দুপুরের আদরঘুমের বদভ্যাস
শহরজুড়ে মেঘবৃষ্টির সমন্যাস!-
23 APR 2018 AT 23:25
কতো চোখের জল ঝরেছে, শহর মনে রাখেনি,
কতো জীবন থমকে গেছে, শহর থেমে থাকেনি।-
12 NOV 2018 AT 15:44
......স্টেশনে বসে থাকা ভিখিরীর চোখে, প্রতিটা যাত্রীর পায়ের দাগ গুনেছি, বহুবার, লিখেছি।
গরম রামের ঘ্রানে গা সামলে,
ডাবের জলে, ভিজিয়ে নিয়েছি চোখ মুখ শরীর।
আমার শহর গন্ধ ভালোবাসে।
প্রেম পড়ে আছে সিগারেটের গায়ে,
ঠোঁটের স্পর্শ মেখে, চুমুর ঠিকানা!
আমি প্রেমে পড়িনি, থেকেছি এই শহরের প্রেমে, আজীবন.........-
24 APR 2018 AT 8:47
তোর হাত ধরে চোখের ডানা শহরের স্বপ্ন ভেজা রাস্তায়,
প্রেমের পালকে লেগে থাকা চুপকথারা মিলবে না সস্তায়।-
23 APR 2018 AT 23:18
ভেজা ছাদ গল্প শোনায়, রাত্রি জাগরণের
তোমার গল্প ভেজায় চোখ; প্রেমানুরাগের-
24 APR 2018 AT 0:48
ঘুম নামে শহরের আনাচে কানাচে,
মন আজও গভীর রাতে প্রেম-উপাখ্যান লেখে।-