Mrinmoy Das   (Mrinmoy Das (অপরিণত কলম))
1.1k Followers · 197 Following

read more
Joined 29 May 2017


read more
Joined 29 May 2017
16 SEP 2021 AT 22:03

স্বপ্ন যখন মাথা নোয়ায়, বাস্তবতার কোলে,
হয়তো তাকেই, হয়তো তাকেই অকালবোধন বলে...

-


7 SEP 2021 AT 20:45

শহরের ইতি টানি এসো,
সম্পর্কের কালিমা মুছে দিই...
ভালোবাসা বয়ে যাক নোনা জলে,
চলো, মরে বেঁচে থাকা শিখে নিই...

অস্ফুটে বলেছিল বালকে,
ওটা ভুল , ওটা ভুল -
আগামী দেখেনি যারা চোখে,
তারা ফল ভাবে ফুল...

বিকেলে যেভাবে কথা ভাসে,
তাতে রক্ত ভেজায় কপাল..
পুরোনো মানুষ আর নতুন ভাত পড়ে থাকে,
বেড়ে যায় শুধু চাল, আর গতকাল।।

-


6 MAR 2021 AT 12:52

ভালোবাসা লেগে থাকে পারদের মতো,
মন মাথা বোঝে না তো স্নায়ুদের ক্ষত!

-


4 MAR 2021 AT 22:10

খাঁচা ছাড়ার স্বাদ পেয়েছে ঘরকুনো যে পাখি,
খবর নাও, আর সে কখনও ফিরতে চেয়েছে নাকি ?

-


3 MAR 2021 AT 21:50

হাতের মেহেন্দি গাড় লাল হয়ে উঠে,
কানের দুলে ঝুলতে থাকে খুশি,
শাড়ির ভাঁজে ভেসে উঠে রামধনু,
আমি তখন ফাঁকা ছাদে বসি।

ভিড়ের মাঝে শুধু হাসি আর হাসি,
আগাম কতো প্রশ্ন, কতো শুভেচ্ছা,
গোলাপগুলো হার মেনে যায় শেষমেশ,
আমি তখন গ্যালারিতে খুঁজি শেষটা।

তুমি তখন অনেক গেছো এগিয়ে,
আমিও তখন ছাদের ঠিক কিনারায়,
তুমি তখন আমার খুশিতে খুশি,
আমি তখন আমার খুশির পাহারায়!

ভাঙা ঠোঁটে নতুন তখন নিকোটিন,
কাঁপা হাত আজও বলছে পারবোই...
তুমি শেষমেশ আমার খুশিতে খুশি,
যেখুশি আমার হলো না কখনওই ।।

-


26 FEB 2021 AT 21:20

এমন রাতে বুকের উপর আছড়ে পড়ে ঢেউ!
এক যুগ অভিমান জড়ানো মেঘ, হঠাৎ ভেঙে পড়ে সাগরে!
কত শত নৌকাডুবির সাক্ষী থাকে প্রেমিক-নাবিক!

-


20 NOV 2020 AT 14:15

আসল সত্যটা হলো -

কঠিন পরিশ্রম, অদম্য জেদও বেশিরভাগ সময়
ভাগ্য ও পরিস্থিতির কাছে হার মানে।

-


13 NOV 2020 AT 21:24

পড়ন্ত বিকেলে ক্লান্ত পাখিরা ফেরে ঘরে...
তবু কিছু পাখি জড়িয়ে যায় ব্যস্ত শহরে...! 💙

-


24 OCT 2020 AT 9:21

তোমার অঞ্জলী এই ভাবে খ্যাত হোক -

" আমি সুখী যার সাথে,
সে চির সুখী হউক ! "

-


8 OCT 2020 AT 20:06

আনমনে, গোপনে,
তোমার বুকে খুঁজে নিই ঠাঁই!
রজনীগন্ধাহীন রজনীর কিনারাতে,
রক্ত-মাংসের গন্ধ পাই!

-


Fetching Mrinmoy Das Quotes