তোমার জন্য জোকার সাজতেও দ্বিধা করি না
আত্মসম্মানবোধ তো অকেক পরের কথা,
তোমার সাথে করা কোন ভুল খুজে পেলে
আমার সারাজীবন খাটিয়ে দিবো শুধু তা শোধরানোর চেষ্টায়,💔
আমি অনেক খোঁজার চেষ্টা করেও
আমার ভুল খুজে পাই নি,
কিন্তু আমি আমি ভুল করছি এটা নিশ্চিত-
হয়তো এই কারনেই তোমারে পাওয়ার যোগ্যতা রাখি না
যে তোমার সাথে করা ভুল খুঁজে পায় না সে তোমার খেয়াল রাখবে কি করে--
কিছু বলার প্রয়োজন নাই
আমি তো জানিই তুমি কখোনো আমারে পছন্দ করো না
তবুও নিজেকে ক্লিয়ারিটির প্রয়োজন মনে করলাম
তাই বললাম, যদি সম্ভব হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা🥀-
আদনান জাফর
(Ɲα𝘠ӃȺ❣️)
430 Followers · 170 Following
Life is all about the next step...👤
Joined 24 August 2018
5 JAN 2022 AT 15:44
27 DEC 2021 AT 20:34
আমরা পুরুষ জাতি,
যতই, কোনো মেয়েকে বলি না কেনো
যে, ভালবাসি না💔
তারপরও কেন জানি !
তাকে অন্য কারো সাথে দেখলে
এমনিতেই ভিতর থেকে পুরতে থাকে🔥
মনে হয় এখন এক ডাক্তার দরকার
আমার বুকের দুকফুকুনি সীমায় রাখতে🔇
মনে হয় এক পসলা বৃষ্টি হলে মন্দ হতো না
বুকের ভিতর কিছুটা শান্ত করতে সক্ষম হতো🌧️-
7 DEC 2020 AT 12:50
আমার নিঃসঙ্গতা কেবল-
------------------তোমার দূরত্ব আঁকড়ে ধরে .......!-
26 OCT 2019 AT 12:54
জীবনের সাথে জুরে থাকা কোনো অপূর্নতার ছায়া থেকে গেলে, বিষয়টি যতই সাধারন হোক না কেনো তার পূর্নতা খোঁজ করে অস্বাভাবিক,অচেতন উপায়।
-
19 SEP 2019 AT 7:43
দেখবেনা কেও অবাধ্য গোধুলিতে বিষাধের জড়,
তবুও 'ঠোটে' চেপে ধরা থাক ভালবাসা।-
23 JUL 2019 AT 21:51
ঘুমানো নিষেধ🙇
জেগে থাকা অপরাধ🙅
অনুমতি আছে মৃত্যুর😞
তবে সেচ্ছায় মৃত্যু মহাপাপ🙏🙏-
18 JUL 2019 AT 16:13
কাব্যের শহরে অহরহ প্রেম, ভালবাসার শহর শূন্য...
আমি কাব্যের শহরেই না হয় থেকে গেলাম, ভালবাসার শহর আমায় ঠকিয়েছে...!!!-