Wahed Kazi   (©Wahed Kazi✒)
1.1k Followers · 246 Following

I dream my writing
And I write my dream.
Joined 25 February 2018


I dream my writing
And I write my dream.
Joined 25 February 2018
7 HOURS AGO

Beneath the stars bloomed a sacred path,
In silence bloomed a tender breath,
From aching hearts rose solemn faith,
A moment etched beyond mere myth.
Under heaven’s softest golden sheath,
Time melted slow like morning broth,
No chains, no vows, just boundless growth,
A kiss that outlived mortal death,
Not an end, but love’s reborn birth,
That kiss became eternity’s truth.

-


15 HOURS AGO

কেন এমন কলুষিত আজ জনপদ?
কেন সাহস পায় দুষ্কৃতিকারী, ভাঙে নীতির প্রতিরোধ?
ধর্ষকের মুখে হাসি, শাস্তি যেন বিলাসিতা,
নারীর চোখে লজ্জার ধোঁয়া, থমকে যায় গতি ও দিশা।

ইভটিজিং আজ মজার বিষয়, নীতি জ্ঞান বেহাল,
সমাজ চুপ, আইন ঘুমোয়, লজ্জা কোথায়, নৈতিক জ্বাল?
ঘুষে বেঁধে পেশা বিক্রি, মেধা পড়ে খাদের তলে,
যোগ্যতা আজ ধোঁয়াশা, দুর্নীতি হাসে খোলে।

বৃদ্ধ পিতার দৃষ্টিতে জল, মা তাকায় নিঃশব্দ চোখে,
সন্তান তার ভুলে গিয়েছে, স্বার্থে মোড়া ব্যস্ত শোকে।
মানবতা কি সত্য মরে? মনুষ্যত্ব খুঁজে মরে?
ভদ্রতার মুখোশের আড়ালে পশুতা কি জয় করে?

প্রশ্ন জাগুক, কে দেবে জবাব, কে নেবে অপরাধের হিসাব?
চুপ থাকলেই কি রক্ষা মেলে? নাকি বাড়ে পাপের চাপ?
প্রশ্ন উঠুক এমন কাঁপনে, চিতায় উঠুক ক্ষমতার জাল,
বিপ্লব হোক এখন ধর্ম, পুড়ুক ভণ্ড নীতির জঞ্জাল।

-


5 JUL AT 20:05

Gifted with care, a treasure he gave,
Glimpses of him in each moment I save.
Gilded not with wealth, but meaning deep,
Granted in silence for me to keep.
Grace in his words, steady and wise,
Guiding my soul as each day flies.
Ghost of his voice in the ticking I hear,
Grieving, yet feeling him always near.
Gone from the world, but not from me,
Grown into time, his love’s the key.

-


5 JUL AT 15:41

Flesh and petal meet,
Crimson hush in heartbeat’s nest,
Time folds in the grip.

-


5 JUL AT 8:46

থমকে থাকা সময়,
অপ্রকাশ ব্যথায় হৃদয় যে ক্ষয়।
আকাশে নেই আজ নীলের পরশ,
ভিতরে জমে ওঠে নিঃশব্দ বরষ।
পাখির ডাকেও নেই আনন্দ গান,
নীরবতায় মিশে কেবল হাহাকার টান।
জানালার ফাঁকে চেয়ে থাকা চোখ,
প্রতীক্ষার গল্পে হারায় সুখলোক।
চিঠির শব্দ যেন ঘুমিয়ে গেছে,
ভালোবাসার ভাষা ছিন্ন হয়ে বেছে।
হাওয়া বয় ধীরে, নামে না বৃষ্টি,
কিন্তু মন কাঁদে, যেন প্রেমচ্যুতি।
মেঘলা মন, চায় রোদ্দুরের হাসি,
একটি হাত ধরুক, ঘুচে যাক উদাসী।
আলো জাগুক হৃদয়ের কুয়াশায়,
ভালোবাসা ফুটুক নীরব আশায়।

-


4 JUL AT 19:31

ঢেউয়ের বুকে খেলা,
রৌদ্রছোঁয়া সন্ধ্যা ছুঁয়ে যায় মেলা।
তপ্ত রঙে গড়ে ওঠে আশার ছবি,
নীরব সাগরও যেন কথা কবি।
অজানা গন্তব্যে ভাসে তরঙ্গ,
ভয়কে জয় করে জীবন বড় উজ্জ্বল রঙ।
সূর্য ডোবার আগুনে স্বপ্নেরা হাসে,
জীবনের রঙ তাই ঢেউয়ে ফিরে আসে।
এক হাতে সাহস, অন্য হাতে ব্যথা,
তবুও তরীতে বয়ে চলে জীবনের কথা।
পিছনে কুয়াশা, সামনে বিস্তার,
এই জলরেখায় লিখি দিনবার।
হারিয়ে যাওয়া নয়, খোঁজে যাওয়ার নাম,
জীবন মানে তো শুধুই একটি ধাম।
জল-রাঙা মুহূর্তে খুঁজে পাই পথ,
ঢেউয়ের ভিতরেই লুকায় জীবন-রথ।

-


4 JUL AT 19:06

homesickness for
a soul not present - yours.
My own barely knows it,
yet aches deeply.
Believer or not, it’s you
my heart keeps searching
for in the silence.

-


4 JUL AT 18:56

Flesh and flora gently braid,
A bloom where pulse and stem cascade.
Amber petals crown the vein,
A quiet hymn through wooded rain.

Wrist like willow, firm yet free,
Melds with forest’s reverie.
In this hush, the wild confides,
That human roots where truth resides.

-


30 JUN AT 12:13

শিশুর সরল হাসিতে,
মায়ের চোখে জল, অনন্ত আশীর্বাদে ভাসিতে।
রৌদ্রছায়ার খেলা হৃদয়ের উঠোনে,
ভালোবাসার শব্দ উঠে সুরের খোঁজে।
আবেগ বাঁচে যেমন প্রেমিকের চিঠিতে,
অপ্রকাশিত আকাঙ্ক্ষা থাকে স্নিগ্ধ নীড়েতে।
নির্জন সন্ধ্যায় ব্যাকুল এক চোখ,
ভিতরের কোলাহল ছুঁয়ে যায় লোকচোখ।
আবেগ বাঁচে যেমন পুড়ে যাওয়া স্মৃতিতে,
ভাঙা স্বপ্ন গাঁথা নীরব প্রতীক্ষাতে।
একটি স্পর্শে জাগে অজস্র আবেগ,
শব্দেরও অতীত কিছু অনুভব আসে।
আবেগ বাঁচে, তাই মানুষ আজও ভালোবাসে।

-


29 JUN AT 18:57

makes no sound
it lingers in silence,
stands through sorrow,
holds without holding on,
and slips away gently,
so the one it loves
can finally exhale.

-


Fetching Wahed Kazi Quotes