একবিন্দু শিশির-ধোয়া
শিউলি-ঝরা সকালবেলা,
প্রেম-পুলকে আবেশি সৃষ্টিতে ,
আন-খেয়ালে একটু ছোঁয়া
শিহর-জাগা মেয়েবেলা,
একটু ভেজা জুঁই-ফুলি বৃষ্টিতে।-
রঙ্গনের দলে দাউদাউ লালের অভিসার,
রঙের পরশে ফাগুনী প্রকৃতি যেন অন্তঃসত্ত্বা;
সুদূর অতীতের জীর্ণতায় একপশলা সঞ্জীবনী মধুমাস।
মোহিনী কোকিল-কূজনে,নবজাতকের আগমনী,
বহমানা শীতল জাহ্নবীর বুকে কামনার ছোঁয়া,
রক্তিম আবেশে বিংশটি নষ্ট-বসন্ত তোমায় দিলাম।-
ভালোবেসেছি,সেই আদির সময় থেকে,
হৃদয়ের অন্তরাত্মা থেকে
আঙ্গুলের ভাঁজে ভাঁজে লুকায়িত তার প্রমাণ!
মধুঋতু এ বসন্তে,বাতাসে আবির রঙের ছোঁয়া
প্রেমের রঙের ছোঁয়ায়,
বসন্ত বিলাসে মাতোয়ারা হলো এ মন-প্রাণ!!-
-বসন্তে এভাবে ঝড়-বৃষ্টি হওয়া
তোমরা কি বলো, অদ্ভুত নয়কি?
-ঋতুর হিসাব তো জ্ঞানীরা রাখে,
কবির আকাশে সম্ভব বইকি!
নিঝুম নিশি মাতাল হল হঠাৎ হিল্লোলে,
শত ঝড় হলেও তবু অশ্রু নাহি ঝরে।
চুপ সে চুপ, চুপিসারেই অনেক গল্প বলে,
আকাশ আজ সবশেষে তুইও আমারই দলে।-
ভালোবেসেছি, সহস্রাধিক যুগ ধরে,
সিন্ধুলিপিতে রয়েছে খোদাই,
গঙ্গা হতে ব্রহ্মপুত্রের সভ্যতা তার প্রমাণ।
খাগ থেকে ঝর্ণা দ্বারা বর্ণিত ইতিহাসের পাতায়,
বসন্তের কুহুর মধুর ডাক,
দিয়েছে শুষ্ক শীতলতার হাত থেকে পরিত্রাণ।।-
আমি কৃষ্ণচূড়ার রং মেখেছি দুহাতে
আমি বসন্তের বিলাপ এঁকেছি দুচোখে
পলাশ দিয়ে তোমায় এখনো রাঙানো হয়নি
তোমায় কিছু কথা এখনো বলে ওঠা হয়নি
- শ্রী 🖤-
কাছে এসেছি, শুধুই অনন্তকাল ধরে
কত স্ট্যাটিস্টিক্স পেরিয়ে,
প্লটের কো-অর্ডিনেটের সংখ্যায় তার প্রমাণ
আমার যাত্রায় তোমার কো-অর্ডিনেটের
ছোঁয়াছুঁয়ি এক্স-ওয়াই অ্যাক্সিসের,
তোমার ভ্যালেন্টাইন, আমি এক্সপোনেনশিয়াল কার্ভ।-
ভালোবেসেছি, সেই প্রথম থেকে,
অস্পষ্ট কথাগুলো নিয়ে,
ভেজা কাঁচে চুঁইয়ে পড়া জলের মতো
তোমার আনাগোনা আমার
অলীক কল্পনাতে,
এ বসন্তে ঝরে যাক যত ক্ষত।
-muzahid
-
যদি আবার বসন্ত আসে
রাধাচূড়ার তলে আমাদের আনাগোনা ,
শেষ বসন্তটা এভাবেই কাটুক
সময়ের স্রোতে যে স্বপ্ন হয়েছে বোনা।
পলাশ বিছোনো রাঙা মাটির পথ
আর মাদলের মৃদু সুর,
দিগন্তে যেথা মুক্ত আবির
শেষ বসন্তেরই শেষ যে বহুদূর।
-
বসন্ত বড় নিঃস্ব ঋতু,
রঙহীন ও বিশ্রী -
সে বেমানান হয়ে ব্যঙ্গ করছে ।
আমি শহীদের স্ত্রী..-