যখন পরবে না মোর পায়ের চিহ্ন এই বাটে
তখন আমায় নাই বা মনে রাখলে।
বলে,মরে গেছো তুমি অনেক দিন
অনেক বছর হলো,
নয়ন তোমারে পায় না দেখিতে।
তবুও কেনো অপেক্ষায় থাকি।
আসবে ঠিকই তুমি কোনো এক শ্রাবণের দিনে।
বলেছিলে,মনে রেখো যদি দূরে যাই চলে।
তাই তুমি বিরাজিত আজও
প্রেমে,বিরহে এ বাংলার ভুবনে।-
।। বা ই শে ।।
মনের মাঝে নেশার মতো লাগে,
বাইরে তখন অবাধে ঝরছে বৃষ্টি..
তোমার দুনিয়ার মোমবাতি নিভে গেলে,
কাঠের কবি হারিয়ে ফেলে দৃষ্টি !
সিক্ত হিয়া তপ্ত হয়ে উঠে,
হাওয়ার সাথে লড়াই তখন প্রবল..
আমি'র থেকে আমি হারিয়ে গেলে,
প্রাপ্য বলতে পড়ে থাকে ছোবল !
রাতের পর রাত ধরে হয় তর্ক,
দাবার ছকে ভুলের পর ভুল ..
ওহে বন্ধু, বিদায় !
তারপর ?? শেষের গল্পে কবিতারা মশগুল !-
কে বলেছে রবি আর নেই?
তিনি তো রয়েছেন আমাদের পাশে
তিনি তো রয়েছেন আমাদের সাথে
চেয়ে দেখো সেই নীল আকাশে
হাত রাখো একে অপরের হাতে
অনুভব করো তাঁকে এক গভীর দীর্ঘশ্বাসে....-
তুমি আছো হৃদয় মাঝে...
সকাল সন্ধ্যে রবির সাজে..
তোমার নেই যে বিনাশ..
তুমি আমার অন্তের অবিনাশ..
বিষাদে কাটছে মোর শ্রাবন বেলা..
যবে থেকে শেষ করেছো সকল খেলা...
মনের মনিকোঠায় তুমি রবে নীরবে
হে বিশ্ব কবি লহ মোর বিনম্র প্রণাম...
-
A polymath is styled so due to the multifarious skills to influence human lives. A visible presence is timelessly observed in every permutation of emotions and situations humans can experience. The cost of immortality is indeed about infusing divinity in the artistry.
-
বাইশে শ্রাবণ
সকল খেলায় খেলছ ওগো
তুমি মৃত্যুঞ্জয়
রবি ঠাকুর সবকিছুতেই
সবই রবি-ময়
-
শ্রাবনের ধারার মতো ঝরেছ তুমি, হে প্রভু..
এই শ্রাবনেরই বৃষ্টি বিন্দু তে হয়েছো একদিন বিলীন..
তোমার সৃষ্টি র প্রতিটি স্পর্শে, স্পর্শিত আমাদর জীবন.. মন..
তোমার চরণে জানাই কোটি কোটি প্রণাম, শ্রদ্ধাধারার বিন্দু র সমর্পন..-
আছো তুমি সবার মনে
আছো তুমি গানে গানে
সুখে আছো দুখে আছো
প্রতিটি মনের ভাব প্রকাশে আছো
রয়েছি আমরা তোমায় ঘিরে
কোথাও তুমি যাওনি ছেড়ে
কবিতা - গানেই যে তোমার বাস
শ্রাবণ - ধারার মাঝেও দিয়েছো,
বেচেঁ থাকার আশ্বাস।।-
যে কটা দিন(reprised)
___________________
যে কটা দিন তুমি আগুন জ্বালাও ,
বাঁচি যেন আগুনপোকা হয়ে হয়ে ;
আমার ঠোঁটে তাই আজও ধার বাকি আছে ॥
শীতের আদর যেন ছুঁয়ে ছিলো
বালাপোষে তোলা ঢেউগুলো হয়ে হয়ে ;
আমার ঠোঁটে তাই আজও ধার বাকি আছে ॥
তোমার ধোঁয়ার খেলা ঢাকছে আমার শহর ,
কারভাঁয় লুকিয়েছিলাম চেনা পরশপাথর ।
স্বপ্নগুলো ঝুলছে থেকে লেকটাউনের ঘড়ি ,
তোমার ব্র্যান্ডেড গল্প তবে এমন কি আহামরি ?
আটতলা বাড়িগুলোই আমাদের আশা মুছে দেয় ;
যেভাবে বাদামখোসা উড়িয়ে দাও ,
ওড়াও তেমন আমার মনে ভালোবাসা ;
আমার চোখে তাই আজও আশা বাকি আছে ॥-
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে লেখা কবিতা .....
উপলব্ধি
শ্রাবণের ধারায় টিপ্ টাপ্ বৃষ্টি ।
সুন্দর সজ্জিত ফটোফ্রেমে দৃষ্টি ।।
চন্দনে পুষ্পের সুগন্ধিত শোভা ।
সর্ব্কন্ঠে সঙ্গীত সঙ্গে নৃত্যঞ্জলির আভা ।।
বিশ্বজুড়ে আবৃত আবিষ্কৃত ভাষা ।
লেখনির স্পর্শে ছিল ভবিষ্যতের আশা ।।
জীবন সায়ন্বে হারিয়ে কলম ধরার শক্তি ।
তাই ব্যাথিত শেষ কবিতার পংক্তি ।।
অন্তরের বেদনা বিকশিত কণ্ঠে ।
হে মোদের দেবতা ফিরে এসো ,
ফিরে এসো নব রূপে নব সাজে
উদভ্রান্ত বিশ্ব হৃদয়ের মাঝে ।।
------- নমষ্কার -----
✍ তপন পণ্ডিত
-