বাতাসে মিশেছে আজ কোকিল এর মিষ্টি সুর...
বসন্তের আকাশ এ লেগেছে হাজার ও রঙের মিলিত সুর...
ভালোবাসার রঙে প্রতিটি সম্পর্কে আসুক পূর্ণতা..
সবার হৃদয়ে আসুক প্রতিটি রঙের পবিত্রতা...
হ্যাপি হোলি ....শুভ দোল যাত্রা...
-
বাতাসে মিশেছে আজ কোকিল এর মিষ্টি সুর...
বসন্তের আকাশ এ লেগেছে হাজার ও রঙের মিলিত সুর...
ভালোবাসার রঙে প্রতিটি সম্পর্কে আসুক পূর্ণতা..
সবার হৃদয়ে আসুক প্রতিটি রঙের পবিত্রতা...
হ্যাপি হোলি ....শুভ দোল যাত্রা...
-
স্মৃতির সমুদ্রে হারিয়েছে বহু ঘটনার ঢেউ,
সময়ের ব্যাস্ততার পাড়ে দাড়িয়ে দেখতে দেখতে।।
বহু ঘটনা আজ অপেক্ষায়, সমুদ্রে মেলার আশায়
পাড় আজ বোঝাই,বহু ঘটনার ঘনঘটায়।।।
নতুন বছরের নতুন ঢেউ আসুক ,নুতন এক সুস্থ জলবায়ুর হাত ধরে ।।।
-
বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে হেটেছি সময়ের সাথে, প্রথম দিনের শুরু থেকে প্রথম ভালোবাসা শুধু তোমাকে নিয়েই। সন্ধেহ এর অভিশাপ এ উন্মুক্ত নীল আকাশে এর দুটি জীবন আজ বছরের সাথে সাথে "শেষের পথে"...
-
মায়ের বিভিন্ন রূপের আসা যাওয়ায় মধ্য দিয়ে ,
আজ ঘরে লক্ষী এলো, মায়ের রূপে।।
মা লক্ষী র পায়ের ছাপ থেকে যাক,ঘরে - বাইরে,
সকল হৃদয়ে স্থান পাক, মা লক্ষী র আশির্বাদ।।
।।জয় মা কোজাগরী লক্ষী পূজা।।-
মা চললেন নিজের বাড়ি ,বিসর্জনের মধ্য দিয়ে,
একটা বছরের প্রতীক্ষার সান্ত্বনা দিয়ে।।।
আবার এসো মা, নতুন ভাবে সাজাতে আমাদের সংসার এ।।।
বরণ করে নিতে পারি যেন মা, সবাই মিলে।।
আসছে বছর আবার হবে।।।-
হই হুল্লোড় এর চারটি দিন, শেষ হলো নিমেষেই।।
প্রথম দেখার, চারটি দিন,শেষ হবে না কোনোদিন।।
সব মায়া কাটিয়ে,চোখের কাজল ধুইয়ে,
দিচ্ছে বার্তা সকলকে......
উমা আজ বিদায় বেলায়,
:শুভ বিজয়া দশমী :-
ছোটবেলার প্রথম স্বাধীনতা, শারদীয়া য়।।
নিয়মের বাইরে গিয়ে,জীবন কে উপভোগ করার নাম হলো , শারদীয়া।।
সারারাত জেগে রাস্তায় ঘোরার দিন ছিল, শারদীয়া।।
দুটি হাত একসাথে রেখে নির্ভয়ে ঘোরার,একটি নাম হলো , শারদীয়া।।।-
তুমি আমি একসাথে,
ঘুরবো রাস্তায়।।
সব অভিমান মিশে যাবে,
ভালোবাসায়।।।
।-
শব্দের বিভিন্নতা য় উৎসবের রঙ এ লাগে ভিন্নতার প্রতিছবি।।।
বিষণ্ণতার সুর লেগেছে বাতাসে,মহা উৎসব এর শেষে।।
বুঝি এই বিদায় ধ্বনি বাজে,
মা দুগ্গা র বিদায়ের।।
-