Muzahid Mondal   (-muzahid)
296 Followers · 343 Following

read more
Joined 11 June 2017


read more
Joined 11 June 2017
13 MAY 2022 AT 0:06

জীবন একটা হাওয়াই মিঠাই -এর মতো
স্বাদ নেওয়ার আগেই ফুরিয়ে যায়।

-


11 MAR 2021 AT 16:15

বিজেপি ভক্ত ~ দিদি,ভোট আসলে দাদাও নাটক করে,তবে তোমার নাটকের অভিনয়টা এবারে দাদাকে টপকে গিয়েছে দেখছি।

দিদি ~ আরে, ওটা তো আমি দাদার কাছ থেকে শিখেছি। মানুষকে দেখাতে হবে না যে লড়াইটা আমাদের সঙ্গে তোমাদের হচ্ছে। চুপচাপ থাকো নইলে যে জোটের দল শুনে ফেলবে।

জোট ~ আমরাই বিকল্প, আমরাই ধর্ম নিরপেক্ষ, আমরাই ভবিষ্যৎ।

-


11 JUL 2020 AT 12:58

|| বদ্ধ এনভেলপ ||

পর্ব-১

মেয়েটা খোলা আকাশ উপভোগ করেনি কোনোদিন।
সূর্যোদয়, সূর্যাস্ত দেখা হয়ে ওঠেনি ---
বিয়াল্লিশটা বছর পার হয়ে গেলো।
মানুষ বিকারগ্রস্ত হয়ে পড়লে---
কোনো 'পাপ' স্পর্শ করতে পারে না।
মন আগে যা ভাবত,
এখনও তাই ভাবে।
ভালো থাকো তোমারা,
এটাই তো আমি চাই।
তোমাদের চিন্তা করার কিছু নেই,
তোমাদের সমস্ত চিন্তা,আমার মধ্যে শুষে নিয়েছি।

-


17 MAY 2020 AT 21:24

আমরা সবাই কারোর না কারোর কাছে মুখ্য হওয়ার চেষ্টা করে যায়, কিন্তু সে মানুষটা আমাদেরকে গৌন করে রাখে।

আবার ওই মানুষটা অন্যের কাছে মুখ্য হওয়ার চেষ্টা করে, সেও তাকে গৌন করে রাখে।

-


23 APR 2020 AT 17:47

বাহির আমাদের দুঃখ দেয় না..
কেবলই ভিতর আমাদের দুঃখ দেয়..।

-


18 APR 2020 AT 19:33

"করোনার মরশুমে"

ক্যাপশনে লিখলাম..........

-


23 MAR 2020 AT 22:29

(১)
আমি Covid-19, ঊহান শহর আমার উৎপত্তির স্থল।
আমার জন্মের কারন নিয়ে অনেক মতপার্থক্য আছে। আমার ক্ষমতার কথা বলতে গেলে,
আমি প্রথমে একটা আস্ত মানুষকে গিলে ফেলতে পারি, তারপর আরও একটা মানুষ, তারপর একটা শহর, তারপর একটা গোটা দেশ, আরও একটা দেশ, এইভাবে একটু একটু করে সমগ্র পৃথিবীটাকে আমি গিলে ফেলতে পারি।
এটাই আমার ক্ষমতা।







-


8 SEP 2018 AT 23:36

কখনো সরে যেতে হয়,অজান্তে
যেখানে ঝুপ করে স্তব্ধতা নেমে আসে,
বাতাসে বাতাসে,
চলে যেতে দাও, যে চলে যেতে চায়...
যেখানে সুখ বহমান,
আমি বেমানান!
অলক্ষ্যে জন্ম নিয়েছিল হৃদয়ে,
বহু কক্ষপথ পেরিয়ে।
মাঝে মাঝে অসহ্য যন্ত্রণা হয়,
মাথার ভিতর,রাত থেকে ভোর
এতো টান, কেনো অনুভব হয় মনে,
প্রতিটা ক্ষনে ক্ষনে..
কারনে অকারণে।
মুছিতে চাহিলে মুছিতে পারিনা, হৃদয় অরণ্যে,

-muzahid






-


21 AUG 2018 AT 11:37

আমি শুধু বেঁচে আছি।
আমার শরীরজুড়ে রক্তের স্রোত,

নিস্তেজ দেহ, ভেলা হয়ে ভেসে যায়,
অশ্রু পরাজিত জলে,প্রিয় বসত গলে।

অমি তবু বেঁচে আছি।
অদম্য ইচ্ছায়,হার না মানায়,
যেটুকু সঞ্চয় ছিল,প্রকৃতি তা নিয়ে নিল।
আমাকে বাঁচাও, আমি কেরল বলছি।
-muzahid





-


11 AUG 2018 AT 23:47

সমুদ্র আজ শান্ত,পাখিরাও ক্লান্ত!

মাথার উপর জমেছে কালো মেঘ,
অশান্ত বাতাস ফুঁসছে, দেখাচ্ছে তার বেগ।
   
মন এখন অতীতের কল্পনায় বিভোর,
মনে পড়ে যায় সেই খুনসুটি, সেই ঝগড়া।
সেই পথ চেয়ে বসে থাকা, সেই নদীতীর।

আজ বড় উচাটন এই মন, বাতাসে চেনা এক গন্ধের আভাস,ঠিক যেন গোলাপজল মিশ্রিত আগরবাতির গন্ধ। খোলা চোখ যে আজ বন্ধ।

কফিন বন্দি হৃদয়,
অগস্ত্য যাত্রা শুরু করেছে,বলছে, বিদায়.....বিদায়।

-


Fetching Muzahid Mondal Quotes