প্রতিদিন প্রতিমুহূর্তেই আমার কাছে ও বাড়ির সকল কাজেই
মা দি-বস।-
হাবিজাবি আজগুবি...
মেঘ বলছে, তোমার বাড়ি যাবো
চোখের কোণে বৃষ্টি অভিমানী
শহর জুড়ে কিসের মাতোয়ারা!
মনের খবর কেউ কখনো রাখো?
পুজোর সাজে মেতেছে অলি-গলি
রাতের আকাশে আলোর ঝলকানি
ভীষন ভাবে একলা বসে আমি,
আমার চেয়ে সবাই ভীষণ দামী
ইচ্ছে করে সবার মতো হতে
আঙুলের ফাঁকে বন্ধু খুঁজে চলা
নিজের খোঁজে সবাই আছে মেতে
বেনামী খামে মিথ্যে কথা বলা
গাছের মাঝে একটি হলুদ পাতা
ঝড়ের বুকে টিকে থাকার লড়াই
মনের সাথে মনের বিবাদ যত
ঠোঁটের ফাঁকে ভালো থাকার বড়াই
সবুজ হবার সাধ ছিল আমারো
ভীড়ের মাঝে হারিয়ে যাবার নেশা
সম্পর্ক - নামেই মিছেই জালবোনা
সত্যের মোড়কে মিথ্যে ভালোবাসা
এই আমিটার হঠাৎ কান্না পেলে
বালিশ জানে নীরবতার মানে
তোদের কথার মিথ্যের আঁকিবুঁকি
আমার আমি একলা ভীষন সুখী
-
ওরা দানব
ওরা পিশাচ
ওরা রক্ত খেঁকো
ওরা কেড়ে নেই প্রাণ
করে ভালোবাসার ভান
কোন দোষে দিল এই প্রতিদান
পৃথিবী, তুমি আজ বড্ডো অসহায়
তবু, চলে যাচ্ছি অবহেলায়
তুমি সাবধানে থেকো
সত্যি ওরা মানুষ নয়
-
দেখতে দেখতে সাত বছর পার
গ্রীষ্ম থেকে শীত বয়ে চলে যায়
বাংলা সিনেমা আজও প্রতিক্ষায়
"ঋতু দা"
দেখা হবে কবে আবার????
-
বেপরোয়া মন
যত করি বারণ
বোঝেনা কারণ
ক্লান্ত মন
খুঁজে চলে সারাক্ষণ
ভালোবাসার কোণ
পাছে বুঝি হাই
তোর দেখা পাই
নির্ঘুম রাত কেটে যাই
-
দেখতে দেখতে আবার একটা বছর পেরোল..
সময় তোকে আরো একটু ভুলিয়ে নিল..
তোর জায়গা জুড়ে এখন অন্যরা
আঘাত পাই, আরো আরো আঘাত।
তোর সাথে আমার একান্ত চাওয়া -পাওয়া
এখন অনেকের কাছেই বিক্রি ।
তোর না থাকার মরচেতে ক্ষতরা প্রলেপ এঁকেছে
আমি কাঁদি, চিৎকার করে কাঁদি
শুধু হাত দুটো আর আগলে রাখে না।
কী জানি হয়তো একদিন ভুলে যাব , তোর
স্পর্শের কাতর অনুভূতির রেশ ...
আবার বছর শেষে নতুন বছর আসবে
আমি তোকে আরো একটু বেশি করে ভুলে যাব...
-