You deny or accept any responsibility.
Because this is your self decision.
-
I shall go for a long drive.
With my best love one.
Coming three days are in my pocket.-
পয়লা মানে প্রথম আর অন্য ভাবে বললে পয়লা মানে হলো নাম্বার ওয়ান। পয়লার অর্থাৎ প্রথমের সবক্ষেত্রেই থাকে একটা আলাদা গুরুত্ব,গরিমা ও আনন্দ।ঋতু বৈচিত্রে ভরপুর বাংলার বারো মাসের প্রতি মাসেই পয়লা তারিখ থাকে,তা সত্বেও প্রথম মাসের প্রথম তারিখ অর্থাৎ পয়লা বৈশাখ বাঙালির হৃদয়ে এক আলাদা গুরুত্ব বহন করে। সাংসারিক ক্ষেত্রে সংসারের প্রথম সন্তানের দায়িত্ব ও গুরুত্বটা বোধহয় একটু বেশিই থাকে।আর শিক্ষাক্ষেত্রে বা প্রতিযোগিতা মূলক পরীক্ষার ক্ষেত্রে কোন ছেলে বা মেয়ে যদি প্রথম স্থান অধিকার করে তাহলে তার গুরুত্ব ও গরিমা দুটোই বেড়ে যায়। চাকরির পরীক্ষা ও ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রথম স্থানাধিকারী/কারিণী খুব অনায়াসে চাকরি পেয়ে যায়।এর ব্যতিক্রমও অবশ্যই লক্ষণীয়। খেলাধূলার ক্ষেত্রে নাম্বার ওয়ান বা প্রথম হলে দেশের নাম উজ্জ্বল করে।
পরিশেষে, চুপিচুপি একটা কথা বলতে চাই।তা হলো পয়লা অর্থাৎ প্রথম প্রেম...
প্রথম পরিচয়,প্রথম দৃষ্টি বিনিময়,প্রথম একটু লাজুক হাসি,আরও...আরও...আরও...প্রথম...প্রথম...প্রথম... সবকিছু কি সহজেই ভুলে যাওয়া যায় !! বোধহয়......না।-
এগিয়ে চলার নামই হল জীবন;
আর এটাই মানুষের অহংকার।
বাংলা শুভ নববর্ষ ১৪৩২ এর...
আঙিনায় সকল কবি বন্ধুদের জানাই,
আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার।
পুরাতন কে জানিয়ে বিদায়ী সম্ভাষণ,
ভবিষ্যতের নূতন কে করি সাদরে বরণ।
ফেলে আসা দিনের দুঃখ গ্লানি নিরানন্দ,
সব কিছু ভুলিয়ে দেয় নববর্ষের আনন্দ।
নুতন শুরুর ৩২-এ পরস্পরকে ভালোবেসে,
বন্ধু হয়ে সবাই থাকুক একে অন্যের পাশে।
ভেদাভেদ ভুলে ধ্বনিত হোক মহামিলনের মঙ্গল শাঁখ;
ঘরে ঘরে প্রতিটি হৃদয়ে সূচিত হোক শুভ নব বৈশাখ।-
অপেক্ষাদের ভাষা অন্তর্দাহী,
নিশ্চুপ,নীরব;
বাইরে থেকে শোনা যায় না
শব্দ বা কলরব।
অনিশ্চয়তায় হৃদয় কাঁদে
গুমরে মরে মন;
কথার পরে কথা জমে হয়
যেন ভাষার বুনন!
যখন পাবো তোমার দেখা
বলবো মনের কথা;
ব্যথার বরফ গলে যাবে
বক্ষে রাখলে মাথা।
দু'বাহুতে জড়িয়ে কপোলে
আঁকলে স্নেহের চুম্বন;
অপলক চোখে দেখবো শুধু...
কথা হবে না স্ফূরণ!
আনন্দের স্রোতে খুশির নৌকায়
বহুদূরে ভেসে যাবো আমি;
অপেক্ষাদের ভাষা থাকবে উপেক্ষায়,
শুধু কাছে থাকলে তুমি।-
যাকে ওষুধ মানি,
সে আমার কাছে অমৃতের খনি।
যার ছোঁয়ায় কষ্টগুলো হয়ে যায় দূর;
যার স্পর্শে মনে আসে আনন্দ ভরপুর।
সে প্রকৃতি রুপিণী,
জননী,তনয়া অথবা সহধর্মিণী।
তার সান্নিধ্য আমার কাছে অকপট ভালোবাসা;
শোকে,দুঃখে আর মনখারাপে সেই যে ভরসা।
আর...
যাকে ওষুধ মানি,
সে সর্বংসহা মহাত্মা মহাজ্ঞানী।
যশ,খ্যাতি,সুখ,শান্তি,মান,সম্মান বা ক্ষত সারানোর নিদান;
সবকিছুই সে, শুধু ভিন্ন নামে...গড্, আল্লাহ আর ভগবান।-
Be a good writer.
Education needs not high.
Long regularly practice in writing.
Of course,
No doubt.
Go and do though like wise.-