মাঝে মাঝে আমরা হারিয়ে যাই
কিন্ত আমাদের জন্য কেউ নিখোঁজ বলে দেওয়ালে ছবি দেয় না।
কারণ সবাই বলে, এই তো দেখ আমরা দেখতে পারছি ।
মাঝে মাঝে আমরা নিজেরাই হারাতে চাই
বিলীন হতে চাই আকাশে
মনেও হয় এই বুঝি আমি নেই
কিন্ত সবাই বলে, এই তো দেখ আমরা পারছি দেখতে।
আসলে আমরা ফেরাতে চাই
ফেরাতে চাই আমাদের মুখ
সব জটিলতা থেকে।
আসলে আমরা শূণ্যে হারাতে চাই।
কিন্ত ওই যে মানুষ বলবে শূণ্য কই এ তো পূর্ণ।
ইশ হারানো অত সহজ নাকি ভাই
তবু আমরা শুধুই হারাতে চাই
হারাতে চাই অন্তহীন এক পথে
যেখানে কোনও পিছু ডাক নাই।-
✏গণমাধ্যম ও সাংবাদিকতার ছাত্রী 😊
📩 sreetamabhat... read more
কোনও এক পাহাড়ি নদীর তীরে,
কোনও দিন হাজার লোকের ভীড়ে,
কোনও এক ঘুম ভাঙানো ভোরে,
কিংবা অলস দ্বিপ্রহরে
দেখা হবে। কথা হবে।
শুধু হবে না পরিচয়।
না হবে খুশি। না হবে দুঃখ।
না রবে কোনও ভয়।
বলার থাকবে অনেক
শুধু থাকবে না মুখে ভাষা
দুহাত বাড়িয়ে ধরতে চাইলে
মিটবে না সেই আশা
একটা অনেক বড় দেওয়াল
মনের সামনে ব্যারিকেড।
কিছু মুহূর্ত চোখে স্পষ্ট
অনেক কিছুই ফেড।
মনের সুতোয় হাত পা বাঁধা
তবু রইবে আলতো ছাড়
সেই ছাড়ই যে খুঁজতে গিয়ে
হাজার বছর পার...
-
Let's play music and dance in the street
Let's go to an walk without a single talk
Let's make an easy life
Where there will be no perfect track
Let's sleep and forget to wake up
Let's go for an outing and forget to come back
Let's make an easy life
Where we don't have to follow any quick hack
Let's forget about time today
Let's sit on a riverside and forget to gaze at the sky
Let's... Let's see what happened
If we forget our surroundings and just cry.
-
একটা অদ্ভুত মায়া কাজ করে
যখন দেখি কেউ খুশি
কেউ সুখী, কেউ আছে খুব ভালো
মায়া লাগে নিজের জন্য
নিজের অসহায়তা, নিজের অজান্তেই বড় হয়ে ওঠৈ
মায়া জন্মায়
অনেক মায়া
যার শেষ নেই
সুখ দুঃখ আপেক্ষিক
কিন্ত এই মায়া লাগাটা আপেক্ষিক নয়
এটা চিরকালের অভ্যাস
যখন দেখি কেউ অসুখী, কষ্টে আছে
তখনও মায়া হয়
নিজের অস্তিত্বটা তখন বড় হয়
হ্যাঁ নিজের অজান্তেই
আর কারও জন্য মায়া জন্মায় না
কারও অস্তিত্বই যে জীবনেই প্রভাব ফেলে না।-
মনের জংশন
ট্রেন থামল ঝাঁকুনি দিয়ে খানিক
দরজাটা B3'এর থেকে একটু দূরে
দেখছি কেউ দৌড়ে আসছে যেন
আমার মনে তখন কু ঝিক ঝিক!
খুব সাবধানে নামতে গিয়ে হোঁচট
বুঝি, মনের গতি বাড়ছে সমান তালে
সামনে বাড়ানো হাতে আমার ভর
সামলে নিলেম মুচকি হেসে শেষে।
বেশ ঠান্ডা তখন কত রাত ?
খেয়াল নেই খেয়াল ছিল অন্যে
সময়টুকু এতই গভীর ছিল
ডায়েরি খানা হাতেই গেল থেকে ।
নিস্তব্ধ সব। ওই স্টেশনও দেয়না সাড়া
হুইসলটার কর্কশ আওয়াজ ভাঙল,
ভাঙল তোমার, ভাঙল আমার
ভাঙল সারা বিশ্বের নীরবতা যেন
দু'মিনিট ছিল, নাকি ছিল আলোকবর্ষ ?
বুঝিনি কেউ, নাকি সময় পড়েনি মনে
আমি এখন জানলায়, হাওয়ার সঙ্গে মিশি
তুমিও বুঝি ক্যাবের ব্যাকসিটে !-
আগে লিখতাম
অনেক লিখতাম
মন খারাপে
মন ভালোতে
কান্না এলে
হাসি পেলে...
একসময় এই কলম খানা
ছিল আমার সই
কবে থেকে খুঁজছি
ইশ! হারালো যে কই...-
ওরা হাসে মিছে মিছে
কান্না হাসির কারণ গুলো যে ওদের কাছে এক
ওরা কাঁদেও কি মিছে মিছে ?
নাকি দুঃখ গুলো ওদের কাছেও একটু বেশি দামি ,
যেমন আমার কাছে, তোমার কাছে
আমাদের চোখের জলের দাম !
ওদের হাসির দাম নেই, নেই দম কান্নায়
কার কাছে ? নিজের ?
সবার কাছেই অন্যের অনুভূতি মূল্যহীন
যেমন তোমার,
যেমন আমার।
কিন্তু নিজের কাছে 'আমার' মূল্য অনেক
তবে ওদের সেদিকে নজর বালাই নেই ।
হয়তো তাই সাধারণের মন ভাঙে,
ওদের তো ভাঙার মন ও নেই।
তাহলে কিসের দুঃখ কেন চোখের জল !
একটা অভাব ওদেরও তো আছে
যেমন তোমার জীবনে ,
তেমনি আমার।
সাধারণের তকমা খানি নিয়ে
সব অধিকার নিশ্চিত করে আমরা
ওদের অসাধারণের তকমা দেই, বলি,
ওদের কম টুকু পূরণের দরকার নেই আর ।
কান্না হাসির উর্দ্ধে যে জগৎখানি আছে,
তাতে ওই অভাব পূরণের দরকার হয়ত প্রবল
কিন্তু অধিকার নেই সেই টুকুই যে চাওয়ার।
-
Before you quit the game
Don't forget to destroy the oponent
☺-