তোমার যত্নে রাখা বইয়ের সেই ছেঁড়া পাতাটা হতে চাই যাকে তুমি চাইলেও ফেলতে পারবে না কারণ আর যাইহোক পাতাটা ফেলে দিলে বইটাও নষ্ট হয়ে যাবে
-
তোমার মাঝে হারিয়ে গিয়ে, নতুন নিজেকে খুঁজে নিয়ে
ভালো আছি বেশ তোমায় ছাড়া,বারণ তোমায় মনে করা
গল্প গুলো আজও ডাকে পিছু,সব হয়নি পুরো বাকি আছে কিছু
শীত গ্রীষ্ম প্রতি মাসে মাসে,তোমার স্মৃতি আজও মনে ভাসে
ভালো আছি বেশ তোমায় ছাড়া, বারণ তোমায় একটুও মনে করা।
কতদিন শুধু তোমায় জড়িয়ে ধরে, কাটিয়েছি রাত তোমায় নিজের করে
আমার কষ্টে তুমি হতে দুখী, আমার খুশিতে তুমি হতে সুখী
ভালো আছি বেশ তোমায় ছাড়া, বারণ তোমায় একটুও মনে করা।
তোমায় যেন আবার ফিরে পাই, মনে পড়ে যায় তুমি আর নাই
অশ্রুসিক্ত নয়ন ধরে,ভূমির মাঝে লুটিয়ে পড়ে
ভালো আছি বেশ তোমায় ছাড়া, বারণ তোমায় একটুও মনে করা।
তোমার কবরে আজও ফুল রাখা সাদা চাদরে শরীরটা ঢাকা
ভালো আছি বেশ তোমায় ছাড়া, বারণ তোমায় একটুও মনে করা
আকাশ ছেড়ে দিগন্তের পানে,পাড়ি দিলাম শুধু তোমার টানে, শেষ বেলার গানে...
অসমাপ্ত-
তুমি আসবে বলেই এই শরতে বসন্ত নেমে আসে
তুমি আসবে বলেই কাশ ফুল ফোটে বাংলার ঘাসে ঘাসে ।
তুমি আসবে বলেই অষ্টমীতে লাল পাঞ্জাবি পরা
তুমি আসবে বলেই সুযোগ পেলে তোমার হাতটা ধরা।
তুমি আসবে বলেই পঞ্চমীতে পড়ল ঢাকে কাঠি
তুমি আসবে বলেই বিসর্জনেও বন্ধ কান্নাকাটি।
তুমি আসবে বলেই পাড়ায় পাড়ায় আলোর রোশনাই
তুমি আসবে বলেই ফুলের গন্ধে তোমার গন্ধ পাই।
মহালয়া থেকে দশমী রাত আরও বলা বাকি আছে।
সবই পাবো আর সবাইকে পাবো শুধু তোমায় পাবো না কাছে।
পাবো না এবার ফুলের গন্ধ, হবে না হাত ধরা
লেখার মধ্যে দিয়েই এবার, তোমায় মনে করা।
পাড়ায় পাড়ায় দুর্গা পুজোর ঢাক বদ্যি বাজবে
এত কষ্টের মাঝেও জানো, মন বলে তুমি আসবে।
তুমি আসবে বলেই জীর্ণ মুখে ফুটলো শীর্ণ হাসি
তুমি আসবে বলেই মন থেকে আমি তোমাকেই ভালোবাসি-
আকাশের বুকে একটু চেষ্টা করলেই শুকতারা খুঁজে বের করা যাবে কিন্তু জীবন সমুদ্রে সুখ তারা কোথায় পাওয়া যাবে জানো কেউ ???
-
নিয়মের বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করে অনিয়মের স্নিগ্ধতায় ভাসিয়ে দিতে পারলে হয়তো তুমি জীবনকে উপভোগ করতে পারবে
-
কোন সমস্যা শেষ হয়ে যাক ভালো কথা
কিন্তু সেই সমস্যা হাসি মুখে শেষ হোক সেটা আরো ভালো কথা
ভ্রষ্টাচার শেষ হওয়া উচিত এটা ভালো কথা
কিন্তু আমরাও যদি ঘুষ দেওয়া ছেড়ে দিই সেটা আরো ভালো কথা
রাস্তায় গর্ত না থাকুক পরিষ্কার হোক ভালো কথা
কিন্তু আমরাও যদি রাস্তাঘাট পরিষ্কার রাখি এবং ট্রাফিক মেনে ড্রাইভিং করি সেটা আরো ভালো কথা
মেয়েরা কাজ করুক অফিস যাক ভালো কথা
কিন্তু কাজের জায়গায় ঘরের মতো আবহ পাক সেটা আরো ভালো কথা
চলুন নিজেদের একটু পাল্টাই ভালোর থেকে আরও ভালোর দিকে এগিয়ে চলি
চলুক কলম-
ছুঁলাম তবে মনে মনে কাছে
আজও পাইনি।।
তোমার জন্য পথ চেয়ে থাকা
আজও আমি বড্ড একা
কথায় তুমি বুঝিয়ে দিয়েছো তবে আমি
আজও বুঝতে পারিনি।।-