিয়ে পাখি গুলো ছুটবে একদল
বিকেল বেলার অল্প আলোয় আবার খুঁজব কিছু
পুরনো স্মৃতিগুলো পা মেলাতে আসবে পিছু পিছু
প্রেমেরই গান বুনতে গিটার হাতে আমি
ছেঁড়া তারের সুর গুলো আজ অনেকটাই দামি
ছেলেবেলার প্রথম প্রেমের স্বাদ ফিরে পেলাম
তুই ডাক দিতেই তোর সাথে হটাত মিশে গেলাম
পাগলামিতে ভরা মনটা হলো আবার চঞ্চল
ঘড়ির কাঁটা ঘোরাতে তুই হলি সম্বল
দিনকে দিন যাচ্ছি আমি যতটা গভীরে
পরছি বাঁধা তোর সাথে অল্প অল্প করে
অল্পসল্প গল্পগুলো খুঁজছে তোকে বেশি করে আজ
এক কালে যা জায়গা পেত লুকিয়ে পাতার ভাঁজ
তুই জুড়ে রেখেছিস যে দিনের সবটাই
লিখতে বসেও ভাবছি আমি কবে দেখা পাই।-
The Boy who used to run around the ground after falling of just a wicket is seating in ground and crying after winning the trophy...
This shows that fast success builts ego, aggression and slow success builts character , personality.-
আমার মনের পাখির আকাশটা অনেকটা বড় ,
অথচ তাহার উড়ে চলার ডানা গুলো বড্ড ছোট্ট,
তাই সে যত বেশি উপরে উঠতে চায়,
সমাজের অফুরন্ত হাওয়ার চাপে
বরাবরই তাকে গতি মুখ পরিবর্তন করতে হয়
অতঃপর সে বাস্তবের মাটিতে আছড়ে পরে
মিলিয়ে যায় আমার ওই বুকের ভেতর
জড়িয়ে ধরি বুকের মাঝে
বুকের পাখি ঘুমিয়ে পরে।-
যে অভিমানের কোনো দাম নেই
যে অভিমানের কোনো ফল পাওয়া যায় না
যে অভিমানের কোনো নিশ্চয়তা নেই
যে অভিমানের কোনো সংজ্ঞা নেই
যে অভিমানের কোনো ব্যাখ্যা নেই
সেই অভিমান আমরা নিজেরাই ভাঙ্গতে চাই
মনের সবচেয়ে কাছের মানুষটার ওপর করে
বারবার করি বারংবার ভাঙনের মুখে পড়তে হয়
এ এক উপহাস।-
It looks like I have left my emotions , teachings , passion , feelings all in a single photo frame..which is under the dust now.
-
আমার বেশ কিছুদিনের অভ্যাসের অন্তহীন মূর্তি ধার্য করে তুমি আমার হৃদয়ে প্রতিষ্ঠিত । আমি জানি না এটাকে কি বলে থাকে। অনেকটা যেমন শরীরে অঙ্গ হিসাবে আলাদা করে হৃদয় কে উল্লেখিত করতে হয় না ঠিক তেমনই তোমাকে আলাদা করে আমার সাথে উল্লেখিত করতে হয় না।
আমার নির্লিপ্ত না বলা কথাগুলো তুমি শুনতে পেতে হঠাৎ করেই শুনতে শুনতে তুমি ক্লান্ত হয়ে গেলে আর আওয়াজটা যেনো ঘুরে গেলো তোমার দিক থেকে।
এখন এই দিকভ্রান্ত আওয়াজটা এতটাই দূরে চলে এসেছে যে কোন হৃদয়ে সক্ষমতা বা শক্তি নেই একে আপন করে আঁধারে বন্দি করার।-
কিছু কিছু কথা থেকে গেছে মনে
কিছু কিছু ব্যথা রেখেছি গোপনে
তুই হাতটা ধরে অন্ধকারে
ডাকিস কেন বল
তোর ডাকেতেই বারেবারে
আমি খুঁজছি অবিকল
কিছু কিছু স্মৃতি আজও মনে আসে
কিছু কিছু ক্ষতি আজও চোখে ভাসে
তুই আলতো করে গলার স্বরে
ডাকিস কেন বল
তোর ডাকেতেই বারেবারে
আমি হারাচ্ছি সম্বল
কিছু কিছু সময় চলে গেছে অতলে
কিছু কিছু সুযোগ হাতছাড়া হলে
তুই চলে গেলি বহুত দুরে
আজ আবার ডাকিস কেন বল
তোর ডাকেতেই বারেবারে
আমি হচ্ছি যে দুর্বল ।
-
দুর্যোগ বড়ই নিষ্ঠুর
মানুষ খুবই অসহায়
ঝড় সামলে নিও তুমি
বিপর্যয় বড়ই নির্মম
প্রাণের আকুতি জীবনময় ।-
না তা আমাদের হয়না
মান অভিমানের পালাতেও আমরা কথা বলি
কারণ ওটাই আমাদের দুজনের বৈশিষ্ট্য ,
কথার মানে আমরা খুঁজতে যাই না
অর্থহিন কথাই আমাদের সম্বল বা সম্পদও
যার এক বিশেষ পরিচিত নামও আছে ।
আমরা আমাদের গল্প অন্যকে নয় নিজেদেরই বলি
অভিমান হলে নিজের মধ্যে রাখী
যাতে কিছু সময় বাদে জড়িয়ে ধরে সবটা উগরে দিতে পারি।-