QUOTES ON #হাত

#হাত quotes

Trending | Latest
3 NOV 2021 AT 21:13

-


29 APR 2020 AT 17:47

তোমার হাতদুটো আমি হাড়ে হাড়ে চিনি
উত্তরে ভোটের দাগ, দক্ষিণে মাছের রক্ত, মাঝখানে রেলিং আঁকড়ে চাষবাস।

তোমার হাতদুটো সমুদ্র।
ভাবলে মধ্যযুগ
ছুঁলে হঠাৎ ঝড়।
প্রবাল সুখে কেঁপে উঠি
ক্ষণে ক্ষণে,
যেন তল পেলে সব মাটি!

তোমার হাতদুটো সাঁকো।
জানো কি?
তোমার হাতের যেকোনো রেখা ধরে হাঁটলেই বাড়ি ফেরা যায়.........

― Eternal Moon



-


3 NOV 2021 AT 9:37

-



একটা হাত খুঁজছি আঁকড়ে ধরার.. যে হাত ধরে হাতড়াতে হয়না পৃথিবী

মুঠোর ভেতর সহস্র স্বপ্ন জমা থাকে, ছবির ফ্রেম বেয়ে নেমে আসে গল্পেরা;

বাদামি ডাইয়ির ভাঁজে হতাশার প্লাবন! ভাঙা ক্লিপটায় লেগে কারো খুঁনসুটি

বাড়তি জামাগুলো বিষের মতো ঠেকে, আঙুলের ছোঁয়ায় কুঁড়ি ফুটে উঠলে

নতুন করে খুলবো জীবনের হালখাতা, মানুষের ভীড়ে মিশে একাকার জীবন

হাতের নাগালে কেবলই রাস্তা ধরে.. যার শুরুটা বলা গেলেও শেষটা

হয়তো কৃষ্ণগহ্বরে বিলীন হয়েছে!!!

-


13 JUL 2020 AT 23:37

◆ হাতের জীবনকথা ◆

" যে হাত নতুন প্রানের জন্ম দেয়, সেই হাত মৃত লাশের চিতা জ্বালায়। "

" যে হাত দিয়ে চোখের জল মোছা হয়, সেই হাত প্রহার করে চোখে জল আনাই। "

" যে হাত বৃষ্টির মতো একসময় টাকা ওড়ায়, সেই হাত পথের ধারে কখনো ভিক্ষা চাই। "

" যে হাত বাচ্ছার মুখে দুধ তুলে দেয়, সেই হাত নিকোটিন ও মাদকের বিষে আচ্ছন্ন হয়। "

-


20 MAY 2019 AT 13:44

প্রভাতেই মুছে যাক রাতে পারার গন্ধ মাখা সাধু মুখোশ দারির হাত।

-


20 MAY 2019 AT 13:10

চোখের পলকে প্রেমের বরষা ধরে অশ্রুর হাত

-



প্রিয়তম যদি রাখো, ভালোবেসে এই হাতে হাত।

-



কখনও হেরেছি, কখনও জিতেছি
সবঅবস্থাতেই তোমাকে পাশে পেয়েছি,
জীবনের ওঠাপড়ায় সর্বদা এভাবেই ধরে রেখো মোর হাত
বাকি জীবনটা তাহলে এমনি কেটে যাবে তুমি দিলে সাথ।

-


2 NOV 2021 AT 7:02

হাতে হাত রেখো বিশ্বাসের শুধু,
তবেই ভাগ্যের কাছে হারবেনা কভু।

-