Mrinmoy Das   (Mrinmoy Das (অপরিণত কলম))
1.1k Followers · 197 Following

read more
Joined 29 May 2017


read more
Joined 29 May 2017
1 FEB 2018 AT 20:24

গ্রহণ লাগে চাঁদে,
বন্ধ ঘরে দমবন্ধ হয়ে আসে মেয়েটার..
রাহুর জীবন অভিশাপে ভরে যায়..
তুলসী পাতা ভেসে উঠে অরন্ধনে..

সময়ের খেলায় গ্রহণ কাটে,
চাঁদের জন্য মেয়ের মনে প্রেম তখন ফুটন্ত..
কাপুরুষ চাঁদ তখন রাহুর দয়ায় বলবান,
ভালোবাসায় মগ্ন সচন্দনে..

হাজার অভিশাপের বোঝা ঠেলে,
রাহু এলিয়ে পড়ে প্রেমিকার কোলে,
হাজার ক্ষত ছড়িয়ে পড়ে শরীরে,
সতর্ক প্রেমিকা আলগা চুমুর মলম এঁকে দেয়..

চাঁদ আরও গাঢ় প্রেমিক হয়ে উঠে,
রাহু গতি হারায় প্রেমের কেন্দ্রবলে..
রাহুর প্রেমিকা অভিশাপ দিতে জানে না,
তবু আজও চাঁদের কলঙ্ক বেড়ে চলে..

-


15 JUL 2017 AT 11:45

আমি অলস,
পরিবর্তন বিদ্রোহের শুধু স্বপ্ন দেখি।
আমি কাপুরুষ,
তাই বিপ্লব নিয়ে কবিতা লিখি।

-


16 SEP 2021 AT 22:03

স্বপ্ন যখন মাথা নোয়ায়, বাস্তবতার কোলে,
হয়তো তাকেই, হয়তো তাকেই অকালবোধন বলে...

-


7 SEP 2021 AT 20:45

শহরের ইতি টানি এসো,
সম্পর্কের কালিমা মুছে দিই...
ভালোবাসা বয়ে যাক নোনা জলে,
চলো, মরে বেঁচে থাকা শিখে নিই...

অস্ফুটে বলেছিল বালকে,
ওটা ভুল , ওটা ভুল -
আগামী দেখেনি যারা চোখে,
তারা ফল ভাবে ফুল...

বিকেলে যেভাবে কথা ভাসে,
তাতে রক্ত ভেজায় কপাল..
পুরোনো মানুষ আর নতুন ভাত পড়ে থাকে,
বেড়ে যায় শুধু চাল, আর গতকাল।।

-


31 MAY 2021 AT 23:22

কেমন সে ভুল! যে ভুল সবাই করে ফেলে,
বুক জুড়ে কত ঋতুর আনাগোনা; তবু উত্তর নাহি মেলে।

গ্রহণ লাগে চন্দ্রভানুর দেশে, চোখ বুজে কেউ যাচ্ছে জলে ভেসে,
তবু চিন্তা ফেরার উদ্দপিয়ার বেশে, ক্লান্ত হিয়া যাচ্ছে শুধুই হেসে।

ও হে ফকির! দেহ মন সব জলাঞ্জলি দিলে,
খাঁচা জুড়ে কত পাখির আনাগোনা; তবু উত্তর নাহি মিলে,
তবু উত্তর নাহি মেলে।

-


24 MAY 2021 AT 16:44

Paid Content

-


21 MAY 2021 AT 18:13

শহর ব্যর্থ প্রেমে হঠাৎ ডুবে যায়,
তাই বিশুদ্ধতায় তোমায় পেতে চায়,
শহর তোমার খোঁজেই রোজ ডাক পাঠায়,
সে থেমে থাকে না তো সীমানায়!

শহর ছোটে দিগন্তহীন হয়ে,
যেমন সময় যাচ্ছে বেবাগ বয়ে,
শহর হিসেব রাখতে পারে না তো,
তাই ভেসে যায় চিলেকোঠার ছাতও!

শহর জানে জমা প্রেমে বিষাদ বেড়ে ওঠে,
তবু তোমার নামই ফুটিয়ে তোলে ঠোঁটে।
হাজার হলেও তোমার দেওয়া চোটে,
এক প্রেমিক যুবক শহর হয়ে ওঠে!

-


18 APR 2021 AT 20:23

ভাঙতে হলে আয়না ভাঙো,
নিয়ম সকল বজায় থাক।
সকল মিছিল বন্ধ করো,
শুনতে পাচ্ছ ? ফেরার ডাক !

কাজ মিটিয়ে ফিরছে শ্রমিক, ফিরছে যুবক,
পরিযায়ীর দল!
সব রঙেতে আগুন জ্বলুক,
ক্লান্ত হোক বন্দুকের নল !

থামুক স্লোগান, থামুক ভিড়,
এসো বর্ষে দিই টিকার জল।
দূরত্ব আবার বজায় হোক,
সচেতনতা বাড়ায় চল!

ভাঙতে হলে শিকল ভাঙি,
নিয়ম সকল বজায় থাক!
স্যানিটাইজার হাতের তালুই,
মাস্কে ঢাকুক মুখ আর নাক !

-


6 MAR 2021 AT 12:52

ভালোবাসা লেগে থাকে পারদের মতো,
মন মাথা বোঝে না তো স্নায়ুদের ক্ষত!

-


4 MAR 2021 AT 22:10

খাঁচা ছাড়ার স্বাদ পেয়েছে ঘরকুনো যে পাখি,
খবর নাও, আর সে কখনও ফিরতে চেয়েছে নাকি ?

-


Fetching Mrinmoy Das Quotes