পোষ্ট দেখিয়া বিচারক হইয়া উঠিবেন না তাতে আপনারই ক্ষতি।।— % &
-
খারাপ পোষ্ট করলে যেমন মানুষ খারাপ হয়ে যায় না।
তেমনি ভালো পোষ্ট করলে মানুষ ভালো হয়ে যায় না।
তাই পোষ্ট দেখে প্রেমে পড়বেন না।
দয়া কইরা।।— % &-
দূর থেকে আগুনকে দেখতে ভালো লাগে।
কাছে গেলে বোঝা যায় কতটা ক্ষতিকারক।।-
শব্দ খুঁজে পাচ্ছি না লেখার জন্য।
সময়টা অনেক দূর হেটে চলে গেছে।
তুমিও কি পিছন ফিরে বসে আছো।
সময়কে ধরো নয়তো আমার মতো
সেও পালিয়ে যাবে।
সামনে ঘোরো, সময়ের হাত ধরো।
বিষ তো হজম করে ফেলেছো।
মানে বাঁচতে শিখে গেছো।
পিছন ফিরে সময়টাকে করো নাকো নষ্ট।।-
আমার বাড়িতে অনেক পশু পাখি পোষা আছে।
তুই ভাবলি কি করে !তোর নামে পশুপাখি পুষবো!
সে ঘৃণায় নিজেই আত্মহত্যা করবে।।-
সম্পত্তি দেখিয়ে ভালোবাসা পাওয়া যায় না।
লোভ আর লোভী মানুষ পাওয়া যায়।
লোভী মানুষ।-
যখন আমি বুঝছি আমি ভুল করছি, তখন নিঃশব্দে সেখান থেকে সরে আসাই ভালো, বলে আসার দরকার নেই, বলে আসতে গেলে সেই ভুলে আরো বেশি করে জড়িয়ে পরবে।।
-
বলতে এসেছিলো,
ষষ্ঠীতে আমার সাথে ঘুরতে যাবি?
কিন্তু এতো অহংকার শেষমেষ বলেই উঠতে পারলো না। অহংকার দেখিয়ে অহংকারকে সঙ্গে নিয়ে গেলো।।-