আমরা প্রত্যেকেই আমাদের জীবনে এমন একটা মানুষ চাই যে কিনা আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের সাথে থাকবে আর সেটা একান্তই ব্যক্তিগতভাবে ।
-
আমি জানিনা তোমাকে নিয়ে আমার কেনো এত আড়ম্বর, কেনো এতো ছেলেখেলা, কেনো এতো খুনসুটি, কেনো এতো ছন্নছাড়া, কেনো এতো ভালো লাগা, জানিনা, বিশ্বাস করো কিচ্ছু জানিনা। না জানি এখন তোমার প্রিয় ডাক নাম কোনটা , না জানি তোমার প্রিয় গন্ধ কোনটা, আর না জানি তোমার প্রিয় মানুষ কোনটা?
জানি শুধু স্রেফ তোমার দেয়া আমাকে ডাক নাম, জানি শুধু তোমার দেয়া আমার গায়ের সুগন্ধিটুকু, আর জানি শুধু তোমার প্রিয় মানুষ অবর্তমানে আমি, শুধু আমিই।-
কি চাই আমার তোমার কাছ থেকে ?
কিছুই তো বুঝে উঠতে পারিনা,
আজকাল। না তোমাকে, না নিজেকে।
তবুও, কিসের এতো চাহিদা ?
যেখানে তোমাকে না পাওয়ার গল্পটা
দিন দিন বেড়েই চলেছে, ক্রমশ!
এই যে আমার তোমাকে চাই, দরকার
না হলেও, চাই। রীতিমতোন চাই।
ঠিক যেমনটা তুমিই এতকাল আমায়
চেয়ে এসেছিলে ঠিক, তেমনটা চাই।
তা হয়তো, তোমাকে জানাতে পারলে...
বেঁচে যেতাম। হয়তো। শেষবারের মতো।-
মন ভালো রাখা'টা যেমন জরুরী,
ঠিক তেমনই মন ভালো থাকা'টাও,
তার সাথে জরুরী'ই শুধু তোমার কথা না ভাবা...
-
ভালোবাসা কথাটাই অজানা থেকে যায়,
কেউ জানতে পারে আর কেউ জানতে পারে না।
তফাৎ শুধুমাত্র এখানেই।-
ভালোবাসা আর ভালোলাগা গুলোকে খুঁজতে খুঁজতে কবে যে
কখন কোথায় হারিয়ে গেছি নিজেই জানিনা....
তাই শুধু মনে হয়, সবটাই সীমিত।
আমাদের এই চেষ্টাটুকুই বৃথা।
সব ভালোলাগা সব ভালোবাসা সবসময়ের জন্য পূর্ণতা পায় না।
আমাদের ভালোলাগাগুলো আমাদের
কাছেই থাকে, আমাদের ভালোবাসাগুলোও আমাদেরই থাকে।
আর এইগুলো নিয়েই স্রেফ আমাদের বেঁচে থাকা।-
ভালোবাসতে গেলে তো একটুখানি মন লাগে,
আর আমার কাছে ভালোবাসতে লাগে শুধু তোমাকে।-