QUOTES ON #KOBITAKOTHON

#kobitakothon quotes

Trending | Latest
19 JAN 2019 AT 14:26

অভিমানের বৃষ্টির রঙ । চোখের নোনা জল। ব্যথায় জখম হৃদয়...
লালচে উপশিরা , অনুরাগের লাভ-ক্ষতির হিসাব। কাব্য গোধূলি আভায়...


কবিতা , পর্ণমোচী পাতার নতুন বসন্তর আগমন ।

-


10 OCT 2018 AT 18:56

কিরে তুই, হঠাৎ এতদিনের পর?
বলছি গো দিদি, বলছি বলছি সব...
হাঁফাস কেন এত?
একটু বসতে দেবে দিদি?
হ্যাঁ হ্যাঁ, আয় আয়, সত্যি অনেকদিন... অনেক বড় হয়ে গেছিস তুই...
তোমাদের বাড়িটাও নতুন রঙ হয়েছে দেখছি, এই কলতলাটাও ছিলনা তো।
হ্যাঁরে নতুন হয়েছে, তুই দেখিসনি। হঠাৎ করেই তো কাজ ছেড়ে চলে গেলি।
জানোই তো দিদি, বাড়ি থেকে বিয়ে দিয়ে দিল জোর করে, জানোই তো সব।
সত্যি ভারি দুঃখ হয়েছিল তোর জন্য, বাধা দিতে পারিনি। উচিত ছিল হয়তো, বিয়ের বয়সও তো হয়নি তখন তোর।
না না দিদি, তোমরা কি করবে বলো, মা বাবাই যখন... আর ওরাও হয়তো আমাকে সুখী দেখতে চেয়েছিল। আমি কিন্তু খুব কেঁদেছিলাম।
সত্যি, কত কিছু শিখেছিলিস বল তখন তুই? বর্ণপরিচয় প্রথম দ্বিতীয়ভাগ, ধারাপাতও। রোজ সন্ধ্যেয় পড়তে বসতিস আমার কাছে, মনে পড়ে?
কেবল তাই? আর নাম সই করতাম না বুঝি?
ঠিক ঠিক, তাইতো! কেমন সুন্দর হাতের লেখায় নিজের নাম লিখতিস তুই। পড়াশোনা করিস এখনো?
পড়াশোনা? না গো দিদি, আর পড়তে বসা হয়নি কোনোদিন...
কেমন আছিস এখন? ঘর সংসার চলছে কেমন?
ঘর? সংসার?
হ্যাঁ, তোর সংসার? কোথায় থাকিস এখন, কতদূর? কি হল তোর, কাঁদিস কেন সরস্বতী?
আমি ফিরে এসেছি গো দিদি, আর জানতে চেয়োনা কিছু। আবার আমায় কাজে নেবে গো দিদি?
আচ্ছা, তুই এই মুড়ি কটা খা তো দেখি আগে...
আমার কোনো ঘর নেই দিদি। তুমি নেবে গো কাজে আমায়?
তোকে ঘরে নেব সরস্বতী।

-


10 OCT 2018 AT 16:43

কৃষ্ণকলি, মেঘ করছে, বেরোস নে আজ ঘর থেকে...
আমার গানে সুর জাগছে, মেঘের গায়ের রং লেগে।
বৃষ্টি এলে, ভেসে যাবে, মাঠ-ঘাট আর চলার পথ...
ভেসে যাওয়ায় ভয় লাগেনা, আমার কাছে অন্য মত।
কাজ কি রে তোর জলে-ঝড়ে ঘুরে মরা তেপান্তর...
ঝড়ের হাওয়ায় ঝরবে বকুল, কুড়িয়ে তাদের ভরবো কর।
কিন্তু ঝড়ে উড়বে যখন সাধের বকুল ফুলগুলি...
হাওয়ায় ওড়া ফুলের শোভা, আঁকবো নিয়ে রং-তুলি।

-


10 OCT 2018 AT 14:43


ওরা বলে তুই আমার কেউ না।
ওরা কি জানে তুমি আমার মা?
ওরা বলে জন্ম দিইনি, তাই আমি তোর মা নই।
জন্ম না দাও, তবু তুমিও আমারই মা, আমি ওদের কই।

ওরা বলে বড় হলে আমায় ভুলে যাবি।
ওদের কাছে আছে কি আমার মনের চাবি?
ওরা বলে এসব ক্ষনিকের স্বপ্ন।
ওরা তো জানেনা আমার মা আমার হৃদয়ের রত্ন।

ওরা জানেনা তুই আমার নয়নের মণি।
আমিও যে মা তোমাকেই শুধু মা বলে চিনি।
মীরা তুই সুখে থাক, নাই বা হলাম আমি তোর জন্মদাত্রী মা,
মা আমি কথা দিলাম আমায় হারাবে না।

-


10 OCT 2018 AT 15:14

মুখোমুখি



(কবিতাটা ক‍্যাপশনে রইল....)

-


10 OCT 2018 AT 13:42


পিউ তুই! কেমন আছিস?বদলে গেছিস তো অনেক
হ‍্যাঁ ওই আর কি, নদীর স্রোতের মতো বয়ে চলেছি
সাগরের মতো প্রাণচঞ্চল পিউকে নদীর শান্ত স্রোতধারায় পাবো ভাবিনি..
আমাকে নিয়ে ভাবার সময় আছে নাকি?
তোকে নিয়ে সবার কতো মাতামাতি
পিউ ,তুই কি জানিস না আমি শুধু তোকে চেয়েছিলাম
না জানি না, জানতে চাই না, নৃত্য তুই আমার জন্য না
বদলে গেছিস..
অনেক অভিমান জমা আছে তোর তাই না?
মনে পড়ে দিন গুলো? আগমনী, পুজোর দিন, বৃক্ষরোপণ, রবীন্দ্র জয়ন্তী
ক্লাব ঘরে ঘুঙুরের তালে তালে দুজনাকে আর একটু চিনতাম....মনে আছে।
দশটা বছর কেটে গেছে,আমি মুহূর্তে অনুভব করেছি তোর মতো করে আমার সাধনা আর কেও করে না
আর পারছি না দাঁড়াতে, চল‌ বসি
চাকরির জালে জড়িয়ে নিজের শিল্পী সত্বার বিসর্জন দিলি রে..
চাইনি রে, জানিস তো মেরুদন্ড টা বাঁকা আমার, সোজা হতেই পারলাম না আর।
চললাম তবে, থাক চাকরি নিয়ে..
আটকাবো না
আর ডাকিস না ভালোবেসে নাচ কে, আর কখনও আর দেখা হবে না
জানি বন্ধু দেখা হবে। হয়তো কয়েক শতাব্দী পর, তবুও দেখা হবে.. মনে‌ রাখিস তোর পিউ একদিন শুধু তোরই সাধনায় মত্ত থাকবে....

-


10 OCT 2018 AT 10:58

"যদি পায়"
(অন্দর মহল দেখতে নীচে যান)

-


9 OCT 2018 AT 21:58

তুই তো শুধু আমার শরীরটাই চিনেছিস রে???
হ্যাঁ, তো বল আর কী বাল টা ছিঁড়বো?
কোনোদিন জিজ্ঞেস করেছিস আমার মেয়েটার কথা??
সে মাগীটার কথা শুনে আমি কী করবো?? আমারতো চাই তোকেরে শুধু তোকে......
আর একবার চোদা বাল.....তোর একদিন কি আমার একদিন...
শুনি কী করেছে তোর মেয়ে?????
জানিস, ও graduation এ first class first হয়েছে..
তাতে শালা আমার কী????
আমার মেয়েটা আজ আমাদের পল্লীর মুখ রে... আমাদের সমাজের মুলস্তরে ফিরে আসার নতুন আঁকর ..
থাক তুই তোর মেয়েকে নিয়ে....বাল...
হ্যাঁ বাল... থাকবো তো আলবাৎ থাকবো... ফোট শালা এখান থেকে এক্ষুনি ফোট....

-


2 MAR 2019 AT 23:54

তুমি আর আমি ।

আমাদের দুজনের ছায়া টুকু অন্ধকারে বসে
মরুভূমির নিরবতায় সমাধিস্থ আবেগ ,
হাত ধরে সবার অলক্ষ্যে ।
বাঁশ পাতা পুকুর ছুয়ে , চুম্বন চাঁদের ঠোঁটে
আমি শুধু ছাই মেখে বসি , গঞ্জিকাতে ডুবে
প্রত্যাশার শ্যাওলাগুলো ঝেড়ে ।

মরীচিকা ঝড় তুলে , আমি বালির প্রেমে সুর তুলি
প্রাক্তন ছেড়ে আমি আবার চলেছি...

-