যে চোখে চোখ রেখে, তোমার মন্দ দিক বা ভুল তুলে ধরতে পারে না, সে তোমার প্রকৃত বন্ধু হতে পারে না ।
-
কে কি ভাবলো তাতে কি যায় আসে
বন্ধু মানে তুমি আমার পাশে
আমি তোমার সাথে
এটাই তো জীবনের মানে ¡¡-
বন্ধুত্ব কখনও কোনো বয়সের বেড়াজাল মানে না.... এই শব্দবন্ধ জুড়ে কেবলই সহজ স্বচ্ছ অনুভূতির বাস.... হাজার শুভেচ্ছার ভিড়ে যে মানুষ টাকে ছাড়া আমার বন্ধুতা বেশ খানিকটা ফিকে পড়ে যায় সে আমার "মা"..... নিত্য সাংসারিক টানাপোড়েনের মাঝেও তার সব ইচ্ছে পূরণের এক খেলায় আমি মেতে থাকি.... তোমার আদরমাখা হাসি টা যে ভীষণ দামী সেটা বলার আর অপেক্ষা রাখে না... তোমার মনবাড়ির আবদার মেটানোর জন্য না হয় আমিই রইলাম...💐
-
বন্ধু তোমায়...!!
এই শহরে যানজট লেগেই থাকে নিরন্তর,
বিষন্ন কালবৈশাখী ঝড়ে ভাঙে বক্ষ পাঁজর৷
দিনের শেষে হারিয়ে যাও চ্যাটবক্সের ভীড়ে...
নতুন মানুষের সঙ্গে তোমার কথোপকথন বাড়ে৷
মুহূর্তগুলো আজ বিলীন হয় স্মৃতির মোড়া খামে,
নীল ফুলদানিতে রজনীগন্ধা সাজাই তোমার নামে৷
সব যোগাযোগ আর যাতায়াত নিভে গেছে বোধহয়,
ভালো থেকো বন্ধু নতুনের ভীড়ে, মনে রেখোনা আমায়৷-
না পাওয়া ভালোবাসা তোমার তরে,
আমি তোমার জন্য হই যদি জোনাকি,
তুমি আমার স্বপ্নগুলো ছুঁবে কি?
সহাস্য উপহাসে মন হেসে উঠে
কল্পনার ভ্রম ছুটে।
বাউণ্ডুলে স্বপ্নগুলো এখন ছন্নছাড়া
মনটা এখন একা ভিষণ যেনো নীড় হারা।
আমি হারাবো যখন
কি ছিলাম আমি,বুঝবে তখন।
হারিয়ে যাবো এ শহর ছেড়ে দূর বহুদূরে
চোখের ভিতর স্বপ্নগুলো ছেড়ে
আমি চলে যাবো দূর বহুদূরে —
হারিয়ে যাওয়ার পর হয়তো
আমার স্মৃতিগুলোই রয়ে যাবে —
প্রতিদিন কত হেসে কেঁদেছি
তার হিসেবগুলো বেহিসেবী হবে।-
।।বন্ধু।।
বন্ধু,,,
তুমি ধরবে হাত...যখন আমি হোঁচট খাবো?
দেখাবে পথ...যখন আমি হারিয়ে যাবো?
হবে আলো...যখন আমি অন্ধকারে ভয় পাবো??
বন্ধু,,,
তুমি ছন্দো হবে...যখন আমি কবিতা লিখবো?
সুর হবে...যখন আমি গাইবো গান?
তুলি হবে...যখন আমি ছবিতে রং ভোরবো??
বন্ধু,,,
তুমি সুখের তরী হবে...যখন আমি দুখের সাগরে ডুবতে থাকব?
মলম হবে...যখন আমি যন্ত্রনায় ছটফটাবো?
ঢাল হবে...যখন আমি জীবন যুদ্ধের যোদ্ধা হবো??
-
ঘড়ির কাঁটায় সময় নয় , তুই অসময়ের সাক্ষী ।
বন্ধু মানে পাগলা হাওয়া , ব্যস্ত দিনেও অরাজকতার ঝক্কি ॥-
আগলে রাখবে আলো দিয়ে,
বন্ধু তো সেই নক্ষত্র।
ছায়াদায়ী বৃক্ষ যার নেই
ভেদাভেদ,নেই জাতি গোত্র।-