FaRaBi RoHaN   (RoHaN)
628 Followers · 244 Following

read more
Joined 28 September 2018


read more
Joined 28 September 2018
31 MAY 2023 AT 22:14

যেখানে দাঁত কপাটি খুলে প্রাণ ভরে হাসা যায়, ঢলঢলে জামা পরা যায়, খাওয়ার পরে যার সামনে নিঃসন্দেহে আঙুল চেটে খাওয়া যায়, যার কাছে মাথায় তেল দিয়ে যেতেও দ্বিধাবোধ করেনা, যার সামনে ব্যর্থতা নিয়ে কিছু বললেও হেরে গেছি ফিল হয় না, যার কাছে ফাঁকা পকেটে নির্দিধায় দিন পার করে দেওয়া যায়, যার সামনে ফুপিয়ে কাঁদলেও দূর্বল লাগে না, যার সাথে নিজের কষ্ট গুলো ভাগাভাগি করা যায়, যাকে মন খারাপের টাইম কল করতে পারমিসন লাগেনা, সেটাই বোধহয় ভালোবাসা আর কাছের মানুষ !
ভালোবাসা মানেই বোধহয় কমফোর্টজোন !
এমন একটা মানুষ সবার জীবনে হোক❤️

-


1 OCT 2022 AT 3:05

না পাওয়া, আর পেয়ে হারানোর মধ্যে পার্থক্য বুঝতে চাও ?
কখনো প্রখর রোদে শুকিয়ে যাওয়া পুকুরের মাটির দিকে তাকাও !
পাশেই ভূমিতে থাকা মাটির মত একই স্বভাবের,
একই প্রকৃতির হওয়া সত্ত্বেও তার চূর্ণ-বিচূর্ণ হওয়া বুক তোমায় বুঝিয়ে দেবে পেয়ে হারানোর বেদনা !
বুঝিয়ে দেবে সে একদিন জলের আর্দ্রতায় পরিপূর্ণ ছিল তাই হারানোর পর তার এত যন্ত্রণা !!!

-


26 JUN 2022 AT 18:22

ভালোবাসি ভালোবাসি বলতে বলতে একসময় ভালোবাসা কথাটা মুল্যহীন হয়ে পড়ে , একতরফা সম্পর্ক টিকিয়ে রাখতে রাখতে একসময় টিকিয়ে রাখার ইচ্ছেটাই চলে যায় , অবহেলা সহ্য করতে করতে একসময় অবুঝ সরল মনটাও কঠিন হয়ে ওঠে । তখন সে নিজেকে কঠিনের মোড়কে আবৃত করে নিয়ে একা থাকার পথ বেছে নেয় আর অপরপক্ষের মানুষটা নিজের ইগোকে প্রাধান্য দিতে গিয়ে একটা সহজ সরল সম্পর্ক নিজের অজান্তেই হারিয়ে ফেলে চিরতরে ৷

-


28 MAY 2022 AT 17:39

কিছু কিছু ক্ষেত্রে হাজার চাইলেও তাদের ধরে রাখা যায় না ! আসলে যে থাকতে চায় না তাকে কোনোভাবেই আটকানো যায় না । আর যদি তাকে হারানোর ভয়ে জোর করে আটকে রাখতে চান, তাহলে উল্টে আপনি লাঞ্ছিত অপমানিত হবেন । মানুষ তখনই চলে যায় যখন আপনাকে তার আর প্রয়োজন পড়ে না, আমরা প্রত্যেকেই প্রয়োজনীয় জিনিসের মূল্য দেইনা । আমরা নতুন জিনিস পেলে পুরাতনটার আর কদর করিনা । আর আজকাল মানুষ তখনই একটা নাম্বার ডিলিট বা ব্লক করে যখন তার ফোনে নতুন একটি নাম্বার সেভ হয় ।
প্রেমে পড়ো ভালো জিনিস, কিন্তু কখনো কারো মায়াতে জড়িও না, মায়া জড়ানোর পর বিচ্ছেদ হওয়া মানেই জীবন্ত শরীর থেকে আত্মাকে আলাদা করা 🙂
যেটা মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক 💔

-


23 APR 2022 AT 13:32

মেসেজ কেন সিন করলে না ? রিপ্লাই কেন দিচ্ছো না ? লেট কেনো রিপ্লাই করছো, কল করলে না কেন ? কল রিসিভ করলা না কেনো ? কোথায় ছিলে এতক্ষণ ? অনেক ব্যস্ত আমাকে সময় দাও না ! আমাকে একদমই কেয়ার করো না ! এই কথাগুলো তারাই বলে যারা সারাদিন অপেক্ষা করে থাকে তার আপন মানুষটির জন্য ! কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপন মানুষটি এই কথা গুলো শুনে সিংহের মতো গর্জে উঠে ! কেন ? কেনই বা তাকে কৈফিয়ত দিতে হবে সে তো চুক্তিবদ্ধ নয় ! কিন্তু সেই আপনজনই জানতে পারে না কেনো এতো এতো মানুষ থাকতে তার জন্যই সে ছটফট করে তারা কখনো জানতেই পারেনা পৃথিবীতে হাজার হাজার মানুষের ভীড়ে সে নিজেই কারো পৃথিবী হয়ে বসে আছে !!!

-


7 APR 2022 AT 14:31

অপমানিত হতেই হবে, ঠকতেও হবে ।
চেনা মানুষকে অচেনা হতে দেখতে হবে ।
বিশ্বাসকে লুটিয়ে পড়তে দেখতে হবে, নিঃসঙ্গ হতে হবে ।
রক্তাক্ত হতে হবে, অন্ধকার রাস্তায় হাঁটতে বললে হাজারটা আঙুল গুনতে হবে ।
একটার পর একটা ধাক্কা খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকাতে হবে ।
আর তারপর যখন ঘুরে দাঁড়ানোর লড়াইটা শুরু হবে, তখন লোকে বুঝতে পারবে,
যে মানুষটা উপরের আঘাতগুলো দিয়ে গড়া, তাকে ভাঙে এমন সাধ্যি কারোর নেই !!!

-


24 MAR 2022 AT 10:25

একটা মানুষ প্রতিনিয়ত তোমাকে সময় দিচ্ছে , তোমার খোঁজ রাখছে, এই তোমার কেয়ার করছে ব্যাপারগুলো যদি তোমার কাছে সস্তা মনে হয়, তাহলে তুমি ভুল করছো ! এই ব্যস্ত পৃথিবীতে ইতিউতি করে সময় খুঁজে বের করে কেউ একজন তোমাকে সময় দিচ্ছে সেটা আর যাই হোক সস্তা কিছু না, সস্তা ভেবে বা প্রাপ্য ভেবে যে ভালোবাসা টুকুর এক ফোঁটা মূল্য না দিয়ে তুমি এতদিন নিজের কাছে জায়গা দাও নি, সেই ভালোবাসা টার মূল্য পেয়ে অন্য কেউ হয়তো সেই জায়গাটা দখল করে নেবে । সেই জায়গাটাতে তোমার জন্য প্রবেশ নিষেধ নামক একটা অদৃশ্য সাইনবোর্ড নীরবে চিৎকার করে বলছে বিশ্বাস করো, এই জায়গাটুকু তোমার জন্যই বরাদ্দ ছিল তুমিই হেলায় হারিয়ে ফেলেছো ।

-


7 FEB 2022 AT 3:06

Mujhse Koi Pyaari Si 2 Baat Hi Kar Lena.
Main Ussi Mein Khush Ho Jaunga.
Mera Dil Jeetna Itna Hi Aasaan Hai.— % &

-


19 JUN 2020 AT 14:42

চীনের তৈরি প্যাটেলের মূর্তি ভাঙ্গা হােক, চীন থেকে আমদানি মেট্রোর কোচ ভেঙ্গে দেওয়া হােক ! চীন থেকে আমদানি বুলেটপ্রুফ জ্যাকেট জ্বালিয়ে দেওয়া হােক ! করােনা ভাইরাস এর জন্য চীন থেকে আমদানি দশ হাজার ভেন্টিলেটর ভেঙ্গে দেওয়া হােক ! মােদী সরকার ভারতে ব্যাঙ্ক অফ চায়না খােলার ছাড়পত্র দেওয়ার বিরুদ্ধে গর্জে উঠুন !!! চীনের সাথে সমস্ত বানিজ্য বন্ধ করা হােক । আর এই সব মােদী সরকার করেছে । যদি এই সব না করা হয় তবে চীনের দালাল মােদী সহ ভক্তদের রাস্তায় কাল থেকে উদুম ক্যালানাে হােক । কারন দেশের সম্মান আত্মমর্যাদা, অখন্ডতা এবং সর্বোপরি সৈন্যদের রক্ষা করার দায়িত্ব জনগন তুলে নেবে ।

-


16 DEC 2019 AT 12:53

যদি মুসলিমদের এদেশে থাকার অধিকার না থাকে, তাহলে ইন্ডিয়া গেটে ৬১৩৯৫ জন যে ভারতীয় শহীদ মুসলিমের নাম আছে সেটা আগে মুছে ফেলা হোক ।

-


Fetching FaRaBi RoHaN Quotes