স্বপ্ন যখন মাথা নোয়ায়, বাস্তবতার কোলে,
হয়তো তাকেই, হয়তো তাকেই অকালবোধন বলে...-
ওই যে বলে না " কবিতাকে ভালোবেসে engineering কে বিয়ে করেছ... read more
শহরের ইতি টানি এসো,
সম্পর্কের কালিমা মুছে দিই...
ভালোবাসা বয়ে যাক নোনা জলে,
চলো, মরে বেঁচে থাকা শিখে নিই...
অস্ফুটে বলেছিল বালকে,
ওটা ভুল , ওটা ভুল -
আগামী দেখেনি যারা চোখে,
তারা ফল ভাবে ফুল...
বিকেলে যেভাবে কথা ভাসে,
তাতে রক্ত ভেজায় কপাল..
পুরোনো মানুষ আর নতুন ভাত পড়ে থাকে,
বেড়ে যায় শুধু চাল, আর গতকাল।।-
খাঁচা ছাড়ার স্বাদ পেয়েছে ঘরকুনো যে পাখি,
খবর নাও, আর সে কখনও ফিরতে চেয়েছে নাকি ?-
হাতের মেহেন্দি গাড় লাল হয়ে উঠে,
কানের দুলে ঝুলতে থাকে খুশি,
শাড়ির ভাঁজে ভেসে উঠে রামধনু,
আমি তখন ফাঁকা ছাদে বসি।
ভিড়ের মাঝে শুধু হাসি আর হাসি,
আগাম কতো প্রশ্ন, কতো শুভেচ্ছা,
গোলাপগুলো হার মেনে যায় শেষমেশ,
আমি তখন গ্যালারিতে খুঁজি শেষটা।
তুমি তখন অনেক গেছো এগিয়ে,
আমিও তখন ছাদের ঠিক কিনারায়,
তুমি তখন আমার খুশিতে খুশি,
আমি তখন আমার খুশির পাহারায়!
ভাঙা ঠোঁটে নতুন তখন নিকোটিন,
কাঁপা হাত আজও বলছে পারবোই...
তুমি শেষমেশ আমার খুশিতে খুশি,
যেখুশি আমার হলো না কখনওই ।।-
এমন রাতে বুকের উপর আছড়ে পড়ে ঢেউ!
এক যুগ অভিমান জড়ানো মেঘ, হঠাৎ ভেঙে পড়ে সাগরে!
কত শত নৌকাডুবির সাক্ষী থাকে প্রেমিক-নাবিক!-
আসল সত্যটা হলো -
কঠিন পরিশ্রম, অদম্য জেদও বেশিরভাগ সময়
ভাগ্য ও পরিস্থিতির কাছে হার মানে।-
পড়ন্ত বিকেলে ক্লান্ত পাখিরা ফেরে ঘরে...
তবু কিছু পাখি জড়িয়ে যায় ব্যস্ত শহরে...! 💙-
তোমার অঞ্জলী এই ভাবে খ্যাত হোক -
" আমি সুখী যার সাথে,
সে চির সুখী হউক ! "-
আনমনে, গোপনে,
তোমার বুকে খুঁজে নিই ঠাঁই!
রজনীগন্ধাহীন রজনীর কিনারাতে,
রক্ত-মাংসের গন্ধ পাই!-