নিজের করুন অবস্থার কাহিনী অন্যের কাছে বিস্তারিত বলে হাসির পাত্র হওয়ার থেকে সেই অবস্থা থেকে শিক্ষা নিয়ে তা নিজ নিজেই মোকাবিলা করা শ্রেয় বলে মনে হয় |
-
পাইলেও পাইতে পারো আমার অস্তিত্বের.....।
স্মরণে বিদ্যাসাগর
হে দয়ার সাগর তুমি ,
মোর প্রণাম লহ এই শুভ জন্মতিথীতে ।
দরিদ্রের পাশে ছিলে আজীবন ,
তা খোদিত আছে বীরসিংহ পুরের মাটিতে ।
জাত-পাত, সতীদাহ কুসংস্কার ভরা সমাজে ,
অন্ধকার থেকে উঠিয়ে এনেছিলে জ্ঞানের আলোতে ।
দুরন্ত, সাহসী, দৃঢ়চেতা আদর্শ মানব তুমি ,
সব ফেলে এগিয়ে এসেছিলে নারী শিক্ষা ও
বিধবা বিবাহ প্রচলনে ।
বাংলা গদ্যের প্রথম রূপকার তুমি ,
তোমারই হাতে তৈরি বর্ণপরিচয়, কথামালা,
বোধদয়, ব্যকরণ কৌমুদী ।
হে মেদিনীপুত্র আবারও ফিরে এসো ,
এই মহামারীর দেশে, পথপ্রদর্শকের বেসে । ✍ তপন পন্ডিত
-
শুধু তুমি শীতের বৃষ্টি হয়ে ।
থেকে যেও অকাল শ্রাবনের জ্যোৎস্নারাতে,
আগলে রাখা পুরানো সব স্মৃতির দলে ।
✍ কবিতার দেশ-
বইয়ের পাতার নৌকা নিয়ে.....
স্কুল-কলেজের মাথায় চড়ে যাচ্ছি ভেসে ভেসে ।
দিনের পর দিন বন্দী আমরা ,
অনলাইন ক্লাসের আঁটোসাটো সিলেবাসে ।-
We have go to far....far away !
Just stated walking
I don't know where will end this travel.....!!!
✍ Tapan Pandit-
অন্ধকারই বলুক তাঁকে কাছে পাওয়ার সুখ ।
বৃষ্টি জানুক ঝরে পড়ার অসুখ,
মাটি বলুক তাঁকে পাওয়ার পরম সুখ ।
প্রেমিক জানুক একা থাকার অসুখ,
প্রিয়াই বলুক ভালোবাসা ফিরে পাওয়ার সুখ ।
মানুষ জানুক আজ পৃথিবীর এই অসুখ,
মানবসমাজই বলুক ভ্যাকসিন ও অক্সিজেনের সুখ ।
- ✍কবিতার দেশ-
আকাশ এখন জোৎস্না মাখে
ঐ মেঘেদের বিছানায় ।
নিদ্রারানী ফিরে চোখের পাতায়
শুধু স্বপ্নের বাহানায় ।-
হেঁটে যাওয়া পথ বসন্ত হতে পারতো ।
মাতাল হাওয়ায় শাল-পলাশ ঝরে ঝরে পড়তো ।
তোমার আসার পথ বাঁকা না হয়ে সোজা হতে পারতো ।
দুপাশ ভরে শুধু সারি সার দিয়ে কৃষ্ণচূড়া লাল হয়ে ফুটতো ।
- কবিতার দেশ
-
রোদেলা আবেগ ডাক পাঠায়,
সুখ নামের ঐ খামে ।
মন ময়ূরী নেচে বেড়ায় ,
হৃদয় তোমার আকাশ জুড়ে ।
- ✍ কবিতার দেশ-