Himika Das   (© Himika Das ❤)
880 Followers · 293 Following

"ক্রমশ দৃশ্য জুড়ে নীরবতা বেড়ে ওঠে পাশে"
Joined 5 March 2018


"ক্রমশ দৃশ্য জুড়ে নীরবতা বেড়ে ওঠে পাশে"
Joined 5 March 2018
26 JUN 2023 AT 19:05

আমরা প্রত্যেকেই আমাদের জীবনে এমন একটা মানুষ চাই যে কিনা আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের সাথে থাকবে আর সেটা একান্তই ব্যক্তিগতভাবে ।

-


17 MAY 2023 AT 0:28

আমি জানিনা তোমাকে নিয়ে আমার কেনো এত আড়ম্বর, কেনো এতো ছেলেখেলা, কেনো এতো খুনসুটি, কেনো এতো ছন্নছাড়া, কেনো এতো ভালো লাগা, জানিনা, বিশ্বাস করো কিচ্ছু জানিনা। না জানি এখন তোমার প্রিয় ডাক নাম কোনটা , না জানি তোমার প্রিয় গন্ধ কোনটা, আর না জানি তোমার প্রিয় মানুষ কোনটা?

জানি শুধু স্রেফ তোমার দেয়া আমাকে ডাক নাম, জানি শুধু তোমার দেয়া আমার গায়ের সুগন্ধিটুকু, আর জানি শুধু তোমার প্রিয় মানুষ অবর্তমানে আমি, শুধু আমিই।

-


29 APR 2023 AT 23:47

কি চাই আমার তোমার কাছ থেকে ?
কিছুই তো বুঝে উঠতে পারিনা,
আজকাল। না তোমাকে, না নিজেকে।
তবুও, কিসের এতো চাহিদা ?

যেখানে তোমাকে না পাওয়ার গল্পটা
দিন দিন বেড়েই চলেছে, ক্রমশ!
এই যে আমার তোমাকে চাই, দরকার
না হলেও, চাই। রীতিমতোন চাই।

ঠিক যেমনটা তুমিই এতকাল আমায়
চেয়ে এসেছিলে ঠিক, তেমনটা চাই।
তা হয়তো, তোমাকে জানাতে পারলে...
বেঁচে যেতাম। হয়তো। শেষবারের মতো।

-


20 APR 2023 AT 1:52

আতিথেয়তা ভালো, আত্মীয়তা ভালো নাহ ।

-


28 MAR 2023 AT 23:18

মন ভালো রাখা'টা যেমন জরুরী,
ঠিক তেমনই মন ভালো থাকা'টাও,
তার সাথে জরুরী'ই শুধু তোমার কথা না ভাবা...

-


25 MAR 2023 AT 23:01

তুই আমার জ্বরের ঘোরের জলপট্টি হয়ে আসিস।

-


2 SEP 2022 AT 1:09

ভালোবাসা কথাটাই অজানা থেকে যায়,
কেউ জানতে পারে আর কেউ জানতে পারে না।
তফাৎ শুধুমাত্র এখানেই।

-


21 AUG 2022 AT 0:08

ভালোবাসা আর ভালোলাগা গুলোকে খুঁজতে খুঁজতে কবে যে
কখন কোথায় হারিয়ে গেছি নিজেই জানিনা....
তাই শুধু মনে হয়, সবটাই সীমিত।
আমাদের এই চেষ্টাটুকুই বৃথা।
সব ভালোলাগা সব ভালোবাসা সবসময়ের জন্য পূর্ণতা পায় না।
আমাদের ভালোলাগাগুলো আমাদের
কাছেই থাকে, আমাদের ভালোবাসাগুলোও আমাদেরই থাকে।
আর এইগুলো নিয়েই স্রেফ আমাদের বেঁচে থাকা।

-


18 AUG 2022 AT 6:25

দূরত্ব বুঝিয়ে দেয়, মানুষটা কতো প্রিয়....

-


2 DEC 2021 AT 21:45

ভালোবাসতে গেলে তো একটুখানি মন লাগে,
আর আমার কাছে ভালোবাসতে লাগে শুধু তোমাকে।

-


Fetching Himika Das Quotes