ইচ্ছে গুলোকে স্বাধীনতা দাও
উড়তে দাও আকাশে
লোকের কথা তে কান দিয়ো না
সে তো রোজ য় ওড়ে বাতাসে ☘️🍁-
শুভশ্রী ঘোষ
(এলাচ ❤️)
267 Followers · 434 Following
মুখে না বললেও মন জানে যাবে না লুকানো 💙💙💙
Joined 9 March 2020
18 AUG 2020 AT 20:37
26 JUL 2020 AT 17:56
মুখোশ পড়ে হাজার মানুষের ভিড়ে
যারা আমাকে উপেক্ষা করো
তোমাদের জানা আছে কি মুখোশেও
চোখ যায় না লুকানো
- শুভশ্রী-
26 JUL 2020 AT 17:53
নিজের ভঙ্গি তে নাই বা থাকলো কোন সংশয়
কারণ পরিস্থিতি দেখে কারণের ব্যাখ্যা হয়
- শুভশ্রী❤️-
26 JUL 2020 AT 17:51
অনেক রাগ আঁকড়ে ছিল
আমার তুলি সেই রঙে
যেই না তুমি বৃষ্টি হলে
তখন আমি ভীষণ জ্বরে
- শুভশ্রী
-
18 APR 2020 AT 8:58
পুড়ে যাওয়ার গন্ধ সব সময়
কাগজে পাওয়া যায় না
অনেক সময় মনের মাঝে পাওয়া যায়-
16 APR 2020 AT 11:58
বন্ধ ঘড়ি দিচ্ছে ফাঁকি
মনখারাপী সংক্রমণ
নীলচে খামে স্বপ্ন মাখে
খামখেয়ালি একলা মন
-