আমি চাই;
তুমি রোজই আমার খবর নাও,
'দূরত্ব' আমাদের না ছুয়ে দিক।
তুমি এসো;
মন দিয়ে মোর মন বুঝে নিও
'দুজনে' পাশে থাকাটাই ঠিক।
-
হয়তো বৃষ্টি এসেছিলো, তার মনেও
আমার মতো তারও ভাসিয়েছিল বুক।
দু'জনেই এখন স্মৃতি নিয়ে বাঁচি,
স্মৃতি আগলে বাঁচাতেই পার্থিব সুখ।-
আমি জানি,
আর ক'টা স্তবক পড়া শেষে,
তুমিও ঠিক বলতে হেসে,
আপনি মানুষ না, বদ্ধ-পরিত্যক্ত কবর।
আমি মানি,
পছন্দের গাথাতেও ধূলি জমে,
রহস্যময়ী প্রেমেও আকর্ষণ কমে,
মোহ কাটলে কেউ নেয় না কারো খবর।-
•••••======================•••••
"কিছুময় আপনি"-পুরোটা পড়ুন ক্যাপশন-এ-
একটা গোলাপ তোমার নামে,
কিনে পাঠালাম মেঘের খামে।
অনুভবে রেখো,থেকো পাশে,
তুমি হাসলে গোলাপও হাসে।
-
•সবচেয়ে সহজ কাজ কী?
→অন্যের কৃতকর্মের ভুল ধরা।
•সবচেয়ে কঠিন কাজ কী?
→নিজের আমলনামার ভুলগুলো
বেছে বেছে, তা শুধরে নেওয়া।-
ভুমিকম্প-সুনামি বোঝো!
সামান্য অভিমানে যে
বুকের মধ্যে তোলপাড় হয়,
তা বোঝো না।-
তোমার সাথে পথেই দেখা,
পথেই চোখে চোখে মন পড়া শেখা।
আমার মত করে কী পড়েছে কেউ?
দিয়েছে সাথে থাকার মুচলেকা!-
কত দিন যায় সাধু দেখি না
দেখি না সংসার বিবাগী।
আপন দুঃখ মনে নিয়ে ঘুরি,
কেউ হতে চায় না ভাগী।-